লাল বাসে চড়ে বাড়ি যাবেন ইবির শিক্ষার্থীরা

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১১: ২৪
আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৪: ৩৪

পরীক্ষা দিতে এসে লকডাউনে আটকে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল। সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। দুই দিনে বিভিন্ন রুটে গাড়ি পরিচালনা করবে। আজ বৃহস্পতিবার সকালে রুটের চূড়ান্ত শিডিউল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

শিডিউল অনুযায়ী আগামীকাল শুক্রবার (১৬ জুলাই) সকাল ৬টা থেকে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং খুলনা বিভাগের রুটে চারটি বাস ছাড়বে। অন্যদিকে পরের দিন শনিবার (১৭ জুলাই) রাজশাহী ও রংপুর বিভাগের রুটে বাস চলাচল করবে। টানা দুই দিন ক্যাম্পাস থেকে ছাড়বে এসব বাস। 

শিক্ষার্থীদের জন্য বাসের বিভিন্ন রুটের চূড়ান্ত শিডিউলপ্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়া হবে। প্রশাসন শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে ৬টি রুটে বাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাছে ৭৪৪টি আবেদন জমা পড়েছিল। পার্শ্ববর্তী জেলার ৮০ জন বাদ দেওয়া হয়েছে। মোট ৬৬৪ জন শিক্ষার্থী পরিবহন সেবা পাবেন।’

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মাহাবুবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচটি রুটে বাস দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। এগুলো হলো গাবতলী, ফরিদপুর, রাজশাহী, খুলনা, রংপুর। দুই দিনে এসব রুটে গাড়ি পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় পরিবহন পুল। আশা করি আমরা শিক্ষার্থীদের তাঁদের পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিতে পারব।’

উল্লেখ্য, ৭ জুলাই আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বিভাগীয় শহরে পৌঁছানোর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত