মমতাজ জাহান মম, ঢাকা
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ মঞ্চস্থ করল ‘এক্সপ্লোরিং দ্য গথিক ইন লিটারেচার’ শীর্ষক ‘গথিক’ সাহিত্যের নানামুখী আয়োজন। ১১ অক্টোবর বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এআইইউবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
এতে বিভাগের শিক্ষার্থীরা প্রখ্যাত উপন্যাস ও কবিতার নাট্যরূপ, নাচসহ ব্যতিক্রমী বিভিন্ন বিষয় পরিবেশন করেন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিহাব সাকিব এবং অন্যান্য শিক্ষক।
পুরো অনুষ্ঠান উপস্থাপনায় দুজন শিক্ষার্থী জনপ্রিয় কাল্পনিক চরিত্র ‘ওয়েনেসডে এডমস’ ও ‘কাউন্ট ড্রাকুলা’রূপে মঞ্চে এসে দর্শকদের চমকে দেন। ‘গথিক’ সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক এডগার অ্যালেন পোর কবিতা ‘দ্য কনকিউর ওর্ম’ দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একে একে মেরি শেলির ফ্রাংকেনস্টাইনের কিছু অংশের নাট্যরূপ, এমিলি ডিকেনসনের ‘আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন’ আবৃত্তি করা হয়। এরপর ইংরেজি ঔপন্যাসিক শার্লট বন্ট্রির বিখ্যাত ‘জেন আইয়ার’-এর নাট্যরূপ মঞ্চায়িত হয়। অনুষ্ঠানে পর্যায়ক্রমে আরও প্রদর্শিত হয়েছে রবার্ট ব্রাউনিংয়ের কবিতা ‘পোরফাইরিয়াস লাভার’-এর বাংলা অনুবাদের নাট্যরূপ এবং স্টেফেন কিংয়ের সাইকোলজিক্যাল থ্রিলার ‘সিক্রেট উইন্ডো’। এ ছাড়া অনুষ্ঠানে ছিল একটি ভৌতিক নৃত্য পরিবেশনা।
ইংরেজি অনুষদের সহকারী অধ্যাপক শিহাব সাকিব বলেন, ‘শিক্ষার্থীদের সাহিত্যের প্রতি অনুরাগী করা এবং তাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সব সময় এ ধরনের অংশগ্রহণমূলক আয়োজনকে উদ্বুদ্ধ ও পৃষ্ঠপোষকতা করে আসছে।’
অনুষ্ঠান সমাপনীতে কলাকুশলী ও স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট বিতরণ করা হয়।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ মঞ্চস্থ করল ‘এক্সপ্লোরিং দ্য গথিক ইন লিটারেচার’ শীর্ষক ‘গথিক’ সাহিত্যের নানামুখী আয়োজন। ১১ অক্টোবর বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এআইইউবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।
এতে বিভাগের শিক্ষার্থীরা প্রখ্যাত উপন্যাস ও কবিতার নাট্যরূপ, নাচসহ ব্যতিক্রমী বিভিন্ন বিষয় পরিবেশন করেন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিহাব সাকিব এবং অন্যান্য শিক্ষক।
পুরো অনুষ্ঠান উপস্থাপনায় দুজন শিক্ষার্থী জনপ্রিয় কাল্পনিক চরিত্র ‘ওয়েনেসডে এডমস’ ও ‘কাউন্ট ড্রাকুলা’রূপে মঞ্চে এসে দর্শকদের চমকে দেন। ‘গথিক’ সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক এডগার অ্যালেন পোর কবিতা ‘দ্য কনকিউর ওর্ম’ দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একে একে মেরি শেলির ফ্রাংকেনস্টাইনের কিছু অংশের নাট্যরূপ, এমিলি ডিকেনসনের ‘আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন’ আবৃত্তি করা হয়। এরপর ইংরেজি ঔপন্যাসিক শার্লট বন্ট্রির বিখ্যাত ‘জেন আইয়ার’-এর নাট্যরূপ মঞ্চায়িত হয়। অনুষ্ঠানে পর্যায়ক্রমে আরও প্রদর্শিত হয়েছে রবার্ট ব্রাউনিংয়ের কবিতা ‘পোরফাইরিয়াস লাভার’-এর বাংলা অনুবাদের নাট্যরূপ এবং স্টেফেন কিংয়ের সাইকোলজিক্যাল থ্রিলার ‘সিক্রেট উইন্ডো’। এ ছাড়া অনুষ্ঠানে ছিল একটি ভৌতিক নৃত্য পরিবেশনা।
ইংরেজি অনুষদের সহকারী অধ্যাপক শিহাব সাকিব বলেন, ‘শিক্ষার্থীদের সাহিত্যের প্রতি অনুরাগী করা এবং তাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সব সময় এ ধরনের অংশগ্রহণমূলক আয়োজনকে উদ্বুদ্ধ ও পৃষ্ঠপোষকতা করে আসছে।’
অনুষ্ঠান সমাপনীতে কলাকুশলী ও স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট বিতরণ করা হয়।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আজ সোমবার ঢাকার নিশাতনগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিন শিন গ্রুপ এবং ইপিলিয়ন গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই সহযোগিতা
৮ ঘণ্টা আগেপরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষক, শ্রমিক, শিক্ষার্থীরা আন্দোলন করছে। শুধু শিক্ষার্থীরা না বহু সংগঠন ঢাকা শহরে আন্দোলন করছে। তাঁরা রাস্তা দখল করে আন্দোলন করছে, এর সমাধান কী করে হবে, আমি তো একা সমাধান করতে পারছি না। শিক্ষার্থীদের আহ্বান করছি, তোমাদ
৯ ঘণ্টা আগেপ্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে পড়ার সুযোগ দিচ্ছে। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ ২০২৫ সেরকমই একটি বৃত্তি।
১৯ ঘণ্টা আগেছাত্রজীবনে মনোযোগ একটি বিশেষ গুরুত্বপূর্ণ গুণ। যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সফলতার পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি শিক্ষার্থীদের মনোযোগ ভঙ্গ করার অন্যতম কারণ
২০ ঘণ্টা আগে