Ajker Patrika

সাদি মহম্মদের স্মৃতির প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির শ্রদ্ধা

বিজ্ঞপ্তি
সাদি মহম্মদের স্মৃতির প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির শ্রদ্ধা

সদ্য প্রয়াত উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মহম্মদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল মোহাম্মদপুরে সাদি মহম্মদের বাসায় তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

ব্র্যাক ইউনিভার্সিটির প্রতি সাদি মহম্মদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য স্বাক্ষরিত শোকবার্তা সাদি মহম্মদের ভাই একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শিবলি মহম্মদ এবং মেজর (অব.) শোয়েব মহম্মদ তারিকুল্লাহর হাতে তুলে দেন রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড, আর্কিটেকচার বিভাগের চেয়ারপারসন প্রফেসর জায়নাব ফারুকী আলী, টিচিং অ্যাসিসটেন্স উপমা দাস নিতু এবং অফিস অব কমিউনিকেশনসের ডিরেক্টর খায়রুল বাশার ও ডেপুটি ম্যানেজার ইফতেখার ওমর। সাদি মহম্মদ ব্র্যাক ইউনিভার্সিটিতে গেস্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সাদি মহম্মদের পরিবারের সঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিনিধি দলের কিছুটা সময় কাটানো স্থাপত্য, সংগীত এবং সংস্কৃতির প্রতি তাঁর অবদানকে স্মরণের একটি প্রয়াস। ব্র্যাক ইউনিভার্সিটি প্রয়াত এই সংগীত শিল্পীর স্মৃতিকে সম্মান জানানো, তাঁর মূল্যবোধকে সমুন্নত রাখা এবং তাঁর রেখে যাওয়া কাজ যেন অন্যদের অনুপ্রাণিত করতে থাকে সেটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

বাংলাদেশের শিক্ষা, সংগীত এবং সংস্কৃতি অঙ্গনে সাদি মহম্মদের রয়েছে সুদূরপ্রসারী অবদান। তিনি দীর্ঘদিন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব আর্কিটেকচারে গেস্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর উদ্ভাবনী, মিথস্ক্রিয় এবং আনন্দঘন শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের মুগ্ধ করেছে। যারা তাঁর কাছ থেকে শিক্ষালাভের সুযোগ পেয়েছেন তাঁরা তাঁকে মনে রাখবেন। 

স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন রবিরাগের প্রতিষ্ঠাতা হিসেবে সাদি মহম্মদ শৈল্পিক অভিব্যক্তি এবং সমাজে সৃজনশীলতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের শিল্পী ও সংগীত পিয়াসিদের অনুপ্রাণিত করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত