শখ জীবনেরই অংশ। একেকজনের একেক ধরনের শখ থাকে। রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মো. শামসুজ্জামান সালাহউদ্দিনের শখ হলো ডাকটিকিট ও বিদেশি মুদ্রা সংগ্রহ। তাকে নিয়ে লিখেছেন সিফাত রাব্বানী।
সালাহউদ্দিন তখন পঞ্চম শ্রেণির ছাত্র। এক বন্ধুর মাধ্যমে ডাকটিকিট আর খাম সংগ্রহ সম্পর্কে জানতে পারে সে। এর পর থেকে ডাকটিকিট সংগ্রহ শুরু করে সালাহউদ্দিন। প্রথম ডাকটিকিট সংগ্রহ করে রাজশাহী সেন্ট্রাল ডাকঘর থেকে। তখন সে এতই ছোট ছিল যে কাউন্টারের মাস্টারকে পর্যন্ত দেখতে পেত না। পা উঁচু করে, মাথা আরও কিছুটা লম্বা করে বলত, ‘আংকেল, আমাকে ১ টাকার ২টি, ২ টাকার ১টি, ৩ টাকার ১টি ডাকটিকিট দেন।’ তখনই তার ৭ টাকার প্রথম ডাকটিকিট কেনা। এভাবেই খুচরা টাকা জমিয়ে ডাকটিকিট সংগ্রহ শুরু করে সালাহউদ্দিন। বর্তমানে বিভিন্ন দেশের হাজারখানেক ডাকটিকিট রয়েছে তার। সালাহউদ্দিনের মা এ কাজে সাহায্য করেন তাকে।
শুধু কি ডাকটিকিটের সংগ্রহ? সালাহউদ্দিনের কাছে আছে ১০০টির বেশি দেশের ব্যাংক নোট! সেসব দেশের মধ্যে অনেক দেশের নাম এখন পৃথিবীর মানচিত্র থেকেই মুছে গেছে। সালাহউদ্দিন জানায়, ‘বিলুপ্তপ্রায় দেশ, বিভিন্ন টেরিটরি, আইল্যান্ড বা যোগাযোগ দুরূহ জায়গাগুলোর মুদ্রা ও ডাকটিকিট সংগ্রহ করা বেশ কঠিন।’ অনেক দেশে সালাহউদ্দিনের বন্ধু ও সহসংগ্রাহক আছে, যারা তাকে তার পছন্দের জিনিস উপহার পাঠায়। সেও তাদের ডাকটিকিট বা মুদ্রা পাঠিয়ে দেয়।
সালাহউদ্দিনের কাছে বিভিন্ন সময়কালের কিছু রৌপ্যমুদ্রা, স্বর্ণ প্রলেপ দেওয়া মুদ্রা, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মুদ্রা, পৃথিবীর প্রথম সিরিজের রেড ও ব্লু পেনি, ১৮৭০-এর দশকের চিঠিপত্র, বাংলাদেশের সূচনাকালের মুদ্রা ও ডাকটিকিট রয়েছে।
ডাকটিকিট নিয়ে বেশ কিছু প্রদর্শনীতে অংশ নিয়েছে সালাহউদ্দিন। গত ফিলেক্স ও বিডিপেক্সে প্রথমবারের অংশগ্রহণে ২টি সিলভার অ্যাওয়ার্ড পায় সে। এ ছাড়া তার অর্জনের ঝুলিতে এখন পর্যন্ত প্রায় ৭০টি সনদ এবং ৩০টির বেশি সম্মাননা স্মারক আছে। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অনেকবার জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুল ও কলেজের এই শিক্ষার্থী।
এ বছর রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পাস করেছে সালাহউদ্দিন। এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে বিভাগীয় শ্রেষ্ঠ মেধাবীর স্বীকৃতি পেয়েছে সে। সম্মাননা নিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে।
শখ জীবনেরই অংশ। একেকজনের একেক ধরনের শখ থাকে। রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মো. শামসুজ্জামান সালাহউদ্দিনের শখ হলো ডাকটিকিট ও বিদেশি মুদ্রা সংগ্রহ। তাকে নিয়ে লিখেছেন সিফাত রাব্বানী।
সালাহউদ্দিন তখন পঞ্চম শ্রেণির ছাত্র। এক বন্ধুর মাধ্যমে ডাকটিকিট আর খাম সংগ্রহ সম্পর্কে জানতে পারে সে। এর পর থেকে ডাকটিকিট সংগ্রহ শুরু করে সালাহউদ্দিন। প্রথম ডাকটিকিট সংগ্রহ করে রাজশাহী সেন্ট্রাল ডাকঘর থেকে। তখন সে এতই ছোট ছিল যে কাউন্টারের মাস্টারকে পর্যন্ত দেখতে পেত না। পা উঁচু করে, মাথা আরও কিছুটা লম্বা করে বলত, ‘আংকেল, আমাকে ১ টাকার ২টি, ২ টাকার ১টি, ৩ টাকার ১টি ডাকটিকিট দেন।’ তখনই তার ৭ টাকার প্রথম ডাকটিকিট কেনা। এভাবেই খুচরা টাকা জমিয়ে ডাকটিকিট সংগ্রহ শুরু করে সালাহউদ্দিন। বর্তমানে বিভিন্ন দেশের হাজারখানেক ডাকটিকিট রয়েছে তার। সালাহউদ্দিনের মা এ কাজে সাহায্য করেন তাকে।
শুধু কি ডাকটিকিটের সংগ্রহ? সালাহউদ্দিনের কাছে আছে ১০০টির বেশি দেশের ব্যাংক নোট! সেসব দেশের মধ্যে অনেক দেশের নাম এখন পৃথিবীর মানচিত্র থেকেই মুছে গেছে। সালাহউদ্দিন জানায়, ‘বিলুপ্তপ্রায় দেশ, বিভিন্ন টেরিটরি, আইল্যান্ড বা যোগাযোগ দুরূহ জায়গাগুলোর মুদ্রা ও ডাকটিকিট সংগ্রহ করা বেশ কঠিন।’ অনেক দেশে সালাহউদ্দিনের বন্ধু ও সহসংগ্রাহক আছে, যারা তাকে তার পছন্দের জিনিস উপহার পাঠায়। সেও তাদের ডাকটিকিট বা মুদ্রা পাঠিয়ে দেয়।
সালাহউদ্দিনের কাছে বিভিন্ন সময়কালের কিছু রৌপ্যমুদ্রা, স্বর্ণ প্রলেপ দেওয়া মুদ্রা, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মুদ্রা, পৃথিবীর প্রথম সিরিজের রেড ও ব্লু পেনি, ১৮৭০-এর দশকের চিঠিপত্র, বাংলাদেশের সূচনাকালের মুদ্রা ও ডাকটিকিট রয়েছে।
ডাকটিকিট নিয়ে বেশ কিছু প্রদর্শনীতে অংশ নিয়েছে সালাহউদ্দিন। গত ফিলেক্স ও বিডিপেক্সে প্রথমবারের অংশগ্রহণে ২টি সিলভার অ্যাওয়ার্ড পায় সে। এ ছাড়া তার অর্জনের ঝুলিতে এখন পর্যন্ত প্রায় ৭০টি সনদ এবং ৩০টির বেশি সম্মাননা স্মারক আছে। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অনেকবার জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুল ও কলেজের এই শিক্ষার্থী।
এ বছর রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পাস করেছে সালাহউদ্দিন। এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে বিভাগীয় শ্রেষ্ঠ মেধাবীর স্বীকৃতি পেয়েছে সে। সম্মাননা নিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব ডেট্রয়েট মার্সি স্কলারশিপ-২০২৫-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৬ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে স্মার্ট ফোন, কম্পিউটার এবং ই-মেইল ব্যবহারের কারণে হাতে লেখার চর্চা কমে গেছে। তবুও, শিক্ষাক্ষেত্রে বা পরীক্ষার খাতায় হাতে লেখা গুরুত্ব কোনো অংশে কমেনি।
১৬ ঘণ্টা আগেএশিয়া-প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্ক (এপিকিউএন) একাডেমিক কনফারেন্স ২০২৪-এ বেস্ট মডেল ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স (কিউএ) অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এপিকিউএন কোয়ালিটি অ্যাওয়ার্ড পেয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে এই এপিকিউএন কোয়ালিটি অ্যাওয়ার্
১৬ ঘণ্টা আগেব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার কেনিয়ার মোম্বাসায় অনুষ্ঠিত আফ্রিকান মার্কেটিং কনফেডারেশন (এএমসি) ফোরাম ২০২৪-এ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিয়েছেন। প্রফেসর ফারহাত আনোয়ার এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এই সম্মেলন আফ্রিকাসহ বিভিন্ন দেশের মা
১৭ ঘণ্টা আগে