Ajker Patrika

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাতে ক্রিকেটের উন্মাদনা

সুদীপ চাকমা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৩৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাতে ক্রিকেটের উন্মাদনা

ক্রিকেট খেলার প্রতি মানুষের উন্মাদনা বরাবরই একটু বেশি। পাড়া, মহল্লা, স্কুল কিংবা বিশ্ববিদ্যালয়—সব জায়গায় লেগে থাকে ক্রিকেটের আসর। সেই উন্মাদনা রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চত্বরেও। প্রতিদিন ক্রিকেট খেলতে ব্যাট-বল হাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা দল বেঁধে বেরিয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়।

যখন শিক্ষার্থীদের আনাগোনা কমে যায়, স্তব্ধ হয়ে পড়ে পুরো ক্যাম্পাস, তখন বিশ্ববিদ্যালয়ের লাইটের আলোতে বসে ক্রিকেটের এই আসর।

ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে আড্ডায় আর হইহুল্লোড়ে রাতের ক্যাম্পাস মাতিয়ে রাখে। এ ছাড়া খেলোয়াড়দের পাশাপাশি দর্শকেরাও খুব দারুণভাবে উপভোগ করে এ উন্মাদনা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, গোলচত্বর, মুক্তমঞ্চ, নজরুল হলের প্রবেশপথ ও বঙ্গবন্ধু হলের পুরোনো প্রবেশপথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকায় এ জায়গাগুলো ক্রিকেট খেলার জন্য উপযুক্ত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মাহফুজ উদ্দিন মৃধা বলেন, ‘যেহেতু আমরা বিভিন্ন বিভাগের তাই দুপুরে খেলাধুলার জন্য তেমন সময় হয়ে ওঠে না। তাই আমরা সারা দিনের ব্যস্ততা কাটিয়ে রাত হলেই বেরিয়ে পড়ি ক্রিকেট খেলতে। তা ছাড়া এ সময়ের পরিবেশ থাকে অনেক ঠান্ডা। ক্লাস, পরীক্ষা, টিউশনি ও লেখাপড়া শেষ করে বিভিন্ন হলের শিক্ষার্থীরা একত্র হয়ে বেরিয়ে পড়ি ব্যাট-বল নিয়ে।’

একই হলের আরেক শিক্ষার্থী মুশফিকুর রহিম নাজিব বলেন, ‘সারা দিন সবাই কমবেশি ব্যস্ত থাকি, ফলে দিনের বেলায় খেলার সুযোগ হয় না। তাই রাতের বেলায় ক্রিকেট খেলার আয়োজন করে থাকি। খেলাধুলার ফলে মন-মানসিকতা ভালো হওয়ার পাশাপাশি বড়-ছোটদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয় এবং খারাপ কাজকর্ম থেকে শিক্ষার্থীরা নিজেকে দূরে রাখে। তাই নিজের সুস্থতা এবং বড়-ছোটদের সম্পর্ক প্রণয়নের জন্যই রাতের বেলায় এমন ক্রিকেট খেলার আয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত