আবু মো. ফজলে রোহান
শিক্ষক সমিতির সঙ্গে উপাচার্যের দ্বন্দ্বে কয়েক মাস ধরে অস্থিতিশীল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
গত ১৯ ফেব্রুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন শেষে উপাচার্য কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় মূলত শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। সে সূত্র ধরে শিক্ষক সমিতির আন্দোলন শুরু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে অসহযোগিতা করা হয়। ফলে শিক্ষক সমিতির সাত দফা দাবি পরবর্তী সময়ে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয়। ঈদের আগে শিক্ষক সমিতি প্রায় অর্ধমাসের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করেছিল। ঈদের পরে সমস্যা সমাধান না করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষক-প্রশাসনের এই দ্বন্দ্ব হয়তো একদিন মিটে যাবে। কিন্তু পরীক্ষাগুলোর কী হবে? বিশ্ববিদ্যালয় খোলামাত্র সেশনজট এড়াতে তাড়াহুড়ো করে হয়তো একনাগাড়ে সব পরীক্ষা নিয়ে নেওয়া হবে। বিভিন্ন বিভাগে সব মিলিয়ে ৮ থেকে ১০টি মিডটার্ম পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। জুলাই মাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে হলে প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়ালসহ সবকিছু শেষ করতে হবে খুব অল্প সময়ের মধ্যে। ছয় মাসের কোর্স এক মাস বা ১৫ দিনে শেষ করে দিলে শিক্ষার্থীদের অর্জনের খাতা শূন্যই থাকবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়সহ উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করছি।
আবু মো. ফজলে রোহান, শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
শিক্ষক সমিতির সঙ্গে উপাচার্যের দ্বন্দ্বে কয়েক মাস ধরে অস্থিতিশীল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
গত ১৯ ফেব্রুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন শেষে উপাচার্য কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় মূলত শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। সে সূত্র ধরে শিক্ষক সমিতির আন্দোলন শুরু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে অসহযোগিতা করা হয়। ফলে শিক্ষক সমিতির সাত দফা দাবি পরবর্তী সময়ে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয়। ঈদের আগে শিক্ষক সমিতি প্রায় অর্ধমাসের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করেছিল। ঈদের পরে সমস্যা সমাধান না করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষক-প্রশাসনের এই দ্বন্দ্ব হয়তো একদিন মিটে যাবে। কিন্তু পরীক্ষাগুলোর কী হবে? বিশ্ববিদ্যালয় খোলামাত্র সেশনজট এড়াতে তাড়াহুড়ো করে হয়তো একনাগাড়ে সব পরীক্ষা নিয়ে নেওয়া হবে। বিভিন্ন বিভাগে সব মিলিয়ে ৮ থেকে ১০টি মিডটার্ম পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। জুলাই মাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে হলে প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়ালসহ সবকিছু শেষ করতে হবে খুব অল্প সময়ের মধ্যে। ছয় মাসের কোর্স এক মাস বা ১৫ দিনে শেষ করে দিলে শিক্ষার্থীদের অর্জনের খাতা শূন্যই থাকবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়সহ উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করছি।
আবু মো. ফজলে রোহান, শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
বার কাউন্সিলের এনরোলমেন্ট ও বিজেএস পরীক্ষার ফি কমানো এবং নন-ক্যাডার চালুর দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগেইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন দপ্তরে নতুন দপ্তর প্রধান নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
৯ ঘণ্টা আগেএখানে একজন থেকে শুরু করে সর্বাধিক চারজনের মধ্যে কথোপকথন হয়। আলোচনা চলতে থাকে সামাজিক ও একাডেমিক বিভিন্ন বিষয়ে। বিষয়বস্তুর জটিলতা সহজ থেকে ক্রমেই বাড়ে। কথোপকথন প্রায় ৩০ মিনিট ধরে চলে। এ সময় প্রশ্নপত্র ও রেকর্ডিং—উভয়ই প্রস্তুত থাকে। একবার শোনা রেকর্ডিংয়ে হারিয়ে যাওয়া স্বাভাবিক। তাহলে করণীয়? চিন্তার কি
১২ ঘণ্টা আগে