ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ফল-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়টির স্বাধীনতা সম্মেলনকেন্দ্রে এই অনুষ্ঠান হয়। এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখর ছিল সদ্য বিশ্ববিদ্যালয়ে পা রাখা শিক্ষার্থীদের পদচারণে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল হক মজুমদার, কোষাধ্যক্ষ মমিনুল হক মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. ইসমাইল জবিউল্লাহ, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং রেজিস্ট্রার ড. নাদির বিন আলী। নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
এবারের নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথমবারের মতো ‘ডিআইইউ ব্লু অ্যাওয়ার্ড ২০২৩’ প্রবর্তন করে। খেলাধুলা, লেখাপড়া ও মানবিক মূল্যবোধের বিচারে এবারের ‘ডিআইইউ ব্লু অ্যাওয়ার্ড’ অর্জন করেন কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী অনিক হাসান জয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাব তাদের নিজস্ব কর্মকাণ্ড তুলে ধরে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। আয়োজনের শুরুতে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান রাজু নবীন শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক নিয়মাবলি সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেন বক্তারা। পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ফল-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়টির স্বাধীনতা সম্মেলনকেন্দ্রে এই অনুষ্ঠান হয়। এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখর ছিল সদ্য বিশ্ববিদ্যালয়ে পা রাখা শিক্ষার্থীদের পদচারণে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল হক মজুমদার, কোষাধ্যক্ষ মমিনুল হক মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. ইসমাইল জবিউল্লাহ, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং রেজিস্ট্রার ড. নাদির বিন আলী। নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
এবারের নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথমবারের মতো ‘ডিআইইউ ব্লু অ্যাওয়ার্ড ২০২৩’ প্রবর্তন করে। খেলাধুলা, লেখাপড়া ও মানবিক মূল্যবোধের বিচারে এবারের ‘ডিআইইউ ব্লু অ্যাওয়ার্ড’ অর্জন করেন কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী অনিক হাসান জয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাব তাদের নিজস্ব কর্মকাণ্ড তুলে ধরে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। আয়োজনের শুরুতে স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান রাজু নবীন শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক নিয়মাবলি সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা দেন বক্তারা। পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আজ সোমবার ঢাকার নিশাতনগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিন শিন গ্রুপ এবং ইপিলিয়ন গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই সহযোগিতা
১৬ ঘণ্টা আগেপরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষক, শ্রমিক, শিক্ষার্থীরা আন্দোলন করছে। শুধু শিক্ষার্থীরা না বহু সংগঠন ঢাকা শহরে আন্দোলন করছে। তাঁরা রাস্তা দখল করে আন্দোলন করছে, এর সমাধান কী করে হবে, আমি তো একা সমাধান করতে পারছি না। শিক্ষার্থীদের আহ্বান করছি, তোমাদ
১৮ ঘণ্টা আগেপ্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাইল্যান্ড প্রকৃতিপ্রেমী মেধাবীদের জন্য উচ্চশিক্ষার এক অনন্য গন্তব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তিতে পড়ার সুযোগ দিচ্ছে। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপ ২০২৫ সেরকমই একটি বৃত্তি।
১ দিন আগেছাত্রজীবনে মনোযোগ একটি বিশেষ গুরুত্বপূর্ণ গুণ। যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সফলতার পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তি শিক্ষার্থীদের মনোযোগ ভঙ্গ করার অন্যতম কারণ
১ দিন আগে