Ajker Patrika

খুলনা পলিটেকনিকে অ্যাসেটের উদ্ভাবনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৪৩
খুলনা পলিটেকনিকে অ্যাসেটের উদ্ভাবনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনায় অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের আওতায় দক্ষতা ও উদ্ভাবনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে এই প্রতিযোগিতা হয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন অ্যাসেট প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ১২০টি সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘স্কিলস ও ইনোভেশন কমপিটিশন-২০২৩ ’-এর প্রাতিষ্ঠানিক পর্যায়ের প্রতিযোগিতা একযোগে সারা দেশে গত ১৭ জুন অনুষ্ঠিত হয়। প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রায় ১ হাজার ৮৫০টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয় এবং ৩৬০টি প্রকল্প আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। স্কিলস ও ইনোভেশন কমপিটিশনের দ্বিতীয় পর্যায় গতকাল খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজিত হয়। এতে অংশগ্রহণ করে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ৮০০ জন শিক্ষার্থী এবং খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ২০০ জন শিক্ষার্থী। পরবর্তীতে কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ওয়াই এম জিয়াউদ্দীন আল-মামুন, মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর; মো. মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, মেট্রোপলিটন পুলিশ, খুলনা এবং খন্দকার ইয়াসির আরেফীন, জেলা প্রশাসক, খুলনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হেলাল মাহমুদ শরীফ, বিভাগীয় কমিশনার, (অতিরিক্ত সচিব), খুলনা। 

খুলনা অঞ্চলের ১৬টি কারিগরি প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নির্বাচিত ৩টি করে সর্বমোট ৪৮টি প্রকল্প খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে অংশগ্রহণ করে। হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের ‘মিনি ওয়াটার পাওয়ার স্টেশন’ প্রথম স্থান, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ‘ইন্ডাস্ট্রি গার্ডিয়ান’ দ্বিতীয় স্থান এবং খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ‘অটোমেটিক কার অ্যাক্সিডেন্ট প্রোটেকশন’ তৃতীয় স্থান অর্জন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত