Ajker Patrika

থিয়েটার কুবি নাট্যোৎসব-২০২৩

মোহাম্মদ রাজীব মিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ১৬
থিয়েটার কুবি নাট্যোৎসব-২০২৩

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘তৃতীয় অন্তর্বিভাগ নাট্য প্রতিযোগিতা ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগ থেকে ৬টি নাটক মঞ্চস্থ করা হয়। অন্যদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে নাটক ‘চণ্ডালিনী’। এ নাটকের প্রধান চরিত্র দুলি একজন পতিতা সত্ত্বেও তার ভেতরে হঠাৎ মাতৃত্ব জেগে ওঠে। এমন গল্প নিয়েই রচিত হয়েছে নাটকটি। চণ্ডালিনী লিখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নাহিদা বেগম।

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়। এ নাটকের মোট সাতটি চরিত্র। এগুলোর মধ্যে পতিতা দুলি (সাদিয়া) প্রধান চরিত্রে এবং চাক্কু মজিদ (সালাউদ্দিন) খল চরিত্রে অভিনয় করেন। রাজধানীর কল্যাণপুরের ফুটওভারব্রিজে বসে থাকা কয়েকজন নিম্নশ্রেণির মানুষের রাত্রিকালীন ঘটনা নিয়েই মূলত চণ্ডালিনী নাটকটি মঞ্চস্থ হয়।

Cumillah Universityনাট্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপাচার্য বলেন, ‘নাটক সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরে। এ প্রতিযোগিতায় মঞ্চস্থ হওয়া নাটকগুলো সেটিই করেছে। প্রতিটি নাটকে আমাদের জন্য একটি বার্তা আছে, সেই বার্তা সমাজে ছড়িয়ে দেওয়াই যেন সবার দায়িত্ব হয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী। এ ছাড়া প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা বেগম, উদীচী কুমিল্লার সভাপতি শেখ ফরিদ আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ প্রত্নতত্ত্ব বিভাগের নাটক ‘আর্তনাদ’, দ্বিতীয় রানারআপ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাটক ‘পাগল পাগল বদ্ধ পাগল’। এ ছাড়া সেরা অভিনেতা নির্বাচিত হয়েছে ‘আর্তনাদ’ নাটকের প্রতিবন্ধী চরিত্রটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত