ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

বিজ্ঞপ্তি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২: ৫৯
Thumbnail image

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজাকুল হায়দার হলে আলোচনা সভার আয়োজন করে কর্তৃপক্ষ। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন। 

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল ইসলাম বলেন, ‘আজকের এই দিনে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার ফলে আমরা আজ স্বাধীন দেশের গর্বিত নাগরিক। একটি দেশের জন্য এর চেয়ে আনন্দের দিন আর কী হতে পারে? জাতীয় জীবনের সবচেয়ে আনন্দের এই দিনকে জাতীয় পর্যায়ে উৎসবের আনন্দে উদ্‌যাপন করা উচিত।’ 

বক্তব্যে আলী আজ্জম মহান স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন ‘বঙ্গবন্ধু এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।’ তিনি মানবকল্যাণে ও মাতৃভূমি বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান। 

আলোচনায় মুক্তিযুদ্ধকালীন মানুষের ত্যাগের কথা স্মরণ করেন বক্তারা। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস যেন নতুন প্রজন্ম যথাযথভাবে জানতে পারে, সে জন্য শিক্ষকদের প্রতি দিকনির্দেশনা দেন তাঁরা। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. শামছুল হুদা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক শরীফ মুনিরুজ্জামান সিরাজী এবং সমাপনী বক্তব্য দেন রেজিস্ট্রার আবুল বাশার খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান উপস্থাপনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও ইন্টারন্যাশনাল অফিসের ইনচার্জ ফরহাদ হোসেন মল্লিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত