নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রিন ইউনিভার্সিটি আন্তঃকলেজ ফুটবল ফেস্ট ২০২৪-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ঢাকা নৌবাহিনী কলেজ ও গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ।
খেলায় ২-০ গোলে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা নৌবাহিনী কলেজ। অন্যদিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ।
চ্যাম্পিয়ন টিম ও রানারআপ টিমের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, রেজিস্ট্রার ক্যাপ্টেন (বিএন) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর), জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সুমন রেজা, ডাইভার্সিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিফাত হাসান প্রমুখ।
এর আগে গ্রিন ইউনিভার্সিটি ও ডাইভার্সিটির আয়োজিত এই ফেস্টে সরকারি ও বেসরকারি পর্যায়ের স্বনামধন্য ৪৮টি কলেজ অংশগ্রহণ করে। এতে সার্বিকভাবে সহায়তা করে গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিমকে ১ লাখ টাকা প্রাইজমানি, রানারআপ টিমকে ৫০ হাজার, তৃতীয় স্থান অর্জনকারী ৩০ হাজার এবং চার টিমের খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।
বিকেল ৫টার পর শুরু হওয়া ফাইনাল ম্যাচটি প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল অবস্থায়। দ্বিতীয়ার্ধের মিনিট পাঁচেকের মাথায় দ্বিতীয় গোল দিয়ে ব্যবধান বাড়ায় নৌবাহিনী কলেজ। এর মধ্যে দিয়েই শেষ হয় সাত দিনব্যাপী চলা ফুটবল টুর্নামেন্টটি।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘হার-জিতের মধ্য দিয়েই একটি খেলা শেষ হয়। তবে এর মূল শক্তি হলো টিম স্পিরিট। সাত দিনব্যাপী চলা টুর্নামেন্টে সেটাই ফুটে উঠেছে। এ সময় সাত দিনব্যাপী চলা টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন।’
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। এ সময় টুর্নামেন্ট আয়োজনের নানা দিকও তুলে ধরেন তিনি।
গ্রিন ইউনিভার্সিটি আন্তঃকলেজ ফুটবল ফেস্ট ২০২৪-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ঢাকা নৌবাহিনী কলেজ ও গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ।
খেলায় ২-০ গোলে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা নৌবাহিনী কলেজ। অন্যদিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ।
চ্যাম্পিয়ন টিম ও রানারআপ টিমের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, রেজিস্ট্রার ক্যাপ্টেন (বিএন) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর), জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সুমন রেজা, ডাইভার্সিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিফাত হাসান প্রমুখ।
এর আগে গ্রিন ইউনিভার্সিটি ও ডাইভার্সিটির আয়োজিত এই ফেস্টে সরকারি ও বেসরকারি পর্যায়ের স্বনামধন্য ৪৮টি কলেজ অংশগ্রহণ করে। এতে সার্বিকভাবে সহায়তা করে গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিমকে ১ লাখ টাকা প্রাইজমানি, রানারআপ টিমকে ৫০ হাজার, তৃতীয় স্থান অর্জনকারী ৩০ হাজার এবং চার টিমের খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।
বিকেল ৫টার পর শুরু হওয়া ফাইনাল ম্যাচটি প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল অবস্থায়। দ্বিতীয়ার্ধের মিনিট পাঁচেকের মাথায় দ্বিতীয় গোল দিয়ে ব্যবধান বাড়ায় নৌবাহিনী কলেজ। এর মধ্যে দিয়েই শেষ হয় সাত দিনব্যাপী চলা ফুটবল টুর্নামেন্টটি।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘হার-জিতের মধ্য দিয়েই একটি খেলা শেষ হয়। তবে এর মূল শক্তি হলো টিম স্পিরিট। সাত দিনব্যাপী চলা টুর্নামেন্টে সেটাই ফুটে উঠেছে। এ সময় সাত দিনব্যাপী চলা টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন।’
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। এ সময় টুর্নামেন্ট আয়োজনের নানা দিকও তুলে ধরেন তিনি।
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে কানাডা অন্যতম একটি গন্তব্য। প্রতিবছর বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী দেশটিতে পড়তে আসেন। উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত ইউরোপের এই দেশটি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে।
১ দিন আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
২ দিন আগে২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে সরকারি–বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জন ভর্তিচ্ছুক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ দিন আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) থেকে আবেদন শুরু হয়েছে।
২ দিন আগে