Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটি আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী নৌবাহিনী কলেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রিন ইউনিভার্সিটি আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়ী নৌবাহিনী কলেজ

গ্রিন ইউনিভার্সিটি আন্তঃকলেজ ফুটবল ফেস্ট ২০২৪-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ঢাকা নৌবাহিনী কলেজ ও গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। 

খেলায় ২-০ গোলে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা নৌবাহিনী কলেজ। অন্যদিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ।

চ্যাম্পিয়ন টিম ও রানারআপ টিমের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, রেজিস্ট্রার ক্যাপ্টেন (বিএন) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (এলপিআর), জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সুমন রেজা, ডাইভার্সিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিফাত হাসান প্রমুখ।

এর আগে গ্রিন ইউনিভার্সিটি ও ডাইভার্সিটির আয়োজিত এই ফেস্টে সরকারি ও বেসরকারি পর্যায়ের স্বনামধন্য ৪৮টি কলেজ অংশগ্রহণ করে। এতে সার্বিকভাবে সহায়তা করে গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিমকে ১ লাখ টাকা প্রাইজমানি, রানারআপ টিমকে ৫০ হাজার, তৃতীয় স্থান অর্জনকারী ৩০ হাজার এবং চার টিমের খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।

বিকেল ৫টার পর শুরু হওয়া ফাইনাল ম্যাচটি প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল অবস্থায়। দ্বিতীয়ার্ধের মিনিট পাঁচেকের মাথায় দ্বিতীয় গোল দিয়ে ব্যবধান বাড়ায় নৌবাহিনী কলেজ। এর মধ্যে দিয়েই শেষ হয় সাত দিনব্যাপী চলা ফুটবল টুর্নামেন্টটি।

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘হার-জিতের মধ্য দিয়েই একটি খেলা শেষ হয়। তবে এর মূল শক্তি হলো টিম স্পিরিট। সাত দিনব্যাপী চলা টুর্নামেন্টে সেটাই ফুটে উঠেছে। এ সময় সাত দিনব্যাপী চলা টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন।’

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। এ সময় টুর্নামেন্ট আয়োজনের নানা দিকও তুলে ধরেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত