দিনাজপুর প্রতিনিধি
আজ থেকে পাঁচ বছর পর নতুন কারিকুলামের সুফল পাওয়া যাবে বলে উল্লেখ করেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। দিনাজপুরের চিরিরবন্দরে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা উদ্বোধনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাতনের মাধ্যমে সামুদ্রিক নোনাপানিকে সুপেয় পানিতে পরিণত করেছে কেউ। কেউবা পরমাণু মৌলের সরণি থ্রি-ডি মাধ্যমে উপস্থাপন করেছে। বিজ্ঞানের
বিভিন্ন বিষয়ের এমন বৈচিত্র্যময় উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠিত হলো আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা। দিনব্যাপী এ মেলায় আরও ছিল আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
এবি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ফাউন্ডেশনের একাডেমিক কাউন্সিলের চেয়ারপারসন ডা. শামীমা আমজাদের সভাপতিত্বে আলোচনা সভায় গেস্ট অব অনার ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দেশবরেণ্য চিকিৎসক, স্বাধীনতা পদক পাওয়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডা. এম আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ইয়াসমীন হক, সাহিত্যিক ও কার্টুনিস্ট আহসান হাবীব, অধ্যাপক সুফিয়া হায়দার, চিরিরবন্দর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সুনীল কুমার সাহা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘শেখার মানে হলো সমাধান করতে পারা, মুখস্থ করে পরীক্ষা দেওয়া নয়। এ জন্যই নতুন কারিকুলাম আনন্দের সঙ্গে শেখার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।’ তিনি বলেন, ‘নতুন কারিকুলাম করার পর অনেকে আমাকে গালিগালাজ করেছে। কিন্তু আমি খুশি। তোমরা খুশি। আজ থেকে পাঁচ বছর পরে আমরা এর সুফল পাব।’
আজ থেকে পাঁচ বছর পর নতুন কারিকুলামের সুফল পাওয়া যাবে বলে উল্লেখ করেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। দিনাজপুরের চিরিরবন্দরে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা উদ্বোধনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাতনের মাধ্যমে সামুদ্রিক নোনাপানিকে সুপেয় পানিতে পরিণত করেছে কেউ। কেউবা পরমাণু মৌলের সরণি থ্রি-ডি মাধ্যমে উপস্থাপন করেছে। বিজ্ঞানের
বিভিন্ন বিষয়ের এমন বৈচিত্র্যময় উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠিত হলো আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা। দিনব্যাপী এ মেলায় আরও ছিল আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
এবি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ফাউন্ডেশনের একাডেমিক কাউন্সিলের চেয়ারপারসন ডা. শামীমা আমজাদের সভাপতিত্বে আলোচনা সভায় গেস্ট অব অনার ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দেশবরেণ্য চিকিৎসক, স্বাধীনতা পদক পাওয়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডা. এম আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ইয়াসমীন হক, সাহিত্যিক ও কার্টুনিস্ট আহসান হাবীব, অধ্যাপক সুফিয়া হায়দার, চিরিরবন্দর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সুনীল কুমার সাহা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘শেখার মানে হলো সমাধান করতে পারা, মুখস্থ করে পরীক্ষা দেওয়া নয়। এ জন্যই নতুন কারিকুলাম আনন্দের সঙ্গে শেখার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।’ তিনি বলেন, ‘নতুন কারিকুলাম করার পর অনেকে আমাকে গালিগালাজ করেছে। কিন্তু আমি খুশি। তোমরা খুশি। আজ থেকে পাঁচ বছর পরে আমরা এর সুফল পাব।’
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে নতুন প্রায় ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়গুলোয় মিড-ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া, বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা, পঞ্চম শ্রেণিতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে।
১৪ মিনিট আগেবিশ্বে প্রতিনিয়ত প্রযুক্তি উন্নতি হচ্ছে। প্রযুক্তির প্রভাব মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলছে। বিশেষ করে শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রযুক্তি একদিকে যেমন জীবনকে সহজ করছে অন্যদিকে এটি শিক্ষার ধরন, পদ্ধতি ও কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলছে।
৩৭ মিনিট আগেযুক্তরাজ্যে জন্ম ও কানাডায় বেড়ে ওঠা ম্যালকম গ্ল্যাডওয়েল একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক, সাংবাদিক ও বক্তা। তাঁর অন্যতম বই হলো আউটলায়ার্স। বইটি বিশ্বের অনেক ভাষায় অনূদিত হয়ে মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছে।
৪১ মিনিট আগেবিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যপুস্তক বা শ্রেণিকক্ষের শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ হওয়া উচিত নয়। এটি ব্যক্তিত্ব গঠনের, দক্ষতা বিকাশের এবং ভবিষ্যতের প্রস্তুতি নেওয়ার এক বিশাল ক্ষেত্র। এই সময় ক্লাব কার্যক্রমে যুক্ত হওয়া শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে পারে, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে উল্লেখযো
৪৪ মিনিট আগে