Ajker Patrika

কুয়েটের ২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৭: ৩৪
ফাইল ছবি
ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন পরীক্ষা দুপুর ১২টা ৪৫ থেকে দুপুর ১টা ৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখা সেকশন অফিসার শাহিদুজ্জামান শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা গেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমোট ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ২০ হাজার পরীক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবে।

আগামী ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। ৩ ঘণ্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি. আর্ক কোর্সে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত