বিনোদন প্রতিবেদক. ঢাকা
গত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম। তবে নাসিম জানিয়েছিলেন, সোলস ছাড়েননি তিনি। ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্র সফরের অংশ হননি। পরে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরেও সোলসের সঙ্গে দেখা যায়নি তাঁকে। অবশেষে নাসিম জানালেন, তিনি আর সোলসে নেই।
নাসিম বলেন, ‘আমি ব্যবসায়ী। ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে টানা তিন মাস বা দুই মাস থাকা সম্ভব নয়। সোলসের ৫০ বছর পূর্তিতে অনেক শো হয়েছে, ব্যান্ডের ব্যস্ততাও বেড়েছে। ব্যবসায়ী হিসেবে ঢাকায় আমার কয়েকটি কমিটমেন্ট ছিল। ব্যবসায়িক ব্যস্ততার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেতে পারব না। ক্যারিয়ারের শুরু থেকে ব্যবসা ও সংগীত সমান্তরালে চলছিল। ৪৫ বছর ছিলাম, কিন্তু এখন সত্যিই পারছি না। ভবিষ্যতে সোলস কোনো সংকটে পড়লে আমাকে পাবে।’
নাসিমের ব্যান্ড ছাড়ার বিষয়টি স্বীকার করেছেন সোলসের দলনেতা পার্থ বড়ুয়া। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে নাসিম ভাইয়ের কোনো সমস্যা নেই। শুধু ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি আমাদের সময় দিতে পারছেন না। সোলস তাঁকে মিস করবে।’
১৯৭৮ সাল থেকে সোলসে অতিথি সদস্য ছিলেন নাসিম আলী খান, ১৯৮০ থেকে সক্রিয় সদস্য হিসেবে পথচলা শুরু করেন। নাসিম জানিয়েছেন, সোলস ব্যান্ডে না থাকলেও এককভাবে গান চালিয়ে যাবেন তিনি।
গত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম। তবে নাসিম জানিয়েছিলেন, সোলস ছাড়েননি তিনি। ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্র সফরের অংশ হননি। পরে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরেও সোলসের সঙ্গে দেখা যায়নি তাঁকে। অবশেষে নাসিম জানালেন, তিনি আর সোলসে নেই।
নাসিম বলেন, ‘আমি ব্যবসায়ী। ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে টানা তিন মাস বা দুই মাস থাকা সম্ভব নয়। সোলসের ৫০ বছর পূর্তিতে অনেক শো হয়েছে, ব্যান্ডের ব্যস্ততাও বেড়েছে। ব্যবসায়ী হিসেবে ঢাকায় আমার কয়েকটি কমিটমেন্ট ছিল। ব্যবসায়িক ব্যস্ততার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম, যেতে পারব না। ক্যারিয়ারের শুরু থেকে ব্যবসা ও সংগীত সমান্তরালে চলছিল। ৪৫ বছর ছিলাম, কিন্তু এখন সত্যিই পারছি না। ভবিষ্যতে সোলস কোনো সংকটে পড়লে আমাকে পাবে।’
নাসিমের ব্যান্ড ছাড়ার বিষয়টি স্বীকার করেছেন সোলসের দলনেতা পার্থ বড়ুয়া। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে নাসিম ভাইয়ের কোনো সমস্যা নেই। শুধু ব্যবসায়িক ব্যস্ততার কারণে তিনি আমাদের সময় দিতে পারছেন না। সোলস তাঁকে মিস করবে।’
১৯৭৮ সাল থেকে সোলসে অতিথি সদস্য ছিলেন নাসিম আলী খান, ১৯৮০ থেকে সক্রিয় সদস্য হিসেবে পথচলা শুরু করেন। নাসিম জানিয়েছেন, সোলস ব্যান্ডে না থাকলেও এককভাবে গান চালিয়ে যাবেন তিনি।
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
১ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৪ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৬ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৮ ঘণ্টা আগে