Ajker Patrika

ঈদে শহীদুজ্জামান সেলিমের তিন সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শহীদুজ্জামান সেলিম। ছবি: সংগৃহীত
শহীদুজ্জামান সেলিম। ছবি: সংগৃহীত

এবার রোজার ঈদেও মুক্তির তালিকায় শোনা যাচ্ছে হাফ ডজনের বেশি সিনেমার নাম। সবচেয়ে বেশি আলোচনায় আছে শাকিব খানের ‘বরবাদ’, সিয়াম আহমেদের ‘জংলি’ ও আফরান নিশোর ‘দাগি’। কোন সিনেমা সেরা হবে তা নিয়ে নায়কদের ভক্তদের মধ্যে বাক্‌যুদ্ধ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই তিন সিনেমার একটি বিষয়ে দারুণ মিল রয়েছে। সেটি হলো, তিন সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। সিনেমা তিনটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তবে এক ঈদে একাধিক সিনেমা মুক্তি পাওয়ায় চাপের মধ্যে আছেন বলেও জানালেন।

ঈদের তিন সিনেমা নিয়ে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘তিনটিই ভালো গল্পের সিনেমা। বরবাদের গল্প একেবারে চেনা। দেখার পর অনেকেই বলবে, এটা নিয়ে আরও আগে সিনেমা বানানো দরকার ছিল। এত দিন হয়তো কেউ সাহস পায়নি। অন্যদিকে প্রেমের গল্পে তৈরি হয়েছে দাগি। এর মধ্যে নানা ঘাত-প্রতিঘাত সবকিছুই আছে। আর জংলির গল্পটি খুব মানবিক। সবদিক দিয়ে বিবেচনা করলে তিনটি সিনেমার প্রধান হলো গল্প। এতে যাঁরা অভিনয় করেছেন তাঁরাও স্বনামধন্য। তাঁরা সবাই অনেক পরিশ্রম করেছেন।’

একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পাওয়া নিয়ে সেলিম বলেন, ‘যেহেতু তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে, তাই এবার নিজের সঙ্গে নিজের একটা যুদ্ধ আছে। দুটি সিনেমাতে উকিলের চরিত্রে দেখা যাবে আমাকে। দুই উকিলকে কতটুকু আলাদা করতে পারব, এ চ্যালেঞ্জটা ছিল। ইচ্ছা করেই চ্যালেঞ্জটা নিয়েছি। চাইলেই একটা সিনেমা না করে দিতে পারতাম। একজন অভিনেতার দক্ষতা তখনই সে প্রমাণ করতে পারবে, যখন দুটি চরিত্রকে আলাদা করতে পারবে। এ কারণে দুই সিনেমায় একই রকম চরিত্রে অভিনয় করেছি। এখন দর্শকেরা বিচার করবেন, এই চ্যালেঞ্জটা উতরে যেতে পেরেছি কি না।’

চরিত্র ধারণের চ্যালেঞ্জ নিলেও এ জন্য সময়টা খুব কম পাওয়া যায়, জানালেন শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন, ‘অন্যান্য ইন্ডাস্ট্রিতে একটা সিনেমার জন্য একজন অভিনেতা কমপক্ষে তিন থেকে ছয় মাস অনুশীলন করেন। ওই চরিত্রের মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করেন। আমিও থাকতাম। ওই পরিমাণ পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা যদি থাকত। কিন্তু এখানে তো সেই সুযোগ নেই। আমাকে অতি অল্প সময়ের মধ্যে নিজেকে গঠন করতে হয়, অভিনয় করতে হয়। আবার শূন্যে মিলিয়ে গিয়ে আরেকটা চরিত্র গঠন করতে হয়। এটা অনেক বড় চ্যালেঞ্জ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত