বিনোদন প্রতিবেদক, ঢাকা
শিল্পকলা একাডেমির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিজ্ঞপ্তিতে কিছু ‘অবাস্তব’ শর্ত উল্লেখ করা হয়েছে। বয়সসীমা ৩০, স্নাতকোত্তর পাস আবার সাত বছরের অভিজ্ঞতা—এ ধরনের শর্ত দিয়েছে শিল্পকলা একাডেমি।
জানা গেছে, এ ধরনের শর্তের কারণে একাধিকবার বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি।
চাকরিপ্রার্থী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ধারণা, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতেই এ ধরনের শর্ত দেওয়া হয়েছে।
গত ২০ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে, সহকারী পরিচালক (সংগীত), সহকারী সচিব এবং সহকারী পরিচালকের একটি করে পদে আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর পাস। সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে চাকরিপ্রার্থীদের কাছে সবচেয়ে আপত্তিকর মনে হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে বিধিবদ্ধ সংস্থায় কর্মকর্তা হিসেবে ৭ বছর কাজ করার অভিজ্ঞতার শর্ত।
অবশ্য শুধু সহকারী পরিচালক (সংগীত) পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।
সাধারণত একজন শিক্ষার্থীর স্নাতকোত্তর সম্পন্ন করতে ২৩-২৪ বছর বয়স হয়ে যায়। এরপর ৭ বছর একজন কর্মকর্তা হিসেবে চাকরির অভিজ্ঞতা চাওয়াটা অবাস্তব ‘শর্ত’ বলেই মনে করছেন চাকরিপ্রার্থীরা।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি ফেসবুক গ্রুপে শেয়ার করার পরই শুরু হয়েছে সমালোচনার ঝড়। সুলতান নামে একজন মন্তব্য করেছেন, ‘এগুলো সুনির্দিষ্ট লোকদের জন্য সুনির্দিষ্ট বিজ্ঞাপন।’ শফিক নামে একজন মন্তব্য করেছেন, ‘বিশেষ কিছু লোকদের জন্য এমন শর্ত দেয়’। সহকারী পরিচালক পদের দিকে ইঙ্গিত করে মিজান নামের একজন মন্তব্য করেছেন, ‘মূলত বিভাগীয় প্রার্থীদের চাকরি দেওয়ার জন্যই এই শর্ত। যেন কোনো ভাবেই নতুন লোক চাকরি না পায়।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, ‘এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর যে সমালোচনা হচ্ছে, তা আমাদের কানেও আসছে। কিন্তু এখানে আমাদের কিছুই করার নেই। আমাদের চাকরিবিধিতে ওই দুই পদের বিপরীতে এমন শর্তই উল্লেখ করা আছে। সেটি পরিবর্তনের কোনো সুযোগ আমাদের কাছে নেই। এর আগেও আমরা এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে এই পরিস্থিতিতে পড়েছিলাম।’
শিল্পকলা একাডেমির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিজ্ঞপ্তিতে কিছু ‘অবাস্তব’ শর্ত উল্লেখ করা হয়েছে। বয়সসীমা ৩০, স্নাতকোত্তর পাস আবার সাত বছরের অভিজ্ঞতা—এ ধরনের শর্ত দিয়েছে শিল্পকলা একাডেমি।
জানা গেছে, এ ধরনের শর্তের কারণে একাধিকবার বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি।
চাকরিপ্রার্থী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ধারণা, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতেই এ ধরনের শর্ত দেওয়া হয়েছে।
গত ২০ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে, সহকারী পরিচালক (সংগীত), সহকারী সচিব এবং সহকারী পরিচালকের একটি করে পদে আবেদনের যোগ্যতা স্নাতকোত্তর পাস। সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। তবে চাকরিপ্রার্থীদের কাছে সবচেয়ে আপত্তিকর মনে হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে বিধিবদ্ধ সংস্থায় কর্মকর্তা হিসেবে ৭ বছর কাজ করার অভিজ্ঞতার শর্ত।
অবশ্য শুধু সহকারী পরিচালক (সংগীত) পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।
সাধারণত একজন শিক্ষার্থীর স্নাতকোত্তর সম্পন্ন করতে ২৩-২৪ বছর বয়স হয়ে যায়। এরপর ৭ বছর একজন কর্মকর্তা হিসেবে চাকরির অভিজ্ঞতা চাওয়াটা অবাস্তব ‘শর্ত’ বলেই মনে করছেন চাকরিপ্রার্থীরা।
এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি ফেসবুক গ্রুপে শেয়ার করার পরই শুরু হয়েছে সমালোচনার ঝড়। সুলতান নামে একজন মন্তব্য করেছেন, ‘এগুলো সুনির্দিষ্ট লোকদের জন্য সুনির্দিষ্ট বিজ্ঞাপন।’ শফিক নামে একজন মন্তব্য করেছেন, ‘বিশেষ কিছু লোকদের জন্য এমন শর্ত দেয়’। সহকারী পরিচালক পদের দিকে ইঙ্গিত করে মিজান নামের একজন মন্তব্য করেছেন, ‘মূলত বিভাগীয় প্রার্থীদের চাকরি দেওয়ার জন্যই এই শর্ত। যেন কোনো ভাবেই নতুন লোক চাকরি না পায়।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, ‘এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর যে সমালোচনা হচ্ছে, তা আমাদের কানেও আসছে। কিন্তু এখানে আমাদের কিছুই করার নেই। আমাদের চাকরিবিধিতে ওই দুই পদের বিপরীতে এমন শর্তই উল্লেখ করা আছে। সেটি পরিবর্তনের কোনো সুযোগ আমাদের কাছে নেই। এর আগেও আমরা এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে এই পরিস্থিতিতে পড়েছিলাম।’
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১০ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১২ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৪ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৪ ঘণ্টা আগে