Ajker Patrika

গাজীপুরে বাবা মায়ের কবরের পাশে শায়িত হলেন নায়ক ফারুক 

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বাবা মায়ের কবরের পাশে শায়িত হলেন নায়ক ফারুক 

বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত চিত্র নায়ক আকবর হোসেন পাঠান ফারুক। সর্বশেষ জানাজার নামাজ শেষে মঙ্গলবার (১৬ মে) রাত ৯টায় গাজীপুরের কালীগঞ্জ তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

এ সময় শেষবারের মতো তার প্রতি শ্রদ্ধা ও বিদায় জানাতে তাঁর গ্রামের ভক্ত ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর মিয়া জানান, মঙ্গলবার রাত ৯টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। জানাজা শেষে সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নায়ক ফারুক ইন্তেকাল করেন। পরে রাতে সিঙ্গাপুরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ মে) নায়ক ফারুকের মরদেহ দেশে আনা হয়। বিমানবন্দর থেকে প্রথমে তাঁর মরদেহ নেওয়া হয় ঢাকার উত্তরার বাসায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে দুপুরে এফডিসিতে নায়ক ফারুকের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত