বিনোদন ডেস্ক
গত সোমবার থেকে সান বাংলায় শুরু হলো নতুন সিরিয়াল ‘বাদল শেষের পাখি’। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ‘বরণ’খ্যাত অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় ও শ্রেষ্ঠা প্রামাণিক। একলা মায়ের অস্তিত্বের লড়াইয়ের গল্প দেখা যাবে এ ধারাবাহিকে।
বাদল শেষের পাখিতে সুস্মিতের চরিত্রের নাম মোহিত, আর শ্রেষ্ঠা আছেন পাখি চরিত্রে। হরীতকী গ্রামের এক সাধারণ বাড়ির মেয়ে পাখি। বাইসাইকেল প্রতিযোগিতায় অংশ নেয় সে। এ প্রতিযোগিতায় জিতে সে অর্থ দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে চায় পাখি। অন্যদিকে মোহিত এক নামকরা বাইসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকের ছেলে। যে প্রতিযোগিতায় অংশ নিয়েছে পাখি, তাতে প্রধান অতিথি হয়ে আসে মোহিত।
অনুষ্ঠানে আসার পথে মোহিত পথ হারিয়ে ফেললে তাকে সাহায্য করে পাখি। একসময় মোহিতের সাহায্যে পাখির পরিবার এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করে ঘুরে দাঁড়ায়। তার অর্থ সাহায্যে পাখির বড় বোনের বিয়ে হয়। কিছুদিন পর জানা যায় পাখি অন্তঃসত্ত্বা। অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বিপাকে পড়ে তার পরিবার। এমন গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে বাদল শেষের পাখি সিরিয়ালের গল্প।
এ ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করেছেন শ্রেষ্ঠা প্রামাণিক। আর সুস্মিত মুখোপাধ্যায় পরিচিতি পেয়েছিলেন স্টার জলসার ‘বরণ’ সিরিয়াল দিয়ে। বাদল শেষের পাখিতে এ দুজন ছাড়াও অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দিগন্ত বাগচী, অনিন্দিতা রায়চৌধুরী, রাজন্যা মিত্র, দেবজ্যোতি রায়চৌধুরী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সুতীর্থ গুহ, প্রিয়াঙ্কা হালদার, তনুকা চট্টোপাধ্যায়, পায়েল দেব, রোশনি ভট্টাচার্য ও দেবনাথ চট্টোপাধ্যায়।
গত সোমবার থেকে সান বাংলায় শুরু হলো নতুন সিরিয়াল ‘বাদল শেষের পাখি’। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ‘বরণ’খ্যাত অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় ও শ্রেষ্ঠা প্রামাণিক। একলা মায়ের অস্তিত্বের লড়াইয়ের গল্প দেখা যাবে এ ধারাবাহিকে।
বাদল শেষের পাখিতে সুস্মিতের চরিত্রের নাম মোহিত, আর শ্রেষ্ঠা আছেন পাখি চরিত্রে। হরীতকী গ্রামের এক সাধারণ বাড়ির মেয়ে পাখি। বাইসাইকেল প্রতিযোগিতায় অংশ নেয় সে। এ প্রতিযোগিতায় জিতে সে অর্থ দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে চায় পাখি। অন্যদিকে মোহিত এক নামকরা বাইসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকের ছেলে। যে প্রতিযোগিতায় অংশ নিয়েছে পাখি, তাতে প্রধান অতিথি হয়ে আসে মোহিত।
অনুষ্ঠানে আসার পথে মোহিত পথ হারিয়ে ফেললে তাকে সাহায্য করে পাখি। একসময় মোহিতের সাহায্যে পাখির পরিবার এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করে ঘুরে দাঁড়ায়। তার অর্থ সাহায্যে পাখির বড় বোনের বিয়ে হয়। কিছুদিন পর জানা যায় পাখি অন্তঃসত্ত্বা। অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বিপাকে পড়ে তার পরিবার। এমন গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে বাদল শেষের পাখি সিরিয়ালের গল্প।
এ ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করেছেন শ্রেষ্ঠা প্রামাণিক। আর সুস্মিত মুখোপাধ্যায় পরিচিতি পেয়েছিলেন স্টার জলসার ‘বরণ’ সিরিয়াল দিয়ে। বাদল শেষের পাখিতে এ দুজন ছাড়াও অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দিগন্ত বাগচী, অনিন্দিতা রায়চৌধুরী, রাজন্যা মিত্র, দেবজ্যোতি রায়চৌধুরী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সুতীর্থ গুহ, প্রিয়াঙ্কা হালদার, তনুকা চট্টোপাধ্যায়, পায়েল দেব, রোশনি ভট্টাচার্য ও দেবনাথ চট্টোপাধ্যায়।
শাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
৫ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
৮ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এ আর রাহমানকে নিয়ে কোনো ধরনের কটুক্তি না করার অনুরোধ করেছেন সায়রা। এক অডিও বার্তায় রাহমানকে তিনি উল্লেখ করেছেন ‘পৃথিবীর সেরা মানুষ’ হিসেবে।
১০ ঘণ্টা আগেআইপিএলের প্রথম আসরে কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কেনেন শাহরুখ খান। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা।
১১ ঘণ্টা আগে