Ajker Patrika

আক্ষেপ ঘুচবে অপূর্বর ভক্তদের

বিনোদন প্রতিবেদক, ঢাকা
জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: সংগৃহীত
জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: সংগৃহীত

টিভি নাটক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। ইদানীং ওয়েব কনটেন্টেও নজর কাড়ছেন তিনি। টিভি কিংবা ওয়েবে যতটা সরব তিনি, ঠিক ততটা অনিয়মিত সিনেমায়। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর সে পথে আর পা বাড়াননি। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমা এসেছে অপূর্বর। ‘চালচিত্র’ নামের এ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছে তাঁর।

বড়দিন উপলক্ষে গত ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রতীম ডি গুপ্তর পরিচালনায় চালচিত্রে রহস্যময় এক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তাঁর অভিনীত চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী আলোড়ন তুলতে না পারলেও সমালোচকদের নজর এড়ায়নি। অল্প সময়ে পর্দায় থাকলেও প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয়। চালচিত্র মুক্তির এক সপ্তাহের মাথায় এসেছে সিকুয়েলের ঘোষণা; তাতে অপূর্বও থাকবেন বলে নিশ্চিত করেছেন পরিচালক।

চালচিত্র নিয়ে এত সুখবরের মধ্যে মন খারাপের বিষয়ও ছিল। প্রশংসিত সিনেমাটি এখনো দেখার সুযোগ পাননি অপূর্ব। মুক্তি উপলক্ষে গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গে যাওয়ার কথা ছিল অভিনেতার এবং অংশ নেওয়ার কথা ছিল প্রিমিয়ারে। কিন্তু শিডিউল জটিলতায় যেতে পারেননি।

ক্রাইম থ্রিলারটি দেখার সুযোগ পাননি অপূর্বর বাংলাদেশের ভক্তরাও। এ নিয়ে তাঁর ভক্তদের আক্ষেপ ছিল। সেই আক্ষেপ ঘুচবে এবার। ঘরে বসে চালচিত্র দেখার সুযোগ পাবেন সবাই। কারণ, সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে হইচইয়ে দেখা যাবে চালচিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছে হইচই।

চালচিত্র সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক নারী খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এই সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদ্‌ঘাটনে সাহায্যের হাত বাড়ায় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। এতে আরও রয়েছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত