তাছনিম চাকলাদার
আবার তারা ফিরে এসেছে। মনস্টার জগতের দুই মেগাস্টার- কং ও গডজিলা। বহুদিন পর কোন ছবিকে ঘিরে উত্তাল বক্স অফিস। দুই দানবের লড়াই দেখতে হলমুখি দর্শকরা। এ পর্যন্ত শুধু ভারতেই ৩৩ কোটিরও বেশি ব্যবসা করেছে ‘গডজিলা ভার্সেস কং’। এ পরিসংখ্যান করোনাকালে রীতিমতো স্বস্তি দিচ্ছে হল মালিকদের। বাংলাদেশের দু’টি হলে মুক্তি পেয়েছে ছবিটি- স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে। এখানেও চিত্র অনেকটাই কাছাকাছি। কেবল বাংলাদেশ-ভারত নয়, সারাবিশ্বেই গডজিলা ও কংয়ের সাফল্যের গ্রাফটা একই রকম আকাশছোঁয়া।
লেজেন্ডারি এন্টারটেইনমেন্টের মনস্টার ইউনিভার্সের চতুর্থ ছবি এটি। আগের তিনটি ছবি ‘গডজিলা’, ‘কং: স্কাল আইল্যান্ড’ ও ‘গডজিলা: কিং অফ দ্য মনস্টার্স’ দেখা থাকলে এ ছবিকে প্রথম থেকে বুঝতে সুবিধা হবে। তবে দেখা না থাকলেও খুব বেশি অসুবিধা হবে না। ছবির শুরুতেই কংয়ের এন্ট্রি। গডজিলার দেখা পাওয়া যাবে ছবি শুরুর কিছুটা পর।
কিং ও গডজিলা সিরিজের শেষ ছবিতে দেখা গিয়েছিল গডজিলা আর মানুষের ক্ষতি করতে চায় না। কিন্তু নতুন ‘গডজিলা ভার্সেস কিং’-এর প্রথম থেকেই সে রেগে আগুন! কেন তার এই হঠাৎ মেজাজ বদল? এই প্রশ্নের উত্তরের ভেতরের লুকিয়ে আছে মূল টুইস্ট।
ছবির অন্যতম আকর্ষণ কিংকং ও অনাথ বালিকা জিয়ার সম্পর্ক। জিয়া কথা বলতে পারে না। শুনতে পায় না। এই মেয়েটির সঙ্গে কং যেন এক আত্মিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। কংকে যখন জাহাজে বেঁধে নিয়ে যাওয়া হয়, তখনও সে চুপ থাকে কেবল জিয়ার দিকে তাকিয়েই। এমনকি মেয়েটির জন্য কং ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ও বুঝতে শেখে।
চোখ ধাঁধানো গ্রাফিক্স ও চমৎকার এডিটিং ‘গডজিলা ভার্সেস কিং’-এর সবচেয়ে বড় আকর্ষণ। ছবির প্রথমার্ধে সমুদ্রে কং ও গডজিলার লড়াই এবং শেষদিকে হংকংয়ে দু’জনের সম্মুখ যুদ্ধ- রীতিমতো চোখ ধাঁধিয়ে দেয়।
‘গডজিলা ভার্সেস কং’ ছবিতে অভিনয় করেছেন আলেকজান্ডার স্কার্সগার্ড, মিলি ববি ব্রাউন, রেবেকা হল, ব্রায়ান তিরি হেনরি, শান ওগুরি, এইজা গঞ্জালেস, জুলিয়ান ডেনিসন, কাইল চ্যান্ডলার ও ডেমিয়ান বিখির।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আবার তারা ফিরে এসেছে। মনস্টার জগতের দুই মেগাস্টার- কং ও গডজিলা। বহুদিন পর কোন ছবিকে ঘিরে উত্তাল বক্স অফিস। দুই দানবের লড়াই দেখতে হলমুখি দর্শকরা। এ পর্যন্ত শুধু ভারতেই ৩৩ কোটিরও বেশি ব্যবসা করেছে ‘গডজিলা ভার্সেস কং’। এ পরিসংখ্যান করোনাকালে রীতিমতো স্বস্তি দিচ্ছে হল মালিকদের। বাংলাদেশের দু’টি হলে মুক্তি পেয়েছে ছবিটি- স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে। এখানেও চিত্র অনেকটাই কাছাকাছি। কেবল বাংলাদেশ-ভারত নয়, সারাবিশ্বেই গডজিলা ও কংয়ের সাফল্যের গ্রাফটা একই রকম আকাশছোঁয়া।
লেজেন্ডারি এন্টারটেইনমেন্টের মনস্টার ইউনিভার্সের চতুর্থ ছবি এটি। আগের তিনটি ছবি ‘গডজিলা’, ‘কং: স্কাল আইল্যান্ড’ ও ‘গডজিলা: কিং অফ দ্য মনস্টার্স’ দেখা থাকলে এ ছবিকে প্রথম থেকে বুঝতে সুবিধা হবে। তবে দেখা না থাকলেও খুব বেশি অসুবিধা হবে না। ছবির শুরুতেই কংয়ের এন্ট্রি। গডজিলার দেখা পাওয়া যাবে ছবি শুরুর কিছুটা পর।
কিং ও গডজিলা সিরিজের শেষ ছবিতে দেখা গিয়েছিল গডজিলা আর মানুষের ক্ষতি করতে চায় না। কিন্তু নতুন ‘গডজিলা ভার্সেস কিং’-এর প্রথম থেকেই সে রেগে আগুন! কেন তার এই হঠাৎ মেজাজ বদল? এই প্রশ্নের উত্তরের ভেতরের লুকিয়ে আছে মূল টুইস্ট।
ছবির অন্যতম আকর্ষণ কিংকং ও অনাথ বালিকা জিয়ার সম্পর্ক। জিয়া কথা বলতে পারে না। শুনতে পায় না। এই মেয়েটির সঙ্গে কং যেন এক আত্মিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। কংকে যখন জাহাজে বেঁধে নিয়ে যাওয়া হয়, তখনও সে চুপ থাকে কেবল জিয়ার দিকে তাকিয়েই। এমনকি মেয়েটির জন্য কং ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ও বুঝতে শেখে।
চোখ ধাঁধানো গ্রাফিক্স ও চমৎকার এডিটিং ‘গডজিলা ভার্সেস কিং’-এর সবচেয়ে বড় আকর্ষণ। ছবির প্রথমার্ধে সমুদ্রে কং ও গডজিলার লড়াই এবং শেষদিকে হংকংয়ে দু’জনের সম্মুখ যুদ্ধ- রীতিমতো চোখ ধাঁধিয়ে দেয়।
‘গডজিলা ভার্সেস কং’ ছবিতে অভিনয় করেছেন আলেকজান্ডার স্কার্সগার্ড, মিলি ববি ব্রাউন, রেবেকা হল, ব্রায়ান তিরি হেনরি, শান ওগুরি, এইজা গঞ্জালেস, জুলিয়ান ডেনিসন, কাইল চ্যান্ডলার ও ডেমিয়ান বিখির।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ নিয়ে অনলাইনে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জনের মধ্যে অভিনেত্রী দুবাইয়ে ‘গ্লোবাল উইমেনস ফোরামে’ অংশ নেন। এই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও এবং ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সাবেক এই বিশ্ব সুন্দরীর নামের শেষে বচ্চন উপাধি বাদ দেওয়া...
৩১ মিনিট আগেসম্প্রতি একক নাটকের প্রভাবে ধারাবাহিক নাটক কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ব্যতিক্রম ‘মাশরাফি জুনিয়র’। চার বছর আগে প্রচার শুরু হওয়া নাটকটি আজ স্পর্শ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে মাশরাফি জুনিয়রের বিশেষ এই পর্ব।
৫ ঘণ্টা আগেশিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
১৬ ঘণ্টা আগেজন লেনন যখন এই চিঠি লিখছেন এরিক ক্ল্যাপটনকে, ততদিনে তিনি দ্য বিটলস থেকে বেরিয়ে এসেছেন। প্লাস্টিক ওনো ব্যান্ড নিয়েই সমস্ত ব্যস্ততা তখন। তবুও নতুন ব্যান্ডের কথা ভাবছিলেন লেনন। ক্ল্যাপটনের জীবনও তখন ছিল নানা সমস্যায় জর্জরিত।
১৬ ঘণ্টা আগে