দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক
Thumbnail image

দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর সন্তান জন্ম দেওয়ার খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তী।

মেয়ে হওয়ার আনন্দে এক্স হ্যান্ডেলে রাজ লিখেছেন, ‘আমাদের সংসারে একমুঠো আনন্দ এল। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন।’

চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার খবর সকলকে জানান রাজ এবং শুভশ্রী। সে সময় ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর শুটিং করছিলেন তিনি। শুভশ্রী বরাবরই প্রকাশ্যে বলেছেন যে তাঁরা বরাবরই দু’টি সন্তান চেয়ে এসেছেন।

নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রামউল্লেখ্য, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালে মার্চ মাসে বাগদান সারেন তাঁরা। সেই বছরের মে মাসেই বাঁধেন গাঁটছড়া। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তান যুবানের জন্ম হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত