বিনোদন ডেস্ক
সাগর একজন বীর মুক্তিযোদ্ধা। সে যুদ্ধ করেছিল কক্সবাজারে। যুদ্ধ শেষে ফিরে এসে দেখে তার মা ও ছোট ভাই যুদ্ধে শহীদ হয়েছে। তখনো ছোট ভাইয়ের বুকে গোলাপ জড়ানো। এরপর সমুদ্রের পাড়ে ফুল বিক্রির কাজ নেয় সাগর। ছোট ভাইয়ের স্মরণে প্রতিদিন একটি করে গোলাপ তার মেয়ে ঢেউয়ের জন্য নিয়ে যায়। উচ্চশিক্ষায় শিক্ষিত যুবক সমুদ্র। সে ভালোবাসে ঢেউকে। একসময় সন্ত্রাসীরা অ্যাসিড নিক্ষেপ করে ঢেউয়ের মুখ ঝলসে দেয়। তবু পিছু হটে না সমুদ্র। বিয়ে করে ঘরে তোলে ঢেউকে। এমন গল্পে আব্দুল আজিজের রচনায় তৈরি হয়েছে নাটক ‘সমুদ্রের ঢেউ’। প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন আব্দুল আজিজ, ইমতিয়াজ বর্ষণ, তানজিলা হক মাইশা, প্রমা আজিজ, কবির আহমেদ প্রমুখ। প্রচারিত হবে আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে।
সাগর একজন বীর মুক্তিযোদ্ধা। সে যুদ্ধ করেছিল কক্সবাজারে। যুদ্ধ শেষে ফিরে এসে দেখে তার মা ও ছোট ভাই যুদ্ধে শহীদ হয়েছে। তখনো ছোট ভাইয়ের বুকে গোলাপ জড়ানো। এরপর সমুদ্রের পাড়ে ফুল বিক্রির কাজ নেয় সাগর। ছোট ভাইয়ের স্মরণে প্রতিদিন একটি করে গোলাপ তার মেয়ে ঢেউয়ের জন্য নিয়ে যায়। উচ্চশিক্ষায় শিক্ষিত যুবক সমুদ্র। সে ভালোবাসে ঢেউকে। একসময় সন্ত্রাসীরা অ্যাসিড নিক্ষেপ করে ঢেউয়ের মুখ ঝলসে দেয়। তবু পিছু হটে না সমুদ্র। বিয়ে করে ঘরে তোলে ঢেউকে। এমন গল্পে আব্দুল আজিজের রচনায় তৈরি হয়েছে নাটক ‘সমুদ্রের ঢেউ’। প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন আব্দুল আজিজ, ইমতিয়াজ বর্ষণ, তানজিলা হক মাইশা, প্রমা আজিজ, কবির আহমেদ প্রমুখ। প্রচারিত হবে আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে।
বিয়ের প্রায় বছরখানেক পর সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী স্বাগতা জানান, হাসান আজাদের সঙ্গে এক বছর লিভ টুগেদারের পর বিয়ে করেছেন তাঁরা। এমন বক্তব্যের পর অনেকেই স্বাগতার সমালোচনা করেছেন। এবার স্বাগতাকে পাঠানো হয়েছে আইনি নোটিশ।
৯ ঘণ্টা আগেগত সপ্তাহে প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছে জিয়াউল ফারুক অপূর্বর। সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই এল সিনেমার সিকুয়েলের খবর। সেখানেও থাকছেন অপূর্ব। এমনটা জানিয়েছেন নির্মাতা।
২০ ঘণ্টা আগেক্রীড়াপ্রেমীদের মাঝে বিপিএল উন্মাদনা বাড়াতে তিন দিনের সংগীত উৎসবের আয়োজন করেছে বিসিবি। প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকাকেন্দ্রিক হলেও এবার সেটাকে তিন ভেন্যুতে ছড়িয়ে দেওয়া হয়েছে। ২৩ ডিসেম্বর ঢাকার মিরপুর স্টেডিয়ামে শুরু হয় এই আয়োজন। সিলেট ঘুরে আজ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শেষ হচ্ছে এই উৎসব
২১ ঘণ্টা আগেবছরজুড়েই হত্যার হুমকি পেয়েছেন সালমান খান। গত ১৪ এপ্রিল তাঁর বাসার বাইরে গুলি চালান দুজন আততায়ী। অক্টোবরে সালমানের ঘনিষ্ঠ বন্ধু রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে হত্যার পর বাড়ে হুমকির মাত্রা। তাই যেকোনো সময়ের তুলনায় এখন সালমানের নিরাপত্তা অনেকটা বেড়েছে।
২১ ঘণ্টা আগে