বিনোদন প্রতিবেদক, ঢাকা
কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ মৃণালের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মৃণালের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর বায়োপিক নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। সম্প্রতি শেষ হয়েছে সিনেমার শুটিং। চলতি বছরেই সিনেমাটি দুই বাংলায় একসঙ্গে মুক্তির পরিকল্পনা করছেন প্রযোজক ফিরদৌসুল হাসান। এমনটা জানালেন পর্দায় মৃণাল সেনের রূপ দেওয়া চঞ্চল চৌধুরী।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মৃণাল সেনরূপে চঞ্চলের কিছু লুক প্রকাশ পেয়েছে। চঞ্চলের সে লুক দেখে বিস্মিত ও মুগ্ধ দর্শক-সমালোচকেরা। প্রশংসার বানে ভাসছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আসল-নকলে ফারাক করতে পারা মুশকিল বলে মনে করছেন নেটিজেনরা। এবার চঞ্চল জানালেন, নিজেকে চিনতে নিজেরই কষ্ট হচ্ছে তাঁর। মৃণাল সেনের লুকের একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই। এটা মৃণাল সেন নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সঙ্গে অনেকখানি ভালোও লেগেছে। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কী অসাধারণ কাজ!’
সেই ফেসবুক পোস্টেই ‘পদাতিক’ সিনেমাটি দুই বাংলায় মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানান চঞ্চল। তিনি জানান, এ বছরেই পদাতিক সিনেমাটি দুই বাংলায় রিলিজ করতে চান সিনেমার প্রযোজক। মৃণাল সেন চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে নির্বাচন করায় পরিচালক সৃজিত মুখার্জিকে ধন্যবাদও জানান চঞ্চল।
পরিচালক সৃজিত মুখার্জি বলেন, ‘পরিচালক, রাজনৈতিক ধ্যানধারণা, স্বামী এবং পিতার ভূমিকা- মৃণাল সেনের চারটি সত্তা এই সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি।’
এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন। মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন তিনি। বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ, পুত্র কুণাল সেনের চরিত্রে সম্রাট চক্রবর্তী। ফ্রেন্ডস কমিউনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশনসের ব্যানারে তৈরি হচ্ছে ‘পদাতিক’।
কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ মৃণালের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মৃণালের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর বায়োপিক নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। সম্প্রতি শেষ হয়েছে সিনেমার শুটিং। চলতি বছরেই সিনেমাটি দুই বাংলায় একসঙ্গে মুক্তির পরিকল্পনা করছেন প্রযোজক ফিরদৌসুল হাসান। এমনটা জানালেন পর্দায় মৃণাল সেনের রূপ দেওয়া চঞ্চল চৌধুরী।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মৃণাল সেনরূপে চঞ্চলের কিছু লুক প্রকাশ পেয়েছে। চঞ্চলের সে লুক দেখে বিস্মিত ও মুগ্ধ দর্শক-সমালোচকেরা। প্রশংসার বানে ভাসছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আসল-নকলে ফারাক করতে পারা মুশকিল বলে মনে করছেন নেটিজেনরা। এবার চঞ্চল জানালেন, নিজেকে চিনতে নিজেরই কষ্ট হচ্ছে তাঁর। মৃণাল সেনের লুকের একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ছবিটা দেখে প্রথমে আমি নিজেও অবাক হয়ে যাই। এটা মৃণাল সেন নাকি আমি! সত্যটা বুঝতে একটু সময় লেগেছে, সেই সঙ্গে অনেকখানি ভালোও লেগেছে। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর কী অসাধারণ কাজ!’
সেই ফেসবুক পোস্টেই ‘পদাতিক’ সিনেমাটি দুই বাংলায় মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানান চঞ্চল। তিনি জানান, এ বছরেই পদাতিক সিনেমাটি দুই বাংলায় রিলিজ করতে চান সিনেমার প্রযোজক। মৃণাল সেন চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে নির্বাচন করায় পরিচালক সৃজিত মুখার্জিকে ধন্যবাদও জানান চঞ্চল।
পরিচালক সৃজিত মুখার্জি বলেন, ‘পরিচালক, রাজনৈতিক ধ্যানধারণা, স্বামী এবং পিতার ভূমিকা- মৃণাল সেনের চারটি সত্তা এই সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি।’
এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন। মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন তিনি। বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ, পুত্র কুণাল সেনের চরিত্রে সম্রাট চক্রবর্তী। ফ্রেন্ডস কমিউনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশনসের ব্যানারে তৈরি হচ্ছে ‘পদাতিক’।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
২ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৩ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে