Ajker Patrika

২৪ বছরেই থেমে গেলেন ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক
আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৫: ২৬
২৪ বছরেই থেমে গেলেন ঐন্দ্রিলা

মারা গেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (২৪)। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ঐন্দ্রিলার। এরপর কোমায় চলে যান তিনি। নেওয়া হয় ভেন্টিলেশনে।

হাওড়ায় একটি বেসরকারি হাসপাতালে আজ রোববার দুপুর ১টার দিকে তিনি মারা গেছেন।  

গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গতকাল শনিবার রাতে ১০ বারের মতো কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার। এই ধাক্কা আর সামলাতে পারলেন না তিনি।

দুবার ক্যানসারে আক্রান্ত হলেও সেটি জয় করে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথমবার ক্যানসার ধরা পড়ে তাঁর। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তাঁর অস্থিমজ্জায়। দ্বিতীয়বার ২০২১ সালে। সেবার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি চলেছে তাঁর অভিনয়ের কাজ।

ছোট পর্দায় ‘ঝুমুর’-এর সঙ্গে ঐন্দ্রিলার ক্যারিয়ার শুরু। এরপর ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ঐন্দ্রিলা। সিরিয়ালের পাশাপাশি ‘শেষ থেকে শুরু’ সিনেমায় অভিনেতা জিতের বোনের ভূমিকায় দেখা যায় তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত