মাতৃত্বকালীন ফটোশুটে স্নিগ্ধ সোনম

বিনোদন ডেস্ক
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৪: ২৮
Thumbnail image

বলিউড তারকা সোনম কাপুর মা হতে যাচ্ছেন বলে ঘোষণা দেন গেল মাসে। সম্প্রতি মাতৃত্বকালীন ফটোশুট করেছেন সোনম। বরাবরের মতো এই ফটোশুটেও ভিন্নতা ছিল বলিউড ফ্যাশন আইকনের।  

 সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতৃত্বকালীন ফটোশুটের ছবি শেয়ার করতেই ভাইরাল নেট দুনিয়ায়। কমেন্ট বক্সে ভালোবাসা আর আশীর্বাদে ভাসছেন সোনম কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া। 

 সোনম তাঁর এই ফটোশুটে সাদা সাটিন শাড়ির সঙ্গে গলায় পরেছিলেন ভারী নেকলেস ও মানানসই কানের দুল; এককথায় স্নিগ্ধ সোনম। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া। 

 আবুজানি সন্দীপ খোলসার ডিজাইন করা ইন্দো-ওয়েস্টার্ন মিশেলের পোশাকটির স্টাইল করেছেন অভিনেত্রীর বোন রিয়া কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া। 

 সোনমের বরাবরই প্রিয় রং সাদা। বোন রিয়া কাপুরের বিয়েতেও সাদা আনারকলিতে সেজেছিলেন এই স্টাইল আইকন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত