Ajker Patrika

থাইল্যান্ডে গোল্ড মেডেল পেলেন জাদুশিল্পী আলীরাজ

বিনোদন প্রতিবেদক
থাইল্যান্ডে গোল্ড মেডেল পেলেন জাদুশিল্পী আলীরাজ

সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ম্যাজিক একসট্রাভ্যাগেঞ্জা-২০২২। করোনা মহামারির পরে এটিই ছিল থাইল্যান্ডের সর্ববৃহৎ জাদু উৎসব। অনুষ্ঠানে জাদু প্রদর্শনী ও জাদু প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালনের আমন্ত্রণ পেয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর বাংলাদেশের আলীরাজ। আগেও বিশ্বের একাধিক জাদু প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি জাদুতে অসামান্য কৃতিত্বের কারণে গোল্ড মেডেল পেয়েছেন বাংলাদেশের আলীরাজ। বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ব্যতিক্রমী জাদু প্রদর্শনীর জন্য বেস্ট এন্টারটেইনার হিসেবে জাদুশিল্পী আলীরাজকে এই স্বর্ণপদক প্রদান করা হয়। তাঁকে এই সম্মাননা জানান ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান সোসাইটির সভাপতি টনি হাসনি।

ব্যাংককে বৃহৎ এই জাদু উৎসবের আয়োজন করে থাইল্যান্ডের মামাডা ও ফ্যাশন আইল্যান্ড। ব্যাংককে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এ জাদু প্রদর্শনীতে অংশ নেন ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া, কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনামসহ বিশ্বের নানা দেশের শতাধিক জাদুশিল্পী। প্রতিযোগিতা শেষ হয়েছে ৫ ডিসেম্বর। থাইল্যান্ড থেকে ফিরে গতকাল আলীরাজ জানান, বাংলাদেশে জাদুশিল্পের প্রসারে কাজ করছেন তিনি। ভবিষ্যতেও তাঁর এই কর্মোদ্যোগ অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত