খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়, ভাবনাকে ইঙ্গিত করে অঞ্জনা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঝলমলে পোশাকে হাজির হন তারকারা। সিনেমার বাইরে তারকাদের ফ্যাশন নিয়েও যথেষ্ট আলোচনা হয়। সদ্য শেষ হওয়া ৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে নিজ উদ্যোগে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বাহারি পোশাকে উৎসবের কয়েক দিন লাল গালিচায় আলো ছড়িয়েছেন তিনি।

ভাবনার পোশাক নিয়ে যেমন আলোচনা হয়েছে, একই সঙ্গে তীব্র সমালোচনাও ধেয়ে এসেছে ভাবনার দিকে। এবার পোশাক নিয়ে ভাবনাকেই যেন খোঁচা দিলেন সিনিয়র অভিনেত্রী অঞ্জনা রহমান। খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়, সামাজিক মাধ্যমে এমন মত দিয়েছেন অঞ্জনা।

আজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে অঞ্জনা লেখেন, ‘কান ফেস্টিভ্যালে নিজেকে অত্যাধুনিকভাবে প্রেজেন্ট করতে গিয়ে, এ দেশের কয়েকজন নামধারী নায়িকা এমন পোশাকে নিজেকে জনসম্মুখে আবির্ভূত করেছেন। যেটা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পী, যার মধ্য বিন্দু পরিমাণ শিল্পসত্ত্বা বিদ্যমান, তিনি এমন খোলামেলা পোশাকে নিজেকে এবং নিজের দেশীয় সংস্কৃতিকে অপমান করতে পারেন না। খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। বাঙালি সংস্কৃতি–কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ নেই, সে আবার কিসের শিল্পী।’

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভানা। ছবি: ফেসবুকফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ না করলেও তিনি যে ভাবনাকেই খোঁচা দিয়েছেন তা বুঝতে সমস্যা হয়নি নেটিজেনদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত