অনলাইন ডেস্ক
৪৫ বছরের অভিনয়জীবনে প্রথমবারের মতো পুরস্কার পেলেন মার্কিন তারকা অভিনেত্রী ডেমি মুর। ‘পপকর্ন অভিনেত্রী’ থেকে গোল্ডেন গ্লোবজয়ী তারকা হলেন ৬২ বছর বয়সী ডেমি। মধ্যবয়সী এক অভিনেত্রী হতে চান তরুণী, ফিরতে চান গ্ল্যামারের জগতে— ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমায় এমন চরিত্রে অভিনয় করে পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
জীবনের প্রথম পুরস্কার পাওয়ার খুশি বর্ণনা করতে গিয়ে ডেমি মুর বলেন, ‘আমার বিশ্বাস হচ্ছে না। ৪৫ বছরের বেশি সময় অভিনয় করছি, এই প্রথম অভিনেত্রী হিসেবে জিতলাম!’
গোল্ডেন গ্লোব জড়িয়ে স্মৃতিচারণ করছিলেন ষাটোর্ধ্ব এই অভিনেত্রী। তিনি বলেন, ‘৩০ বছর আগে এক প্রযোজক আমাকে বলেছিলেন, আমি পপকর্ন অভিনেত্রী। তখন আমি সেটা বিশ্বাস করে ফেলেছিলাম।’
মুর বলতে থাকেন, ‘আমি ভেবেছিলাম, পুরস্কার বা স্বীকৃতি পাওয়া আমার জন্য নয়। আমি শুধু সফল সিনেমা করতে পারি, যেগুলো অনেক টাকা আয় করবে, কিন্তু আমাকে কখনোই প্রকৃতভাবে মূল্যায়ন করা হবে না। দীর্ঘ সময় ধরে এই ধারণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি কয়েক বছর আগেও ভাবছিলাম, সম্ভবত আমার সামর্থ্যের সবটুকু আমি দিয়ে ফেলেছি। আর কিছুই করার নেই আমার।’
অভিনয় জীবনে সাফল্যের সব আশা হারিয়ে ফেলছিলেন ডেমি। এমন সময় তাঁর কাছে আসে দ্য সাবস্ট্যান্সের চিত্রনাট্য। ডেমি বলেন, ‘আমি দুশ্চিন্তার অন্ধকারে হারিয়ে যাচ্ছিলাম। তখন দ্য সাবস্ট্যান্স যেন আমার জীবনে আলো নিয়ে এলো। চিত্রনাট্য পড়ে মনে হলো, ব্রহ্মাণ্ড জানিয়ে দিল, আমি ফুরিয়ে যাইনি এখনো।’
দ্য সাবস্ট্যান্স নিয়ে কথা বলতে গিয়ে ডেমি মুর জানান, এই চলচ্চিত্রের একটি গভীর বার্তা রয়েছে, যা তিনি নিজেও অনুভব করেন। মুর বলেন, ‘যখন আমাদের মনে হয়, আমরা যথেষ্ট বুদ্ধিমান বা সুন্দর নই কিংবা সফল নই, তখন নিজেকে বলুন— জেনে রেখো, তুমি কখনোই যথেষ্ট হবে না। কিন্তু যথেষ্ট হওয়ার এই মাপকাঠি দূরে সরিয়ে রাখলে তুমি নিজের মূল্য বুঝতে পারবে।’
ডেমি মুর বলেন, ‘এই অর্জন আমার পূর্ণতার প্রতীক। কাজের প্রতি আমার ভালোবাসার স্বীকৃতি। এটি আমাকে মনে করিয়ে দিল, এটাই আমার জায়গা, আমি এই অর্জনের যোগ্য।’
গোল্ডেন গ্লোবের আলোকিত মঞ্চে দাঁড়িয়ে দ্য সাবস্ট্যান্সের পরিচালক কোরালি ফারগেট ও সহ-অভিনেত্রী মার্গারেট কোয়ালির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডেমি মুর। গত ৩০ বছরে যাঁরা পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি।
ডেমি মুর এর আগে দুই বার গোল্ডেন গ্লোব মনোনয়ন এবং একবার প্রাইম টাইম অ্যামি মনোনয়ন পেলেও তাঁর ঝুলিতে এই প্রথম কোনো পুরস্কার জায়গা করে নিল। গোল্ডেন গ্লোবের ৮২তম আসরে মিউজিক্যাল বা কমেডি সিনেমা ক্যাটাগরিতে সিনথিয়া এরিভো ও কারলা সোফিয়া গ্যাসকনকে হারিয়ে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। এবারের আসরে ৫টি মনোনয়ন পেয়েছিল চলচ্চিত্রটি।
তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘ঘোস্ট’, ‘জিআই জেন’ ও ‘ইনডিসেন্ট প্রোপোজাল’।
৪৫ বছরের অভিনয়জীবনে প্রথমবারের মতো পুরস্কার পেলেন মার্কিন তারকা অভিনেত্রী ডেমি মুর। ‘পপকর্ন অভিনেত্রী’ থেকে গোল্ডেন গ্লোবজয়ী তারকা হলেন ৬২ বছর বয়সী ডেমি। মধ্যবয়সী এক অভিনেত্রী হতে চান তরুণী, ফিরতে চান গ্ল্যামারের জগতে— ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমায় এমন চরিত্রে অভিনয় করে পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
জীবনের প্রথম পুরস্কার পাওয়ার খুশি বর্ণনা করতে গিয়ে ডেমি মুর বলেন, ‘আমার বিশ্বাস হচ্ছে না। ৪৫ বছরের বেশি সময় অভিনয় করছি, এই প্রথম অভিনেত্রী হিসেবে জিতলাম!’
গোল্ডেন গ্লোব জড়িয়ে স্মৃতিচারণ করছিলেন ষাটোর্ধ্ব এই অভিনেত্রী। তিনি বলেন, ‘৩০ বছর আগে এক প্রযোজক আমাকে বলেছিলেন, আমি পপকর্ন অভিনেত্রী। তখন আমি সেটা বিশ্বাস করে ফেলেছিলাম।’
মুর বলতে থাকেন, ‘আমি ভেবেছিলাম, পুরস্কার বা স্বীকৃতি পাওয়া আমার জন্য নয়। আমি শুধু সফল সিনেমা করতে পারি, যেগুলো অনেক টাকা আয় করবে, কিন্তু আমাকে কখনোই প্রকৃতভাবে মূল্যায়ন করা হবে না। দীর্ঘ সময় ধরে এই ধারণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি কয়েক বছর আগেও ভাবছিলাম, সম্ভবত আমার সামর্থ্যের সবটুকু আমি দিয়ে ফেলেছি। আর কিছুই করার নেই আমার।’
অভিনয় জীবনে সাফল্যের সব আশা হারিয়ে ফেলছিলেন ডেমি। এমন সময় তাঁর কাছে আসে দ্য সাবস্ট্যান্সের চিত্রনাট্য। ডেমি বলেন, ‘আমি দুশ্চিন্তার অন্ধকারে হারিয়ে যাচ্ছিলাম। তখন দ্য সাবস্ট্যান্স যেন আমার জীবনে আলো নিয়ে এলো। চিত্রনাট্য পড়ে মনে হলো, ব্রহ্মাণ্ড জানিয়ে দিল, আমি ফুরিয়ে যাইনি এখনো।’
দ্য সাবস্ট্যান্স নিয়ে কথা বলতে গিয়ে ডেমি মুর জানান, এই চলচ্চিত্রের একটি গভীর বার্তা রয়েছে, যা তিনি নিজেও অনুভব করেন। মুর বলেন, ‘যখন আমাদের মনে হয়, আমরা যথেষ্ট বুদ্ধিমান বা সুন্দর নই কিংবা সফল নই, তখন নিজেকে বলুন— জেনে রেখো, তুমি কখনোই যথেষ্ট হবে না। কিন্তু যথেষ্ট হওয়ার এই মাপকাঠি দূরে সরিয়ে রাখলে তুমি নিজের মূল্য বুঝতে পারবে।’
ডেমি মুর বলেন, ‘এই অর্জন আমার পূর্ণতার প্রতীক। কাজের প্রতি আমার ভালোবাসার স্বীকৃতি। এটি আমাকে মনে করিয়ে দিল, এটাই আমার জায়গা, আমি এই অর্জনের যোগ্য।’
গোল্ডেন গ্লোবের আলোকিত মঞ্চে দাঁড়িয়ে দ্য সাবস্ট্যান্সের পরিচালক কোরালি ফারগেট ও সহ-অভিনেত্রী মার্গারেট কোয়ালির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডেমি মুর। গত ৩০ বছরে যাঁরা পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি।
ডেমি মুর এর আগে দুই বার গোল্ডেন গ্লোব মনোনয়ন এবং একবার প্রাইম টাইম অ্যামি মনোনয়ন পেলেও তাঁর ঝুলিতে এই প্রথম কোনো পুরস্কার জায়গা করে নিল। গোল্ডেন গ্লোবের ৮২তম আসরে মিউজিক্যাল বা কমেডি সিনেমা ক্যাটাগরিতে সিনথিয়া এরিভো ও কারলা সোফিয়া গ্যাসকনকে হারিয়ে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। এবারের আসরে ৫টি মনোনয়ন পেয়েছিল চলচ্চিত্রটি।
তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘ঘোস্ট’, ‘জিআই জেন’ ও ‘ইনডিসেন্ট প্রোপোজাল’।
‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব শিল্পী শেখ হাসিনার পক্ষে নিজেদের কর্মসূচি নিয়ে আলাপ–আলোচনা করেন। সেই গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় গত ৩ সেপ্টেম্বর। একটি স্ক্রিনশটে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেওয়ার পরামর্শ দেন!
৩ ঘণ্টা আগেহলিউডের টম হল্যান্ড ও জেনডায়া এরই মধ্যে বাগদানের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা সম্পর্কে আছেন। তবে এ ঘোষণার আগে টম হল্যান্ডের একটি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই সাক্ষাৎকারে তিনি পরিবারের জন্য অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান।
৫ ঘণ্টা আগেবায়োপিকটির পরিচালনায় ও অভিনয়ে রয়েছেন কঙ্গনা রনৌত। মুক্তির আগে সব প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। ইতিমধ্যে সিনেমাটি দেখার জন্য রাজনীতিবিদ প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ পেয়ে কী বললেন প্রিয়াঙ্কা? কঙ্গনা রনৌত, বলিউড, সিনেমা, অভিনেত্রী, ইন্দিরা গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, বিনোদন
১১ ঘণ্টা আগেইন্ডাস্ট্রিতে রজত জয়ন্তী উপলক্ষে মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেতা। সেখানে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেয়ার করেন ব্যক্তিগত জীবনের কথা। কী তথ্য জানালের বলিউডে হার্টথ্রব এই অভিনেতা?
১৩ ঘণ্টা আগে