Ajker Patrika

প্রাচ্যনাটের ২৯ বছরে মাসব্যাপী উৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘পুলসিরাত’ নাটকের দৃশ্য।	ছবি: প্রাচ্যনাটের সৌজন্যে
‘পুলসিরাত’ নাটকের দৃশ্য। ছবি: প্রাচ্যনাটের সৌজন্যে

নব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এ বছর ২৯ বছরে পদার্পণ করছে প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন রেখেছে প্রাচ্যনাট। আজ থেকে শুরু হবে এই উদ্‌যাপন। মাসব্যাপী আয়োজনের উদ্বোধনী দিনে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘পুলসিরাত’। নাটক প্রদর্শনীর আগে সন্ধ্যা ৬টায় রয়েছে প্রদীপ প্রজ্বালন ও উদ্বোধনের গান।

৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় প্রাচ্যনাট মহড়াকক্ষে মঞ্চস্থ হবে নাটক ‘রিড ইন দ্য নেম অব মাই ডেথ’। রাত ৮টায় থাকবে গান ও আড্ডা।

১৫ ফেব্রুয়ারি আখতারুজ্জামান ইলিয়াস স্মরণোৎসবে বগুড়া শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘খোয়াবনামা’।

১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে খোয়াবনামা নাটকের আরও একটি প্রদর্শনী হবে।

২১ ফেব্রুয়ারি বিকেল ৫টায় মহিলা সমিতির বহিরাঙ্গনে থাকছে অর্কেস্ট্রা পরিবেশনা ও প্রাচ্যনাটের গান। সন্ধ্যা ৭টায় নীলিমা ইব্রাহিম মিলনায়তনে রয়েছে নাটক ‘কিনু কাহারের থেটার’।

২২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলের বহিরাঙ্গনে অনুষ্ঠিত হবে উন্মুক্ত আলোচনা। সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হবে টরন্টো থিয়েটার ফোকস, কানাডার নাটক ‘এক জোড়া জুতা’। ২৩ ফেব্রুয়ারি একই সময়ে একই স্থানে রয়েছে এ নাটকের আরও এক প্রদর্শনী।

প্রাচ্যনাটের মাসব্যাপী এই আয়োজন শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। সমাপনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বেলা ৩টায় চিলড্রেন থিয়েটার, পাপেট শো, ওয়ার্কশপসহ শিশুদের জন্য থাকছে নানা আয়োজন। বিকেল ৫টায় থাকছে প্রাচ্যনাটের বন্ধু সংগঠনগুলোর পথনাটক প্রদর্শনী এবং লোকশিল্পীদের পরিবেশনা। এ ছাড়া, ওই দিন চিত্রশালা মিলনায়তনের উন্মুক্ত গ্যালারিতে প্রাচ্যনাটের সব চিত্রশিল্পী ও আলোকচিত্রীর শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত