বিনোদন প্রতিবেদক, ঢাকা
হালকা শীতের রাত। শহরের একটি ডাস্টবিনে হঠাৎ এক নবজাতক পাওয়া যায়। দায়িত্বরত ওসি আলমগীর
ঘটনাস্থলে এসে বাচ্চাটাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নাম পরিচয়হীন বাচ্চাটাকে নিয়ে সোশ্যাল
মিডিয়ায় ঝড় ওঠে। সন্তানহীন অনেক দম্পতি বাচ্চাটাকে দত্তক নিতে আদালতে আবেদন করে। সঠিক হাতে
এই গল্প নিয়েই সঞ্জয় সমদ্দার নির্মাণ করেছেন চরকি অরিজিনাল সিনেমা ‘দাগ’। মুহাম্মদ আবু রাজীনের
গল্প এবং কল্লোল কবিরের চিত্রনাট্যে ও সংলাপে নির্মিত এই সিনেমাটি আগামী ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে চরকিতে।
প্রথমবারের মতো চরকি অরিজিনালসে দেখা যাবে মোশাররফ করিমকে। ‘দাগ’-এর গল্প কেমন ছিল জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্পই হলো দাগ।‘
এই চলচ্চিত্রের বিষয়ে তিনি বলেন, ‘গল্পটা দর্শক খুব ভিন্নভাবে দেখতে পাবে। সেই সাথে আমাকেও ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবে। এমন একটা গল্পের সঙ্গে থাকার জন্য চরকিকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ এই কাজের সঙ্গে জড়িত সকলকে।’
এই চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আলোচিত ওয়েব সিরিজ ‘কায়জারে’ অভিনয় করা আইশা খানকে।
চরিত্রের জন্য প্রস্তুতি নিতে কতটা সময় দিতে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘পরিচালকের নির্দেশনায় নিজেকে চালানোর মানসিক প্রস্তুতি নেয়া ছাড়া আর কোনো বিশেষ প্রস্তুতি নেয়নি। ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার যা যা বলেছিলেন, শ্যুট চলা সময়ে যা যা বলতেন সেগুলোই মনোযোগ দিয়ে শুনে, সময় নিয়ে প্রস্তুত হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম।’
চরিত্রটা কতখানি চ্যালেঞ্জিং ছিল জানিয়ে আইশা আরও বলেন, ‘ইরা চরিত্রটিকে নিয়ে চলাটাই বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে। ওর অনুভূতি, ওর মনের অবস্থার সাথে ব্যক্তি আইশাকে ভুলে থাকার চেষ্টা করেছিলাম শ্যুটিংয়ের সময়।’
অভিনেত্রী নিশাত প্রিয়ম বলেন, ‘খুব অসাধারণ একটা গল্প নিয়ে বানানো হয়েছে দাগ। আমি দর্শক হিসেবে আসলে এই ধরনের গল্পই দেখতে চাই। সেই সাথে মোশাররফ ভাইয়ের সাথে কাজ করাটাও খুব ভালো লাগার।
‘সেটে যদি কিছু বুঝতে না পারি সংলাপ কীভাবে দেব, কেমন এক্সপ্রেশন দেব, ভাইকে জিজ্ঞেস করলেই সব খুব সহজ করে দেন আমাদেরকে। পরিচালক, চিত্রগ্রাহক সর্বোপরি পুরো টিমের সাথে কাজ করে খুব আনন্দ পেয়েছি।’
চরকির সঙ্গে পরিচালক সঞ্জয় সমাদ্দারের এটিই প্রথম কাজ। তিনি বলেন, ‘আমার জন্য খুব অসাধারণ একটা জার্নির গল্প দাগ। গল্পটাকে প্রোপার একটা রূপ দেয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রকে তা আসলে গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না। এই গল্পে হিরো সামাজিক ইস্যু। আশা করছি, দর্শককে ভালো কিছুই দিতে পারব।
‘আর দাগ মানে, এখানে আমরা কোনো স্পটকে বোঝাইনি। এখানে সমাজের বাধাগুলোকে বোঝাতে চেয়েছি। যে বাধাগুলো আমরা এখনো পেরোতে পারিনি। আমি বিশ্বাস করি, পরিবার ও সমাজের সকলে সচেতন হলে আমরা এই বাধা পেরোতে পারব।’
অভিনেতাদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘মোশাররফ করিমের সাথে কাজ করার অভিজ্ঞতা বরাবর আমার জন্য আনন্দের। সেই সাথে অন্য যারা ছিলেন, সকলেই খুব দুর্দান্ত কাজ করেছেন। তবে আয়েশা খানের কথা আমাকে আলাদাভাবে বলতেই হবে। তিনি আমাকে মুগ্ধ করেছেন। সেই সাথে অন্য অভিনেতারাও নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়েছেন।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘দাগ হচ্ছে সামাজিক বোধের একটি গল্প। বর্তমান সামাজিক প্রেক্ষাপটের কিছু দিক নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। দারুণ গল্প, সেই সঙ্গে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমে দাগ নির্মিত হয়েছে। এখন শুধু অপেক্ষা এটা দেখা যে, দাগ দর্শকের মনে কতটা দাগ কাটতে পারে।’
‘দাগ’ সিনেমার আরও অভিনয় করেছেন সাবেরী আলম, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, মিলি বাশার, আনিসুল হক বরুন, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, জাহিদ হোসাইন শোভন, খন্দকার লেনিন (অতিথি শিল্পী), লাবণ্য বিন্দু, নাদিয়া হক, আইনূন পুতুল, ফয়সাল দিপ, আসাদুজ্জামান আসাদ, শামীমা তুষ্টি, নাদিয়া হক, আলম সোহাগ, রেশমা আহমেদ, পারভেজ সুমন ও এ কে এম আব্দুর রাজ্জাক।
৯০ মিনিটের সোশ্যাল ড্রামা জনরার এই ওয়েব ফিল্মে রয়েছে তিনটি গান। রাজু রাজের সিনেমাটোগ্রাফি ও জাহিদ নিরবের মিউজিকে দুর্দান্ত কিছু দেখবে দর্শক।
হালকা শীতের রাত। শহরের একটি ডাস্টবিনে হঠাৎ এক নবজাতক পাওয়া যায়। দায়িত্বরত ওসি আলমগীর
ঘটনাস্থলে এসে বাচ্চাটাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নাম পরিচয়হীন বাচ্চাটাকে নিয়ে সোশ্যাল
মিডিয়ায় ঝড় ওঠে। সন্তানহীন অনেক দম্পতি বাচ্চাটাকে দত্তক নিতে আদালতে আবেদন করে। সঠিক হাতে
এই গল্প নিয়েই সঞ্জয় সমদ্দার নির্মাণ করেছেন চরকি অরিজিনাল সিনেমা ‘দাগ’। মুহাম্মদ আবু রাজীনের
গল্প এবং কল্লোল কবিরের চিত্রনাট্যে ও সংলাপে নির্মিত এই সিনেমাটি আগামী ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে চরকিতে।
প্রথমবারের মতো চরকি অরিজিনালসে দেখা যাবে মোশাররফ করিমকে। ‘দাগ’-এর গল্প কেমন ছিল জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্পই হলো দাগ।‘
এই চলচ্চিত্রের বিষয়ে তিনি বলেন, ‘গল্পটা দর্শক খুব ভিন্নভাবে দেখতে পাবে। সেই সাথে আমাকেও ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবে। এমন একটা গল্পের সঙ্গে থাকার জন্য চরকিকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ এই কাজের সঙ্গে জড়িত সকলকে।’
এই চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আলোচিত ওয়েব সিরিজ ‘কায়জারে’ অভিনয় করা আইশা খানকে।
চরিত্রের জন্য প্রস্তুতি নিতে কতটা সময় দিতে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘পরিচালকের নির্দেশনায় নিজেকে চালানোর মানসিক প্রস্তুতি নেয়া ছাড়া আর কোনো বিশেষ প্রস্তুতি নেয়নি। ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার যা যা বলেছিলেন, শ্যুট চলা সময়ে যা যা বলতেন সেগুলোই মনোযোগ দিয়ে শুনে, সময় নিয়ে প্রস্তুত হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম।’
চরিত্রটা কতখানি চ্যালেঞ্জিং ছিল জানিয়ে আইশা আরও বলেন, ‘ইরা চরিত্রটিকে নিয়ে চলাটাই বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে। ওর অনুভূতি, ওর মনের অবস্থার সাথে ব্যক্তি আইশাকে ভুলে থাকার চেষ্টা করেছিলাম শ্যুটিংয়ের সময়।’
অভিনেত্রী নিশাত প্রিয়ম বলেন, ‘খুব অসাধারণ একটা গল্প নিয়ে বানানো হয়েছে দাগ। আমি দর্শক হিসেবে আসলে এই ধরনের গল্পই দেখতে চাই। সেই সাথে মোশাররফ ভাইয়ের সাথে কাজ করাটাও খুব ভালো লাগার।
‘সেটে যদি কিছু বুঝতে না পারি সংলাপ কীভাবে দেব, কেমন এক্সপ্রেশন দেব, ভাইকে জিজ্ঞেস করলেই সব খুব সহজ করে দেন আমাদেরকে। পরিচালক, চিত্রগ্রাহক সর্বোপরি পুরো টিমের সাথে কাজ করে খুব আনন্দ পেয়েছি।’
চরকির সঙ্গে পরিচালক সঞ্জয় সমাদ্দারের এটিই প্রথম কাজ। তিনি বলেন, ‘আমার জন্য খুব অসাধারণ একটা জার্নির গল্প দাগ। গল্পটাকে প্রোপার একটা রূপ দেয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রকে তা আসলে গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না। এই গল্পে হিরো সামাজিক ইস্যু। আশা করছি, দর্শককে ভালো কিছুই দিতে পারব।
‘আর দাগ মানে, এখানে আমরা কোনো স্পটকে বোঝাইনি। এখানে সমাজের বাধাগুলোকে বোঝাতে চেয়েছি। যে বাধাগুলো আমরা এখনো পেরোতে পারিনি। আমি বিশ্বাস করি, পরিবার ও সমাজের সকলে সচেতন হলে আমরা এই বাধা পেরোতে পারব।’
অভিনেতাদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘মোশাররফ করিমের সাথে কাজ করার অভিজ্ঞতা বরাবর আমার জন্য আনন্দের। সেই সাথে অন্য যারা ছিলেন, সকলেই খুব দুর্দান্ত কাজ করেছেন। তবে আয়েশা খানের কথা আমাকে আলাদাভাবে বলতেই হবে। তিনি আমাকে মুগ্ধ করেছেন। সেই সাথে অন্য অভিনেতারাও নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়েছেন।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘দাগ হচ্ছে সামাজিক বোধের একটি গল্প। বর্তমান সামাজিক প্রেক্ষাপটের কিছু দিক নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। দারুণ গল্প, সেই সঙ্গে কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমে দাগ নির্মিত হয়েছে। এখন শুধু অপেক্ষা এটা দেখা যে, দাগ দর্শকের মনে কতটা দাগ কাটতে পারে।’
‘দাগ’ সিনেমার আরও অভিনয় করেছেন সাবেরী আলম, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, মিলি বাশার, আনিসুল হক বরুন, নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু, জাহিদ হোসাইন শোভন, খন্দকার লেনিন (অতিথি শিল্পী), লাবণ্য বিন্দু, নাদিয়া হক, আইনূন পুতুল, ফয়সাল দিপ, আসাদুজ্জামান আসাদ, শামীমা তুষ্টি, নাদিয়া হক, আলম সোহাগ, রেশমা আহমেদ, পারভেজ সুমন ও এ কে এম আব্দুর রাজ্জাক।
৯০ মিনিটের সোশ্যাল ড্রামা জনরার এই ওয়েব ফিল্মে রয়েছে তিনটি গান। রাজু রাজের সিনেমাটোগ্রাফি ও জাহিদ নিরবের মিউজিকে দুর্দান্ত কিছু দেখবে দর্শক।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১১ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৯ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে