বিনোদন ডেস্ক
ভৌতিক সিনেমা ভুলভুলাইয়া ২-তে সবার পিলে চমকে দিয়ে এবার প্রেমের গল্প নিয়ে ফিরছেন বলিউডের মিষ্টি জুটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। সিনেমার নাম ‘সত্যপ্রেম কি কথা’। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন সামির বিদ্বানস। মুক্তি পাবে ২৯ জুন। মিউজিক্যাল রোমান্টিক গল্পের ‘সত্যপ্রেম কি কথা’য় কার্তিক আছেন সত্যপ্রেম চরিত্রে, আর কিয়ারা অভিনয় করেছেন কথা চরিত্রে। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ট্রেলার ও তিনটি গান। এবার সারপ্রাইজের পালা।
মুক্তির মাত্র কদিন আগে ‘সত্যপ্রেম কি কথা’য় নতুন চমক যোগ করছেন নির্মাতা সামির। জানা গেছে, কোক স্টুডিওর তুমুল আলোচিত গান ‘পাসুরি’ নতুনভাবে দেখা যাবে এ সিনেমায়। গতকাল টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমার জন্য পাসুরি গানটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আজ থেকে শুরু হবে গানের শুটিং। মুম্বাইয়ে দুই দিন গানটির শুটিংয়ে অংশ নেবেন কার্তিক-কিয়ারা।
পাসুরি কোক স্টুডিওর ১৪তম সিজনের গান। পাকিস্তানের দুই সংগীতশিল্পী আলি শেঠ ও শেই গিলের গাওয়া গানটি হয়ে উঠেছিল তখনকার ক্রেজ। শুধু পাকিস্তান নয়, ভারত, বাংলাদেশসহ সারা বিশ্বের সংগীতপ্রেমীদের নাড়া দিয়েছিল পাসুরি। উঠে এসেছিল গত বছরের গুগল সার্চে শীর্ষ অবস্থানে। এমনকি জনপ্রিয়তায় বিটিএসের বাটারসহ বিশ্ববিখ্যাত অনেক শিল্পীর গানকে পেছনে ফেলে দিয়েছিল পাসুরি। এ পর্যন্ত ইউটিউবে ৫৯৪ মিলিয়ন বার দেখা হয়েছে গানটি।
নির্মাতারা আশা করছেন, পাসুরির নতুন ভার্সন সিনেমাটির প্রচারণায় নতুন ম্যাজিক যোগ করবে। যেহেতু মিউজিক্যাল ফিল্ম, তাই গান এ সিনেমার প্রাণ। সেটার প্রমাণও পাওয়া গেছে প্রকাশিত তিনটি গানে। ‘নাসিব সে’, ‘গুজ্জু পাটাকা’ ও ‘সান সাজনি’ গানগুলো দর্শক-শ্রোতারা দারুণ পছন্দ করেছেন। পাসুরিসহ আরও দুটি গান আছে সিনেমায়। আরো অভিনয় করেছেন রাজপাল যাদব, গুজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, অনুরাধা পাটেল প্রমুখ।
ভৌতিক সিনেমা ভুলভুলাইয়া ২-তে সবার পিলে চমকে দিয়ে এবার প্রেমের গল্প নিয়ে ফিরছেন বলিউডের মিষ্টি জুটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। সিনেমার নাম ‘সত্যপ্রেম কি কথা’। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন সামির বিদ্বানস। মুক্তি পাবে ২৯ জুন। মিউজিক্যাল রোমান্টিক গল্পের ‘সত্যপ্রেম কি কথা’য় কার্তিক আছেন সত্যপ্রেম চরিত্রে, আর কিয়ারা অভিনয় করেছেন কথা চরিত্রে। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ট্রেলার ও তিনটি গান। এবার সারপ্রাইজের পালা।
মুক্তির মাত্র কদিন আগে ‘সত্যপ্রেম কি কথা’য় নতুন চমক যোগ করছেন নির্মাতা সামির। জানা গেছে, কোক স্টুডিওর তুমুল আলোচিত গান ‘পাসুরি’ নতুনভাবে দেখা যাবে এ সিনেমায়। গতকাল টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমার জন্য পাসুরি গানটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আজ থেকে শুরু হবে গানের শুটিং। মুম্বাইয়ে দুই দিন গানটির শুটিংয়ে অংশ নেবেন কার্তিক-কিয়ারা।
পাসুরি কোক স্টুডিওর ১৪তম সিজনের গান। পাকিস্তানের দুই সংগীতশিল্পী আলি শেঠ ও শেই গিলের গাওয়া গানটি হয়ে উঠেছিল তখনকার ক্রেজ। শুধু পাকিস্তান নয়, ভারত, বাংলাদেশসহ সারা বিশ্বের সংগীতপ্রেমীদের নাড়া দিয়েছিল পাসুরি। উঠে এসেছিল গত বছরের গুগল সার্চে শীর্ষ অবস্থানে। এমনকি জনপ্রিয়তায় বিটিএসের বাটারসহ বিশ্ববিখ্যাত অনেক শিল্পীর গানকে পেছনে ফেলে দিয়েছিল পাসুরি। এ পর্যন্ত ইউটিউবে ৫৯৪ মিলিয়ন বার দেখা হয়েছে গানটি।
নির্মাতারা আশা করছেন, পাসুরির নতুন ভার্সন সিনেমাটির প্রচারণায় নতুন ম্যাজিক যোগ করবে। যেহেতু মিউজিক্যাল ফিল্ম, তাই গান এ সিনেমার প্রাণ। সেটার প্রমাণও পাওয়া গেছে প্রকাশিত তিনটি গানে। ‘নাসিব সে’, ‘গুজ্জু পাটাকা’ ও ‘সান সাজনি’ গানগুলো দর্শক-শ্রোতারা দারুণ পছন্দ করেছেন। পাসুরিসহ আরও দুটি গান আছে সিনেমায়। আরো অভিনয় করেছেন রাজপাল যাদব, গুজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, অনুরাধা পাটেল প্রমুখ।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
১১ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
২০ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
২১ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
২১ ঘণ্টা আগে