বিনোদন প্রতিবেদক, ঢাকা
মারা গেছেন মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা মাসুম আজিজ। একুশে পদক পাওয়া এই অভিনেতা ও নির্দেশক ক্যানসারের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায়ও ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
অবশেষে আজ সোমবার বেলা সাড়ে ৩টায় পৃথিবী থেকে বিদায় নিলেন মাসুম আজিজ। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। মাসুম স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। মাসুম আজিজের মৃত্যুতে শোক নেমেছে দেশের বিনোদন অঙ্গনে।
আগামীকাল মঙ্গলবার অভিনেতার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, এরপর মাসুম আজিজের মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনার গ্রামের বাড়িতে। সেখানেই তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।’
প্রধানমন্ত্রী মাসুম আজিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মাসুম আজিজ অভিনয় শুরু করেন মঞ্চনাটকের মাধ্যমে। তখন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তেন। প্রথম টিভি নাটকে অভিনয় করেন ১৯৮৫ সালে। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ অনেক সিনেমায়ও দেখা গেছে মাসুম আজিজকে। ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি। ‘সনাতন গল্প’ নামে সরকারি অনুদানের একটি সিনেমা পরিচালনাও করেছেন মাসুম আজিজ। সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। ২০২২ সালে তিনি পান একুশে পদক।
মারা গেছেন মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা মাসুম আজিজ। একুশে পদক পাওয়া এই অভিনেতা ও নির্দেশক ক্যানসারের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায়ও ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
অবশেষে আজ সোমবার বেলা সাড়ে ৩টায় পৃথিবী থেকে বিদায় নিলেন মাসুম আজিজ। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। মাসুম স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। মাসুম আজিজের মৃত্যুতে শোক নেমেছে দেশের বিনোদন অঙ্গনে।
আগামীকাল মঙ্গলবার অভিনেতার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, এরপর মাসুম আজিজের মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনার গ্রামের বাড়িতে। সেখানেই তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।’
প্রধানমন্ত্রী মাসুম আজিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মাসুম আজিজ অভিনয় শুরু করেন মঞ্চনাটকের মাধ্যমে। তখন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তেন। প্রথম টিভি নাটকে অভিনয় করেন ১৯৮৫ সালে। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ অনেক সিনেমায়ও দেখা গেছে মাসুম আজিজকে। ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি। ‘সনাতন গল্প’ নামে সরকারি অনুদানের একটি সিনেমা পরিচালনাও করেছেন মাসুম আজিজ। সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। ২০২২ সালে তিনি পান একুশে পদক।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
১৪ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
১৫ ঘণ্টা আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
১৭ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
২০ ঘণ্টা আগে