জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৪ দিনের চলচ্চিত্র প্রদর্শনী শুরু

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ১৬: ৩১

আজ বুধবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৪ দিনের বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ১১ ডিসেম্বর পর্যন্ত চলমান প্রদর্শনীতে সমসাময়িক দেশি ও বিদেশি বাংলা চলচ্চিত্র দেখানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

তালিকায় থাকছে- পরিচালক তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’, আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’, রায়হান রাফীর ‘দামাল’ ও মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের আয়োজনে এই প্রদর্শনীতে ভারতীয় নির্মাতা রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির ‘কালকক্ষ’ চলচ্চিত্রও এখানে দেখানো হবে।

সভাপতি তানভীর আহমেদ বলেন-চলচ্চিত্র সংসদ আন্দোলনের মূল লক্ষ্য হলো সুষ্ঠু ধারার চলচ্চিত্রের দর্শক তৈরি করা। বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র সংস্কৃতি গড়ার জন্য বরাবরের মতো আমরা সিনেশো-এর আয়োজন করে থাকি।

প্রদর্শনী নিয়ে ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক নেহেরু রঞ্জন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চাই যে মানুষ সিনেমার সঙ্গে থাকুক, সিনেমাকে ভালোবাসুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের মাঝে চলচ্চিত্র সচেতনতা বৃদ্ধির জন্যই মূলত আমাদের এই আয়োজন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের মেন্টর ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক সামির আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ রকম চলচ্চিত্রের প্রদর্শনী প্রত্যেক মাসে একবার করা উচিত। দেশের বাইরে পড়াশোনা করবার সময় আমিও ফিল্ম ক্লাবের সদস্য ছিলাম। আমরা নিয়মিত এ রকম আয়োজন করতাম।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত