বিনোদন প্রতিবেদক, ঢাকা
ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মজার একটি পর্ব হচ্ছে মিউজিক্যাল ড্রামা। ইত্যাদির প্রতি পর্বেই থাকে নিত্যনতুন বিভিন্ন বিষয় নিয়ে এই আয়োজন। আয়-ব্যয় ও মূল্যবোধ নিয়ে দুটি মিউজিক্যাল ড্রামা নির্মিত হয়েছে এবারের ঈদের ইত্যাদির জন্য।
ছোটবেলায় অভিভাবকেরা সন্তানকে শিখিয়েছেন সত্য কথা বলতে, সৎপথে চলতে। বড় হয়ে সেই সন্তান যদি ভিন্ন পথে চলে, তাহলে কী হয়? এই বিষয়ে তৈরি হয়েছে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা। চার অভিভাবকের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম ও আল মামুন। দীর্ঘদিন পর এই অনুষ্ঠানের মাধ্যমে আবার টিভি পর্দায় উপস্থিত হচ্ছেন একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিশেষ দ্রষ্টব্য’র উপস্থাপক আল মামুন।
আরও একটি মিউজিক্যাল ড্রামায় দেখা যাবে, ঈদ এলে অনেকেই গ্রামের বাড়িতে কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ না করে চলে যান বিভিন্ন স্থানে ঘুরতে। কেউ যান দেশের বাইরে। অনেকে আবার স্বামীর আয় বিবেচনা না করে ঈদে চান দামি দামি উপহার। তাই অনেক স্বামী বাধ্য হন অবৈধ আয়ের দিকে পা বাড়াতে। এসব চিত্রই তুলে ধরা হয়েছে এই মিউজিক্যাল ড্রামাটিতে। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন।
এ ছাড়া এবারের ইত্যাদিতে গাইবেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে দুই শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন আট তরুণ বিট বক্সার।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।
ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মজার একটি পর্ব হচ্ছে মিউজিক্যাল ড্রামা। ইত্যাদির প্রতি পর্বেই থাকে নিত্যনতুন বিভিন্ন বিষয় নিয়ে এই আয়োজন। আয়-ব্যয় ও মূল্যবোধ নিয়ে দুটি মিউজিক্যাল ড্রামা নির্মিত হয়েছে এবারের ঈদের ইত্যাদির জন্য।
ছোটবেলায় অভিভাবকেরা সন্তানকে শিখিয়েছেন সত্য কথা বলতে, সৎপথে চলতে। বড় হয়ে সেই সন্তান যদি ভিন্ন পথে চলে, তাহলে কী হয়? এই বিষয়ে তৈরি হয়েছে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা। চার অভিভাবকের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম ও আল মামুন। দীর্ঘদিন পর এই অনুষ্ঠানের মাধ্যমে আবার টিভি পর্দায় উপস্থিত হচ্ছেন একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিশেষ দ্রষ্টব্য’র উপস্থাপক আল মামুন।
আরও একটি মিউজিক্যাল ড্রামায় দেখা যাবে, ঈদ এলে অনেকেই গ্রামের বাড়িতে কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ না করে চলে যান বিভিন্ন স্থানে ঘুরতে। কেউ যান দেশের বাইরে। অনেকে আবার স্বামীর আয় বিবেচনা না করে ঈদে চান দামি দামি উপহার। তাই অনেক স্বামী বাধ্য হন অবৈধ আয়ের দিকে পা বাড়াতে। এসব চিত্রই তুলে ধরা হয়েছে এই মিউজিক্যাল ড্রামাটিতে। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন।
এ ছাড়া এবারের ইত্যাদিতে গাইবেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে দুই শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন আট তরুণ বিট বক্সার।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম।
১২ ঘণ্টা আগেনয়নতারার জীবনকাহিনি নিয়ে তথ্যচিত্র বানিয়েছে নেটফ্লিক্স। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরি টেল’ নামের তথ্যচিত্রটি নয়নতারার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।
১৪ ঘণ্টা আগেকয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এলেন অযোধ্যার রাম মন্দিরের ১২০০ হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
১৫ ঘণ্টা আগেসুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন।
১৬ ঘণ্টা আগে