ডাবিং করতে গিয়ে পরিচয়, অতঃপর বিয়ে

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯: ৫৭
Thumbnail image
খালিদ হোসাইন অভি ও শারমীন জোহা শশী। ছবি: সংগৃহীত

আলোচিত কোরিয়ান ড্রামা ‘রিপ্লাই ১৯৯৮’ মিলিয়ে দিল শশী ও অভিকে। বছর দেড়েক আগে এ সিরিজের বাংলা ডাবিংয়ে কণ্ঠ দিয়েছিলেন অভিনেত্রী শারমীন জোহা শশী। সেই ডাবিং পরিচালনার দায়িত্বে ছিলেন খালিদ হোসাইন অভি। সেই পরিচয় থেকেই ভালো লাগা, বন্ধুত্ব এবং অবশেষে পরিণয়।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিয়ের পিঁড়িতে বসলেন শশী। অভিনেত্রী জানিয়েছেন, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। ভক্ত ও সহকর্মীদের কাছে দোয়া চেয়েছেন তিনি। শশী বলেন, ‘প্রায় দেড় বছর আগে আমাদের পরিচয়। এর মধ্যে আমাদের কথা হতো। চার-পাঁচ মাস আগে আমরা সিদ্ধান্ত নিই বিয়ে করার।’

শশী বলেন, ‘পরিচয়ের পরে অভি আমাকে আগে বিয়ের প্রস্তাব দেয়। সেটা সরাসরি বলে না। কিন্তু তার কথায় আমি বুঝে নিই বিয়ের কথা। একসময় আমিও বিয়ের বিষয়টি নিয়ে ভাবতে থাকি। বারবার নিজেদের মধ্যে কথা বলে আমাদের একে অন্যের কাছে নিজেদের যোগ্য মনে হয়েছে। দুজনই এমন লাইফ পার্টনার খুঁজছিলাম।’

শারমীন জোহা শশী অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছেন প্রায় দুই দশক ধরে। সপ্তম শ্রেণিতে পড়ার সময় প্রথম অভিনয় করেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘আয়শা মঙ্গল’ নাটকে। ২০০৫ সালে শশী ব্যাপক পরিচিতি পান সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় টুনি চরিত্রে অভিনয় করে। এরপর অল্প দিনেই টিভি নাটকের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। অনেক একক ও ধারাবাহিক নাটকে প্রশংসিত হয়েছে শশীর অভিনয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত