নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বরাবরই বৈচিত্র্যের সন্ধানে ছুটেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র টিম। সেই বৈচিত্র্যের পাশাপাশি দেশের ঐতিহ্যকে তুলে ধরতে সচেষ্ট নির্মাতা হানিফ সংকেত ও তাঁর দল। গত কয়েক বছর তাই ‘ইত্যাদি’র শুটিং আয়োজন করা হচ্ছে দুটো বিষয়কেই মাথায় রেখে।
সেই ধারাবাহিকতায় ইত্যাদির নতুন পর্বের শুটিং হলো ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬-এর ডিপোতে! ১৬ জুলাই ধারণ করা হয় এই পর্বটি। করোনার কারণে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে কোনো দর্শককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই হিসাবে এটিই হচ্ছে ‘ইত্যাদি’র দর্শকশূন্য প্রথম অনুষ্ঠান। অনুষ্ঠানের নির্মাতা হানিফ সংকেত জানিয়েছেন, মেট্রোরেলের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চে এই ধারণ অনুষ্ঠান চলে বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত।
অনুষ্ঠানে দুটি গান রয়েছে। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, মনোয়ার হোসেন টুটুলের সুরে সাবিনা ইয়াসমীন গেয়েছেন একটি দেশাত্মবোধক গান।
‘ইত্যাদি’র এবারের পর্বে ‘নয়া দামান’ গানটির প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিকিৎসকদের, যাঁদের নৃত্যে গানটি জনপ্রিয়তা পেয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পী তসিবাকেও।
সংগৃহীত কথা ও সুরে ‘ইত্যাদি’র এবারের পর্বে তসিবার কণ্ঠে একটি গান নতুনভাবে রেকর্ড করা হয়েছে। গানটির র্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান। সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা।
হানিফ সংকেত বলেন, ‘শিকড়ের সন্ধানে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরা হয় ‘ইত্যাদি’তে। পাশাপাশি গত তিন দশকেরও বেশি সময় ধরে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। সেই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্বে আমাদের স্বপ্নের মেট্রোরেলের ইতিহাস, অগ্রগতি, বিভিন্ন কারিগরি দিক, সুবিধাসমূহের ওপর রয়েছে তথ্যভিত্তিক তিনটি প্রতিবেদন।’
রয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রকৌশলী মো. আমিন উল্লাহর আরেকটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। থাকছে গ্রিসে ধারণকৃত অলিম্পিক স্টেডিয়ামের প্রায় ৩ হাজার বছরের পুরোনো ইতিহাস নিয়ে প্রতিবেদন।
‘ইত্যাদি’র নতুন পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৩০ জুলাই শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর।
নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে নাট্যাংশ। ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম।
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
বরাবরই বৈচিত্র্যের সন্ধানে ছুটেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র টিম। সেই বৈচিত্র্যের পাশাপাশি দেশের ঐতিহ্যকে তুলে ধরতে সচেষ্ট নির্মাতা হানিফ সংকেত ও তাঁর দল। গত কয়েক বছর তাই ‘ইত্যাদি’র শুটিং আয়োজন করা হচ্ছে দুটো বিষয়কেই মাথায় রেখে।
সেই ধারাবাহিকতায় ইত্যাদির নতুন পর্বের শুটিং হলো ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬-এর ডিপোতে! ১৬ জুলাই ধারণ করা হয় এই পর্বটি। করোনার কারণে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে কোনো দর্শককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই হিসাবে এটিই হচ্ছে ‘ইত্যাদি’র দর্শকশূন্য প্রথম অনুষ্ঠান। অনুষ্ঠানের নির্মাতা হানিফ সংকেত জানিয়েছেন, মেট্রোরেলের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চে এই ধারণ অনুষ্ঠান চলে বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত।
অনুষ্ঠানে দুটি গান রয়েছে। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, মনোয়ার হোসেন টুটুলের সুরে সাবিনা ইয়াসমীন গেয়েছেন একটি দেশাত্মবোধক গান।
‘ইত্যাদি’র এবারের পর্বে ‘নয়া দামান’ গানটির প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিকিৎসকদের, যাঁদের নৃত্যে গানটি জনপ্রিয়তা পেয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পী তসিবাকেও।
সংগৃহীত কথা ও সুরে ‘ইত্যাদি’র এবারের পর্বে তসিবার কণ্ঠে একটি গান নতুনভাবে রেকর্ড করা হয়েছে। গানটির র্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান। সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীরা।
হানিফ সংকেত বলেন, ‘শিকড়ের সন্ধানে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরা হয় ‘ইত্যাদি’তে। পাশাপাশি গত তিন দশকেরও বেশি সময় ধরে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। সেই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্বে আমাদের স্বপ্নের মেট্রোরেলের ইতিহাস, অগ্রগতি, বিভিন্ন কারিগরি দিক, সুবিধাসমূহের ওপর রয়েছে তথ্যভিত্তিক তিনটি প্রতিবেদন।’
রয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রকৌশলী মো. আমিন উল্লাহর আরেকটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। থাকছে গ্রিসে ধারণকৃত অলিম্পিক স্টেডিয়ামের প্রায় ৩ হাজার বছরের পুরোনো ইতিহাস নিয়ে প্রতিবেদন।
‘ইত্যাদি’র নতুন পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৩০ জুলাই শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর।
নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে নাট্যাংশ। ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম।
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৩ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
৮ ঘণ্টা আগে