বিনোদন প্রতিবেদক, ঢাকা
আবারও ঢাকার মঞ্চে দেখা যাবে ‘রিমান্ড’। আগামীকাল শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে পর পর হৃৎমঞ্চ প্রযোজিত নাটকটির দুটি মঞ্চায়ন হবে।
‘রিমান্ড’ নাটকের রচয়িতা শুভাশিস সিনহা, মঞ্চে নির্দেশনাও দিয়েছেন তিনি। নাটকে লেখকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূরকে, আর গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে আছেন জ্যোতি সিনহা।
আরও অভিনয় করছেন কামালউদ্দিন কবির, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, সজিব হোসেন, বর্ষা রহমান, সৌম্য সিংহ, শাকিল আহমেদ।
নাগরিক নাট্যসম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় গত জানুয়ারিতে নাটকটি মঞ্চে আসে। ইতিমধ্যে নাটকটির ৫টি মঞ্চায়ন হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে-রিমান্ড কক্ষে বসে আছেন একজন লেখক। তাকে জেরা করছেন পুলিশ কর্মকর্তা। টান টান উত্তেজনায় চলা জেরা পর্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ‘রিমান্ড’ নাটকের কাহিনি।
নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা বলেন, নাটকটির মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ড কক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্যরকম দর্শন উন্মোচিত হয়, যা মঞ্চে এসে দর্শককে দেখার আমন্ত্রণ জানাই।
‘রিমান্ড’ নাটকটির মঞ্চ পরিকল্পনা করছেন কামালউদ্দিন কবির। আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, সহযোগী আসলাম অরণ্য, সাইফ মণ্ডল, পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা। দ্রব্যসামগ্রী পরিকল্পনায় আছেন শাহনাজ জাহান। প্রযোজনা ব্যবস্থাপনায় পাভেল রহমান। প্রকাশনা ব্যবস্থাপনায় অপু মেহেদী। পোস্টার সজলকান্তি সিংহ।
আবারও ঢাকার মঞ্চে দেখা যাবে ‘রিমান্ড’। আগামীকাল শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে পর পর হৃৎমঞ্চ প্রযোজিত নাটকটির দুটি মঞ্চায়ন হবে।
‘রিমান্ড’ নাটকের রচয়িতা শুভাশিস সিনহা, মঞ্চে নির্দেশনাও দিয়েছেন তিনি। নাটকে লেখকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খ্যাতিমান অভিনেতা আসাদুজ্জামান নূরকে, আর গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে আছেন জ্যোতি সিনহা।
আরও অভিনয় করছেন কামালউদ্দিন কবির, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, সজিব হোসেন, বর্ষা রহমান, সৌম্য সিংহ, শাকিল আহমেদ।
নাগরিক নাট্যসম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় গত জানুয়ারিতে নাটকটি মঞ্চে আসে। ইতিমধ্যে নাটকটির ৫টি মঞ্চায়ন হয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে-রিমান্ড কক্ষে বসে আছেন একজন লেখক। তাকে জেরা করছেন পুলিশ কর্মকর্তা। টান টান উত্তেজনায় চলা জেরা পর্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ‘রিমান্ড’ নাটকের কাহিনি।
নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা বলেন, নাটকটির মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ড কক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্যরকম দর্শন উন্মোচিত হয়, যা মঞ্চে এসে দর্শককে দেখার আমন্ত্রণ জানাই।
‘রিমান্ড’ নাটকটির মঞ্চ পরিকল্পনা করছেন কামালউদ্দিন কবির। আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, সহযোগী আসলাম অরণ্য, সাইফ মণ্ডল, পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা। দ্রব্যসামগ্রী পরিকল্পনায় আছেন শাহনাজ জাহান। প্রযোজনা ব্যবস্থাপনায় পাভেল রহমান। প্রকাশনা ব্যবস্থাপনায় অপু মেহেদী। পোস্টার সজলকান্তি সিংহ।
এখনো ঘটনার কোনো সুরাহা না হলেও সাইফের ওপর এ হামলা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তদন্তে নেমে পুলিশ সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ‘সদগুরু শরণ’ নামের যে অ্যাপার্টমেন্টে সাইফ-কারিনার বাস, সেখানকার ৯ থেকে ১২ তলা তাঁদের। কিন্তু সেখানে আলাদা কোনো সার্ভেল্যান্স ক্যামেরাই নেই।
৬ ঘণ্টা আগেএবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
১৪ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
১৬ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
১৬ ঘণ্টা আগে