বিজ্ঞপ্তি
কানাডার টরন্টোতে ১ ডিসেম্বর বাংলা গানের কনসার্ট হতে যাচ্ছে। মার্কহ্যামের ‘পিপলস থিয়েটার অব পারফর্মিং আর্টস’ অডিটোরিয়ামে আয়োজিত এই কনসার্টের নাম নস্টালজিয়া আনপ্লাগড।
কনসার্টে প্রথমবারের মতো বাংলা ব্যান্ড মিউজিক জগতের দুই কিংবদন্তি ‘ওয়ারফেইজ’ ব্যান্ডের বাবনা করিম এবং ‘উইনিং’ ব্যান্ডের চন্দন একসঙ্গে অংশগ্রহণ করছেন। বাবনা জানান, ‘অনেক দিন ধরে চন্দন আর আমি প্ল্যান করছিলাম একটা আনপ্লাগড শো করার, যেখানে আমরা মিলে-মিশে প্রিয় সব গান করব। টরন্টোর সংগীতপ্রেমী দর্শক-শ্রোতাদের অনেক সুনাম শুনেছি। তাই টরন্টোতে এই কনসার্টটা করতে যাচ্ছি বলে আমিও ভীষণ এক্সাইটেড।’
নস্টালজিয়া আনপ্লাগডে স্টেজ মাতাতে আরও থাকছে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যান্ড ‘শূন্য’ আর টরন্টোর আলোড়ন জাগানো শিল্পী রাজীব চৌধুরী। শূন্যের ভোকাল এমিল জানান, শূন্য একদম নতুনভাবে, নতুন কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে হাজির হবে এই কনসার্টে। শূন্যকে এভাবে হয়তো আগে কেউ কখনো দেখেনি।
টরন্টোতে অঞ্জন দত্তের সঙ্গে সফল কনসার্টের পর রাজীব চৌধুরি সাম্প্রতিক সময়ে কানাডিয়ান ভারতীয় এবং বাংলাদেশি সংগীতপ্রেমীদের মধ্যে এক জনপ্রিয় নাম। এই কনসার্টে রাজীবের উপস্থিতি পুরো আয়োজনে অতীত ও বর্তমানের মধ্যে এক চমৎকার মিউজিক্যাল ফিউশন তৈরি করবে। বাংলাদেশি সংগীতের ঐতিহ্য উদ্যাপনে বাবনা, চন্দন এবং শূন্যের সঙ্গে তিনিও যোগ দিচ্ছেন কনসার্টে।
কনসার্টে মিউজিশিয়ানদের মধ্যে থাকছে পার্কেশনে রাজীব আর সজীব, গিটারে অর্ণব, বেজ গিটারে পল এবং কিবোর্ডে নিউ ইয়র্ক থেকে আসা রাজীব রহমান।
ইতিমধ্যে কনসার্টের প্রায় অর্ধেক টিকিট বিক্রি হয়ে গেছে। এ বিষয়ে আয়োজক সাউন্ড অব মিউজিক টরন্টোর অন্যতম কর্ণধার রাজিয়া সুলতানা শুক্তি বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি টরন্টোর বাংলা গান প্রেমী মানুষদের নতুন এবং মানসম্মত কিছু উপহার দিতে। তাই আমাদের শো সব সময় পুরোপুরি সোল্ড আউট থাকে এবং দর্শকেরা মন ভরে অনুষ্ঠান উপভোগ করে। এবারের লাইন আপ, ভেন্যু, সাউন্ড-সবকিছু নিয়ে আমরা ভীষণ আশাবাদী। টরন্টোবাসী শীতের শুরুতে একটি অসাধারণ অনুষ্ঠান উপহার পেতে যাচ্ছে।
দেশ থেকে ১৩ হাজার কিলোমিটার দূরের টরন্টোবাসীরাও অধীর অপেক্ষায় প্রহর গুনছে গরম চায়ের ধোঁয়ার সঙ্গে ‘অবাক ভালোবাসা’, ‘হৃদয় জুড়ে’ আর ‘শোনো মহাজন’ এ গলা মিলিয়ে স্মৃতির পাতায় ঘুরে আসতে।
কানাডার টরন্টোতে ১ ডিসেম্বর বাংলা গানের কনসার্ট হতে যাচ্ছে। মার্কহ্যামের ‘পিপলস থিয়েটার অব পারফর্মিং আর্টস’ অডিটোরিয়ামে আয়োজিত এই কনসার্টের নাম নস্টালজিয়া আনপ্লাগড।
কনসার্টে প্রথমবারের মতো বাংলা ব্যান্ড মিউজিক জগতের দুই কিংবদন্তি ‘ওয়ারফেইজ’ ব্যান্ডের বাবনা করিম এবং ‘উইনিং’ ব্যান্ডের চন্দন একসঙ্গে অংশগ্রহণ করছেন। বাবনা জানান, ‘অনেক দিন ধরে চন্দন আর আমি প্ল্যান করছিলাম একটা আনপ্লাগড শো করার, যেখানে আমরা মিলে-মিশে প্রিয় সব গান করব। টরন্টোর সংগীতপ্রেমী দর্শক-শ্রোতাদের অনেক সুনাম শুনেছি। তাই টরন্টোতে এই কনসার্টটা করতে যাচ্ছি বলে আমিও ভীষণ এক্সাইটেড।’
নস্টালজিয়া আনপ্লাগডে স্টেজ মাতাতে আরও থাকছে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যান্ড ‘শূন্য’ আর টরন্টোর আলোড়ন জাগানো শিল্পী রাজীব চৌধুরী। শূন্যের ভোকাল এমিল জানান, শূন্য একদম নতুনভাবে, নতুন কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে হাজির হবে এই কনসার্টে। শূন্যকে এভাবে হয়তো আগে কেউ কখনো দেখেনি।
টরন্টোতে অঞ্জন দত্তের সঙ্গে সফল কনসার্টের পর রাজীব চৌধুরি সাম্প্রতিক সময়ে কানাডিয়ান ভারতীয় এবং বাংলাদেশি সংগীতপ্রেমীদের মধ্যে এক জনপ্রিয় নাম। এই কনসার্টে রাজীবের উপস্থিতি পুরো আয়োজনে অতীত ও বর্তমানের মধ্যে এক চমৎকার মিউজিক্যাল ফিউশন তৈরি করবে। বাংলাদেশি সংগীতের ঐতিহ্য উদ্যাপনে বাবনা, চন্দন এবং শূন্যের সঙ্গে তিনিও যোগ দিচ্ছেন কনসার্টে।
কনসার্টে মিউজিশিয়ানদের মধ্যে থাকছে পার্কেশনে রাজীব আর সজীব, গিটারে অর্ণব, বেজ গিটারে পল এবং কিবোর্ডে নিউ ইয়র্ক থেকে আসা রাজীব রহমান।
ইতিমধ্যে কনসার্টের প্রায় অর্ধেক টিকিট বিক্রি হয়ে গেছে। এ বিষয়ে আয়োজক সাউন্ড অব মিউজিক টরন্টোর অন্যতম কর্ণধার রাজিয়া সুলতানা শুক্তি বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি টরন্টোর বাংলা গান প্রেমী মানুষদের নতুন এবং মানসম্মত কিছু উপহার দিতে। তাই আমাদের শো সব সময় পুরোপুরি সোল্ড আউট থাকে এবং দর্শকেরা মন ভরে অনুষ্ঠান উপভোগ করে। এবারের লাইন আপ, ভেন্যু, সাউন্ড-সবকিছু নিয়ে আমরা ভীষণ আশাবাদী। টরন্টোবাসী শীতের শুরুতে একটি অসাধারণ অনুষ্ঠান উপহার পেতে যাচ্ছে।
দেশ থেকে ১৩ হাজার কিলোমিটার দূরের টরন্টোবাসীরাও অধীর অপেক্ষায় প্রহর গুনছে গরম চায়ের ধোঁয়ার সঙ্গে ‘অবাক ভালোবাসা’, ‘হৃদয় জুড়ে’ আর ‘শোনো মহাজন’ এ গলা মিলিয়ে স্মৃতির পাতায় ঘুরে আসতে।
দীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
৬ ঘণ্টা আগেপারিশ্রমিক বিষয়ক জটিলতার কারণে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আইটেম গানে পারফর্মের প্রস্তাব ফিরিয়ে দেন শ্রদ্ধা কাপুর। এবার খবর পাওয়া গেল, ‘ওয়ার ২’ সিনেমার আইটেম গানে নাচবেন তিনি।
৬ ঘণ্টা আগেবলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাঁরা বরাবরই তাঁদের সম্পর্কের রসায়ন ও পারস্পরিক সমর্থনের মাধ্যমে ‘কাপল গোলস’ তৈরি করেছেন। তবে সম্প্রতি তাঁদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছে। আম্বানি পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে দুজন পৃথকভাবে উপস্থিত হওয়ার পর থেকে সেই গুজব আরও ডালাপালা...
৯ ঘণ্টা আগেশুটিং সেটে আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। বুধবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এমন অভিযোগ তোলেন এই অভিনেত্রী...
১০ ঘণ্টা আগে