বিনোদন প্রতিবেদক, ঢাকা
গানের মানুষ হিসেবেই বেশি পরিচিত শায়ান চৌধুরী অর্ণব। তিনি গান লেখেন, তাতে সুর দেন, সংগীত পরিচালনা করেন এবং সেই গান তুলে নেন কণ্ঠে। চিত্রশিল্পী হিসেবেও সুনাম রয়েছে তাঁর। এবার অর্ণবের নামের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন পরিচিতি। এবারের একুশে বইমেলায় প্রথমবারের মতো লেখক হিসেবে হাজির হচ্ছেন তিনি।
বইটির নাম রাখা হয়েছে অর্ণবের জনপ্রিয় গানের নামানুসারে। ‘হোক কলরব’ নামের গীতিকবিতার বইটি প্রকাশ করবে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন অর্ণবের বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরী। জানা গেছে, অর্ণবের সুর করা গানগুলো স্থান পেয়েছে এতে। সঙ্গে থাকছে গান তৈরির পেছনের গল্প। বিদেশি শ্রোতাদের কাছে পৌঁছাতে বাংলার পাশাপাশি রাখা হয়েছে প্রতিটি গানের ইংরেজি অনুবাদ।
বইটি নিয়ে অর্ণব বলেন, ‘অনেক দিন ধরে ইচ্ছা ছিল সবার জন্য আমার সুর করা গান নিয়ে একটা বই বের করব ইংরেজি ট্রান্সলেশনসহ, যাতে সব শ্রোতা আমার গানগুলোর সঙ্গে আরও বেশি রিলেট করতে পারে। এ বছর অমর একুশে বইমেলায় আসছে আমার সুর করা গানের বই হোক কলরব।’
বইটি সম্পর্কে প্রকাশক জানিয়েছেন, ‘একজন শিল্পীকে আলাদা করে তাঁর বায়োগ্রাফি লিখতে হয় না। নিজের তৈরি শিল্পের মধ্যে তাঁর জীবনের সমস্তটা লুকিয়ে থাকে। হোক কলরব বইটিও তেমন এক পরোক্ষ বায়োগ্রাফি, যেখানে গানের ভাষায় অর্ণবের জীবনটা গুটিগুটি অক্ষরে ছাপানো হয়েছে। বইটির দাম ৩৫০ টাকা। এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে বইয়ের প্রি-বুকিং।’
গানের মানুষ হিসেবেই বেশি পরিচিত শায়ান চৌধুরী অর্ণব। তিনি গান লেখেন, তাতে সুর দেন, সংগীত পরিচালনা করেন এবং সেই গান তুলে নেন কণ্ঠে। চিত্রশিল্পী হিসেবেও সুনাম রয়েছে তাঁর। এবার অর্ণবের নামের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন পরিচিতি। এবারের একুশে বইমেলায় প্রথমবারের মতো লেখক হিসেবে হাজির হচ্ছেন তিনি।
বইটির নাম রাখা হয়েছে অর্ণবের জনপ্রিয় গানের নামানুসারে। ‘হোক কলরব’ নামের গীতিকবিতার বইটি প্রকাশ করবে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন অর্ণবের বাবা চিত্রশিল্পী স্বপন চৌধুরী। জানা গেছে, অর্ণবের সুর করা গানগুলো স্থান পেয়েছে এতে। সঙ্গে থাকছে গান তৈরির পেছনের গল্প। বিদেশি শ্রোতাদের কাছে পৌঁছাতে বাংলার পাশাপাশি রাখা হয়েছে প্রতিটি গানের ইংরেজি অনুবাদ।
বইটি নিয়ে অর্ণব বলেন, ‘অনেক দিন ধরে ইচ্ছা ছিল সবার জন্য আমার সুর করা গান নিয়ে একটা বই বের করব ইংরেজি ট্রান্সলেশনসহ, যাতে সব শ্রোতা আমার গানগুলোর সঙ্গে আরও বেশি রিলেট করতে পারে। এ বছর অমর একুশে বইমেলায় আসছে আমার সুর করা গানের বই হোক কলরব।’
বইটি সম্পর্কে প্রকাশক জানিয়েছেন, ‘একজন শিল্পীকে আলাদা করে তাঁর বায়োগ্রাফি লিখতে হয় না। নিজের তৈরি শিল্পের মধ্যে তাঁর জীবনের সমস্তটা লুকিয়ে থাকে। হোক কলরব বইটিও তেমন এক পরোক্ষ বায়োগ্রাফি, যেখানে গানের ভাষায় অর্ণবের জীবনটা গুটিগুটি অক্ষরে ছাপানো হয়েছে। বইটির দাম ৩৫০ টাকা। এরই মধ্যে অনলাইনে শুরু হয়েছে বইয়ের প্রি-বুকিং।’
‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব শিল্পী শেখ হাসিনার পক্ষে নিজেদের কর্মসূচি নিয়ে আলাপ–আলোচনা করেন। সেই গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় গত ৩ সেপ্টেম্বর। একটি স্ক্রিনশটে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস আন্দোলনকারীদের গায়ে ‘গরম জল’ ঢেলে দেওয়ার পরামর্শ দেন!
৩ ঘণ্টা আগেহলিউডের টম হল্যান্ড ও জেনডায়া এরই মধ্যে বাগদানের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা সম্পর্কে আছেন। তবে এ ঘোষণার আগে টম হল্যান্ডের একটি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই সাক্ষাৎকারে তিনি পরিবারের জন্য অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান।
৫ ঘণ্টা আগেবায়োপিকটির পরিচালনায় ও অভিনয়ে রয়েছেন কঙ্গনা রনৌত। মুক্তির আগে সব প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। ইতিমধ্যে সিনেমাটি দেখার জন্য রাজনীতিবিদ প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ পেয়ে কী বললেন প্রিয়াঙ্কা? কঙ্গনা রনৌত, বলিউড, সিনেমা, অভিনেত্রী, ইন্দিরা গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, বিনোদন
১০ ঘণ্টা আগেইন্ডাস্ট্রিতে রজত জয়ন্তী উপলক্ষে মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেতা। সেখানে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেয়ার করেন ব্যক্তিগত জীবনের কথা। কী তথ্য জানালের বলিউডে হার্টথ্রব এই অভিনেতা?
১২ ঘণ্টা আগে