বিনোদন প্রতিবেদক
দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সফরের ফাঁকে তিনি গিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও জলের গান ব্যান্ড দলের প্রধান রাহুল আনন্দের বাড়িতে। একে তো ৩৩ বছর পর বাংলাদেশ সফরে এসেছেন ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট আর তিনি আবার গেছেন তাঁর বাসায়, স্টুডিওতে। শিল্প-সাহিত্যে সমৃদ্ধ দেশ ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলা গান ও বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাহুল আনন্দ।
গতকাল রোববার রাতে মাখোঁ রাজধানীর ধানমন্ডিতে জলের গানের বাড়ি ও স্টুডিও পরিদর্শন করেছেন। বাড়ির সামনে ফুল দিয়ে করা আলপনায় হাত বুলিয়ে দেখেন মাখোঁ। এরপর দেশীয় বিভিন্ন যন্ত্র ও গানের সঙ্গে পরিচিত হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এক ঘণ্টা ৪০ মিনিট সেখানে অবস্থান করেন ফ্রান্সের এ প্রেসিডেন্ট।
এ বিষয়ে রাহুল আনন্দ আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমি তাঁকে গান শোনানোর অপেক্ষায় আছি। আমার বাড়ি তাঁর জন্য সাজছে।’
জলের গানের অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা যায়, অভ্যর্থনায় রাহুল আনন্দ বলেন, ‘ফ্রান্সের একজন সংগীতশিল্পী, বাংলাদেশের একজন শিল্পীর বাড়ি এসেছে, এ এক পরম পাওয়া।’
রাহুল দেশীয় কিছু বাদ্যযন্ত্রের সঙ্গে মাখোঁকে পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রেসিডেন্টও পরম আগ্রহে সেগুলো দেখছেন। হাতে তুলে নেন একতারা। পরে তাঁকে একতারা বাজিয়ে শোনান বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পী।
গতকাল রোববার রাত ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাখোঁ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পূর্ব ঘোষণা অনুয়ায়ী ঢাকায় নেমে আনুষ্ঠানিকতা শেষে, একফাঁকে জলের গানের প্রধান গায়ক রাহুল আনন্দের বাসায় যাওয়ার কথা ছিল তাঁর।
মূলত যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্বন্ধে জানতে শিল্পীদের স্টুডিও পরিদর্শন করেন শিল্পসমৃদ্ধ দেশ ফ্রান্সের এ প্রেসিডেন্ট। এটি ছিল এরই অংশ। ইমানুয়েল মাখোঁ নিজেও একজন প্রসিদ্ধ গিটারবাদক।
ফ্রান্সের প্রেসিডেন্টের এই সফরে তাঁর সঙ্গী হিসেবে অন্যদের মধ্যে রয়েছেন দেশটির ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কলোন্না।
দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সফরের ফাঁকে তিনি গিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও জলের গান ব্যান্ড দলের প্রধান রাহুল আনন্দের বাড়িতে। একে তো ৩৩ বছর পর বাংলাদেশ সফরে এসেছেন ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট আর তিনি আবার গেছেন তাঁর বাসায়, স্টুডিওতে। শিল্প-সাহিত্যে সমৃদ্ধ দেশ ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলা গান ও বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাহুল আনন্দ।
গতকাল রোববার রাতে মাখোঁ রাজধানীর ধানমন্ডিতে জলের গানের বাড়ি ও স্টুডিও পরিদর্শন করেছেন। বাড়ির সামনে ফুল দিয়ে করা আলপনায় হাত বুলিয়ে দেখেন মাখোঁ। এরপর দেশীয় বিভিন্ন যন্ত্র ও গানের সঙ্গে পরিচিত হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এক ঘণ্টা ৪০ মিনিট সেখানে অবস্থান করেন ফ্রান্সের এ প্রেসিডেন্ট।
এ বিষয়ে রাহুল আনন্দ আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘আমি তাঁকে গান শোনানোর অপেক্ষায় আছি। আমার বাড়ি তাঁর জন্য সাজছে।’
জলের গানের অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা যায়, অভ্যর্থনায় রাহুল আনন্দ বলেন, ‘ফ্রান্সের একজন সংগীতশিল্পী, বাংলাদেশের একজন শিল্পীর বাড়ি এসেছে, এ এক পরম পাওয়া।’
রাহুল দেশীয় কিছু বাদ্যযন্ত্রের সঙ্গে মাখোঁকে পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রেসিডেন্টও পরম আগ্রহে সেগুলো দেখছেন। হাতে তুলে নেন একতারা। পরে তাঁকে একতারা বাজিয়ে শোনান বাংলাদেশের জনপ্রিয় এই শিল্পী।
গতকাল রোববার রাত ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মাখোঁ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পূর্ব ঘোষণা অনুয়ায়ী ঢাকায় নেমে আনুষ্ঠানিকতা শেষে, একফাঁকে জলের গানের প্রধান গায়ক রাহুল আনন্দের বাসায় যাওয়ার কথা ছিল তাঁর।
মূলত যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি সম্বন্ধে জানতে শিল্পীদের স্টুডিও পরিদর্শন করেন শিল্পসমৃদ্ধ দেশ ফ্রান্সের এ প্রেসিডেন্ট। এটি ছিল এরই অংশ। ইমানুয়েল মাখোঁ নিজেও একজন প্রসিদ্ধ গিটারবাদক।
ফ্রান্সের প্রেসিডেন্টের এই সফরে তাঁর সঙ্গী হিসেবে অন্যদের মধ্যে রয়েছেন দেশটির ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কলোন্না।
গত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
২ ঘণ্টা আগেগত মার্চে প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যায় ব্যান্ড সোলস। সেই সফরে ছিলেন না ভোকাল নাসিম আলী খান। সেই সময় গুঞ্জন উঠেছিল, সোলসের সঙ্গে ৪৫ বছরের সম্পর্কের ইতি টানছেন কণ্ঠশিল্পী নাসিম।
২ ঘণ্টা আগেদীর্ঘ ১৫ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন সংগীতশিল্পী আগুন। অনুষ্ঠানের নাম ‘আগুন ঝরা সন্ধ্যা’। এরই মধ্যে দুটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।
১৩ ঘণ্টা আগেপারিশ্রমিক বিষয়ক জটিলতার কারণে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় আইটেম গানে পারফর্মের প্রস্তাব ফিরিয়ে দেন শ্রদ্ধা কাপুর। এবার খবর পাওয়া গেল, ‘ওয়ার ২’ সিনেমার আইটেম গানে নাচবেন তিনি।
১৩ ঘণ্টা আগে