Ajker Patrika

আফরান নিশো গাইলেন নিজের সিনেমার গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২১: ২১
গানে কণ্ঠ দিচ্ছেন আফরান নিশো। ছবি: চরকির সৌজন্যে
গানে কণ্ঠ দিচ্ছেন আফরান নিশো। ছবি: চরকির সৌজন্যে

অভিনয়ে নিয়মিত হওয়ার আগে টুকটাক গান করতেন আফরান নিশো। এখনো শুটিংয়ের অবসরে প্রায়ই গিটার নিয়ে বসে যান গান করতে। নাটকের গানেও পাওয়া গেছে তাঁকে। এবার নিজের সিনেমার গানে কণ্ঠ দিলেন আফরান নিশো। ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন তিনি। আজ বুধবার রাত ৮টায় চরকি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

‘তোমাদের চোখে দাগি/ সমাজের চোখে দাগি/ যতবার খুশি মারো, ততবার জাগি’—এমন কথায় গানটি লিখেছেন রাসেল মাহমুদ। সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানটিতে নিশোর সঙ্গে নিধিও কণ্ঠ দিয়েছেন।

গানটিতে আফরান নিশোর কণ্ঠ দেওয়ার পরিকল্পনাটি হঠাৎ করে। নিশো বলেন, ‘প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়, এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়!’

গানটি লেখা হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকে। তাই সংশ্লিষ্টরা চেয়েছেন দাগি সিনেমার দাগি যে, তার কণ্ঠেই গানটি সবচেয়ে বেশি মানায়। নিশো বলেন, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার যৌক্তিক কারণ ছিল বলে আমি গাইতে রাজি হই। আরও কিছু সংযোজন-বিয়োজনের পর গানটিতে ভয়েস দিই।’

শ্রোতা-দর্শকেরা গানটিতে নতুন কিছু পাবেন এবং তাঁদের ভালো লাগবে বলে আশাবাদী নিশো। রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দাগি। পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে নিশোর নায়িকা তমা মির্জা।

সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায় হয়েছে দাগির শুটিং। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও সহপ্রযোজনায় আছে চরকি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত