‘মা-বাবার বিচ্ছেদের সিদ্ধান্ত ঠিকই ছিল’, মুখ খুললেন আমিরপুত্র জুনায়েদ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১০: ০৭
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১২: ২০
Thumbnail image
আমির খান, জুনায়েদ ও রিনা দত্ত। ছবি: সংগৃহীত

২২ বছর আগে দাম্পত্যে ইতি টেনেছেন বলিউড সুপারস্টার আমির খানি ও রিনা দত্ত। কিন্তু সন্তানদের স্বার্থে তাঁদের ব্যক্তিগত বলে কিছু ছিল না। প্রয়োজন অনুযায়ী বাবা-মাকে এক সঙ্গে পেয়েছেন তাঁরা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন আমিরপুত্র জুনায়েদ খান। শুধু তাই নয়, তিনি মনে করেন-তাঁর বাবা-মা যা করেছেন, ঠিকই করেছেন।

বাবা-মা দুজনেই ভালো মানুষ। কিন্তু দুজন ভালো মানুষ একসঙ্গেই ভালো থাকবেন, এমন কোনো নিশ্চয়তা নেই। এমনই মনে করেন আমির-পুত্র জুনায়েদ খান। শৈশবেই দেখেছেন বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছেন। সেই অভিজ্ঞতা নিয়ে সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই অভিনেতা।

২০০২ সালে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন আমির খান ও রিনা দত্ত। সেই সময়ে জুনায়েদের বয়স মাত্র আট। বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে জুনায়েদ বলেন, ‘ভালো হয়েছিল, বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছিলেন। তখন বোধ হয় আমার বয়স মাত্র ৮। কিন্তু আমাদের বুঝতেই দেননি যে তাঁরা আলাদা। ১৯ বছর বয়স পর্যন্ত তাঁদের আমি ঝগড়া করতে দেখিনি। আমার ১৯ বছর বয়সেই প্রথম তাঁদের ঝগড়া করতে দেখি। এর আগে ওদের কোনো বিষয় নিয়ে লড়তে দেখিনি। আমার ও ইরার (জুনায়েদের বোন) বিষয়ে তাঁরা এক হয়ে আমাদের পাশে থেকেছেন।’

আমিরপুত্র জুনায়েদ ও আমির খান। ছবি: সংগৃহীত
আমিরপুত্র জুনায়েদ ও আমির খান। ছবি: সংগৃহীত

মতভেদ বা ঝগড়াঝাঁটি না হলেও তাদের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্তটা ঠিকই ছিল বলে মনে করেন জুনায়েদ। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘তাঁরা যা করেছেন, ঠিকই করেছেন। যথেষ্ট পরিণতবোধ ছিল তাঁদের। দুজন ভালো মানুষ একসঙ্গেও ভালো থাকবে, এমন নয়। ভাগ্যিস দুজনের বিচ্ছেদ হয়েছিল। আমি অন্তত শৈশবে বাবা-মা দুজনকেই আমি সুখী দেখেছি, এটাই বড় কথা।’

বিচ্ছেদ হলেও বাবা-মায়ের মধ্যে সব সময় যোগাযোগ আছে বলে জানান জুনায়েদ খান। প্রায়ই পরিবারের সকলে একত্রিত হন তারা। তিনি বলেন, ‘আমরা প্রায়ই দেখা করি। আমরা প্রত্যেকেই খুব কাছাকাছি থাকি। প্রতি মঙ্গলবার সন্ধ্যায় আমরা একসঙ্গে চা পান করি।’

২০২৪ সালে বলিউডে পা রেখেছেন জুনায়েদ। ‘মহারাজ’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত