Ajker Patrika

গোলাম মামুন নিয়ে দ্বিধায় ছিলেন নির্মাতা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুন ২০২৪, ১৯: ৩৮
গোলাম মামুন নিয়ে দ্বিধায় ছিলেন নির্মাতা

গত বছর মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। চলচ্চিত্রের এক নায়কের হত্যা রহস্য উদ্‌ঘাটনে নামে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন। এবার নির্মিত হয়েছে বুকের মধ্যে আগুনের স্পিনঅফ ‘গোলাম মামুন’। অপরাধীকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজেই অপরাধী। নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না। আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াতে হচ্ছে মামুনকে। গোলাম মামুন চরিত্রে যথারীতি আছেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে বদলে গেছে পরিচালক। বুকের মধ্যে আগুন বানিয়েছিলেন তানিম রহমান অংশু। এবার পরিচালকের চেয়ারে বসেছেন শিহাব শাহীন।

প্রথমে এই সিরিজটি নিয়ে দ্বিধায় ছিলেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘অন্য আরেকজন নির্মাতার সিরিজ থেকে স্পিনঅফ নির্মাণ করাটা অবশ্যই চ্যালেঞ্জের। আমাকে যখন সিরিজটি নির্মাণের প্রস্তাব দেওয়া হলো আমি দ্বিধায় ছিলাম। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কয়েকবার অনুরোধ করার পর নির্মাতা তানিম রহমান অংশুর সঙ্গে কথা বলি এবং সে সম্মতি দেয়। এরপরই কাজটা করি। গোলাম মামুন একদমই নতুন গল্প, নতুন সিরিজ। আগের সিরিজ থেকে শুধু চরিত্রটি নিয়েছি এবং সেটাকে আমার মতো করে নির্মাণ করেছি।’

নির্মাতা শিহাব শাহীন। ছবি: সংগৃহীতশিহাব শাহীন আরও বলেন, ‘এখানে যাঁরা অভিনয় করেছেন প্রত্যেকেই দারুণভাবে আমার প্রত্যাশা পূরণ করেছেন। কারও প্রতি অভিযোগের আঙুল তোলার সুযোগ রাখেননি কেউ। অপূর্বর কথা বলি, সে তার দুই শত ভাগ অ্যাফোর্ট দিয়ে কাজটি করেছে। ট্রেনিং, রিহার্সাল এবং শুটিংয়ের পেছনে যে পরিমাণ সময় দিয়েছে, খেটেছে সেটা অভাবনীয়। সবাই তাদের সাধ্যমতো প্রাণবন্ত সময় এবং অ্যাফোর্ট দিয়েছেন।’

গোলাম মামুন সিরিজে অপূর্বের সঙ্গে আছেন সাবিলা নূর। তিনিও অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, সুষমা সরকার, শার্লিন ফারজানা, নাজমুস সাকিব, রাশেদ মামুন অপু, সিরাজ প্রমুখ। আজ ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে আট পর্বের এই সিরিজটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত