বিনোদন ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত হয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীনকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। তাঁর সঙ্গে উপদেষ্টা করা হয়েছে আরও নয়জনকে।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি।
জনপ্রিয় এই কণ্ঠ শিল্পী বাংলাদেশ বেতার, চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে শ্রোতাদের মন জয় করেছেন। ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে যার খ্যাতি ছড়িয়েছে দেশ-বিদেশে। গানের মাধ্যমে পৃথিবীর বহু দেশে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বেবী নাজনীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে অনেক সম্মাননা অর্জন করেছেন।
আধুনিক গানের বাইরে রবীন্দ্র, নজরুল, লালন, পল্লি, ভাওয়াইয়া গানের ব্যাপক দখল রয়েছে বেবী নাজনীনের। হিন্দি-উর্দু গান আর গজলেও সমান শক্তিমান এক কণ্ঠের নাম বেবী নাজনীন। দেশ ও বিদেশের বিভিন্ন মঞ্চে সেসব গুণের স্বাক্ষরও তিনি রেখেছেন ৪০ বছরের সংগীত জীবনে।
বেবী নাজনীনের কর্মজীবন সংগীতময়। তাঁর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘ঘুম ভাঙ্গায়া গেলরে মরার কোকিলে’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে’, ‘ঐ রংধনু থেকে কিছু কিছু রং’, ‘ও বন্ধুরে তুই কত দূরে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘দুচোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘ও বন্ধু তুমি কই কই রে’, ‘কই গেলা নিঠুর বন্ধুরে’ ইত্যাদি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত হয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীনকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। তাঁর সঙ্গে উপদেষ্টা করা হয়েছে আরও নয়জনকে।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি।
জনপ্রিয় এই কণ্ঠ শিল্পী বাংলাদেশ বেতার, চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে শ্রোতাদের মন জয় করেছেন। ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে যার খ্যাতি ছড়িয়েছে দেশ-বিদেশে। গানের মাধ্যমে পৃথিবীর বহু দেশে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বেবী নাজনীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে অনেক সম্মাননা অর্জন করেছেন।
আধুনিক গানের বাইরে রবীন্দ্র, নজরুল, লালন, পল্লি, ভাওয়াইয়া গানের ব্যাপক দখল রয়েছে বেবী নাজনীনের। হিন্দি-উর্দু গান আর গজলেও সমান শক্তিমান এক কণ্ঠের নাম বেবী নাজনীন। দেশ ও বিদেশের বিভিন্ন মঞ্চে সেসব গুণের স্বাক্ষরও তিনি রেখেছেন ৪০ বছরের সংগীত জীবনে।
বেবী নাজনীনের কর্মজীবন সংগীতময়। তাঁর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘ঘুম ভাঙ্গায়া গেলরে মরার কোকিলে’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে’, ‘ঐ রংধনু থেকে কিছু কিছু রং’, ‘ও বন্ধুরে তুই কত দূরে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘দুচোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘ও বন্ধু তুমি কই কই রে’, ‘কই গেলা নিঠুর বন্ধুরে’ ইত্যাদি।
চলতি বছরের শুরুতে প্রসাধনী ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে যুক্ত হন শাকিব খান। এরপর প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হন শোবিজের একাধিক তারকা।
১৬ মিনিট আগেবলিউডে এ বছরের বক্স অফিসটা যেন ভূতেদের দখলে। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা—অনেক ধরনের সিনেমাই যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। এ বছর মুক্তি পাওয়া ‘মুঞ্ঝা’, ‘স্ত্রী টু’, ‘ভুলভুলাইয়া থ্রি’
২১ মিনিট আগেগত বছর দুই ঈদে বৈশাখী টেলিভিশনে প্রচার হয়েছিল সাত পর্বের ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। পরে দর্শকদের চাহিদা বিবেচনায় দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় চ্যানেলটি।
৪৪ মিনিট আগেসংস্কৃতির বিকাশ ঘটাতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সাতটি অগ্রাধিকার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ কার্যক্রমে রয়েছে নজরুলসংগীত নিয়ে রক অ্যালবাম প্রকাশ।
১ ঘণ্টা আগে