বানখেড়েকে শাহরুখ লিখেছিলেন, ‘আমি তো বাবা, দয়া ভিক্ষা চাইছি’

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৩, ০০: ০৭
আপডেট : ২০ মে ২০২৩, ০১: ৩৯

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলেকে গ্রেপ্তার করা সেই মাদকবিরোধী কর্মকর্তা সামীর বানখেড়ে এখন নিজেই বিপদে। অবৈধ সম্পদ অর্জন এবং শাহরুখপুত্রের বিরুদ্ধে ভুলভাবে মামলা পরিচালনার অভিযোগসহ বানখেড়ের বিরুদ্ধে বর্তমানে ছয়টি মামলার তদন্ত চলছে। 

এসব মামলায় আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে ২০২১ সালে ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তারের পর শাহরুখ খানের সঙ্গে হওয়া দীর্ঘ হোয়াটসঅ্যাপ কথোপকথন আদালতে জমা দিয়েছেন বানখেড়ে। 

শুক্রবার এ বিষয়ে হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপে হওয়া কথোপকথনে ছেলের প্রতি সদয় হতে নানাভাবে অনুনয় বিনুনয় করেছিলেন শাহরুখ। ছেলেকে বাড়ি পাঠানোর অনুরোধ করেছিলেন। 

ছেলেকে গ্রেপ্তারের পর শাহরুখই প্রথম মেসেজ পাঠান বানখেড়েকে। হোয়াটসঅ্যাপে পাঠানো ওই মেসেজে শাহরুখ লিখেছিলেন, ‘সামীর সাহেব, আমি কি আপনার সঙ্গে এক মিনিটের জন্য কথা বলতে পারি, প্লিজ। আমি জানি, এটা অফিশিয়ালি অনুচিত, হয়তো সম্পূর্ণ ভুল, কিন্তু বাবা হিসেবে একবারের জন্য আপনার সঙ্গে কথা বলতে পারতাম যদি! প্লিজ।’ 

প্রতি উত্তরে শাহরুখকে বানখেড়ে লিখেন, ‘প্লিজ কল।’ 

কথোপকথনের একপর্যায়ে ছেলের প্রতি সদয় হওয়ার অনুরোধ করেন শাহরুখ। প্রতি উত্তরে বানখেড়ে লিখেন, ‘অবশ্যই, চিন্তা করবেন না।’ 

একপর্যায়ে বানখেড়েকে শাহরুখ লিখেন, 'আমার ছেলে সেই শিক্ষাটি পেয়েছে যা আপনি চেয়েছিলেন। এটি তাকে ভবিষ্যতে একজন পরিশ্রমী যুবক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। ভবিষ্যতে আরিয়ান একজন ভালো মানুষ হয়ে উঠবে।’ 

বানখেড়ে প্রতি উত্তর করেন, ‘সে (আরিয়ান) তো ভালো ছেলে। আমার পরামর্শে আরও সংস্কার হবে। কঠিন দিনগুলো তাড়াতাড়িই শেষ হবে।’ 

একদিন মাঝরাতে মেসেজ পাঠিয়ে শাহরুখ লিখেন, ‘এত রাতে আপনাকে মেসেজ করার জন্য প্রথমেই ক্ষমা চাইছি। তবে একবার আপনি আমার অবস্থাটা বুঝুন। আমিও তো বাবা। আপনার কাছে দয়া ভিক্ষা চাইছি।’

ফাঁস হওয়া কথোপকথন অংশের শেষ দিকে শাহরুখ লিখেন, ‘আমার ছেলেকে বাড়ি ফিরতে দিন। আপনার কাছে অনুরোধ করা ছাড়া আমার আর কী করার আছে! আপনি জানেন যে, আপনি যা করছেন তার বিরুদ্ধে আমি কখনোই কিছু করব না। আপনি বলেছিলেন আরিয়ানকে নিজের ছেলের মতো দেখছেন এবং তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান। আমি এমন কিছু করিনি যা আপনার সেই সংস্কার কার্যক্রমে কোনো বাধার সৃষ্টি করে। আমি সংবাদপত্রেও নীরব আছি। প্লিজ, বাবা হিসেবে আমাকে হতাশ করবেন না। প্লিজ!’ 

 ২০২১ সালে সঙ্গে মাদক রাখার অভিযোগে একটি প্রমোদতরী থেকে শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিলেন বানখেড়ে। এ ঘটনায় ২২ দিন জেলে ছিলেন আরিয়ান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত