বিনোদন প্রতিবেদক, ঢাকা
সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দেশের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আচমকা এমন ঘোষণা দিলেন এই ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই ওপেনারের এমন সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের মতো বিষণ্ন দেশের তারকারা। প্রিয় ক্রিকেটারের অবসরের ঘোষণায় শোবিজ অঙ্গনের তারকারা তামিমের অবসর নিয়ে জানিয়েছেন প্রতিক্রিয়া। তামিমের বিদায়ে শোবিজ অঙ্গনের এমন কিছু মানুষের প্রতিক্রিয়া থাকল:
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘বিশ্বকাপটা খেলে অবসর নিতে পারত বাংলাদেশ সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। আগামী জীবনের জন্য শুভকামনা।’
নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য আপনার অবদান, অবিস্মরণীয় হয়ে থাকবে প্রিয় তামিম ইকবাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।’
অভিনেতা আব্দুন নূর সজল লিখেছেন, ‘অশ্রুসিক্ত বিদায় কখনো চাইনি ক্যাপটেন। তামিমের বিদায়টা হয়তো আরেকটু সুন্দর হতে পারত। তার খেলা বরাবরই ভালো লাগত ৷ কিন্তু সবকিছুরই একসময় শেষ হয়, হতে হয় ৷ দুনিয়ার নিয়মই এটা। সেই ২০০৭ সাল থেকে আপনি বাংলাদেশের ক্রিকেটকে যা দিয়েছেন তা বাঙালি প্রত্যেকটি ক্রিকেটপ্রেমী আজীবন মনে রাখবে।’
চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘এই তো কিছুদিন আগেও সবাই যখন বলত প্রিয় ক্রিকেটার কে? তখন বলতাম, প্রিয় তো সবাই। কিন্তু চিটাগাংএর বলে তামিম ইকবালকে সব থেকে বেশি ভালো লাগে। একপর্যায়ে তাঁর অফফর্মের জন্য মন বিষণ্ন হলো। তার থেকে বেশি বিষণ্ন হলো আজকে। কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম ইকবাল খান। সব সমালোচনা সহ্য করে, ঠান্ডা মাথায়, শেষটা আরও সুন্দর হতে পারত!!’
নাট্য পরিচালক মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, ‘তামিম ইকবাল আপনার জন্য কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনাকে ভুলতে পারব না। আপনি বাংলাদেশের ক্রিকেটকে যা দিয়েছেন তা অতুলনীয়। যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তা নির্মম। আপনি এটা ডিজার্ভ করেন না। আপনি বাংলাদেশের হিরো, পাপন গং’রা নন। খারাপ দিনে আপনার মতো সুপার স্টাররাও একা আবারও প্রমাণ হলো। আমাদের দেশের কোনো একটা জায়গাও যদি একটু গোছানো থাকত। করাপশন ইভরিহয়ার। অনেক কথা বলার আছে। এখন শুধুই আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ মাইটি তামিম ইকবাল।’
অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালের। উইল মিস ইউ ক্যাপ্টেন।’
অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘এমন সময়ে তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তটা কি ঠিক হলো? সামনে বড় বড় দুটি টুর্নামেন্ট! কে সামলাবে ওপেনিং!!! বিশেষ করে দলে যে এর বাজে প্রভাব পড়বে, সেটা থেকে বেরিয়ে আমাদের ক্রিকেটাররা কতটুকু ভালো খেলতে পারবে, সে বিষয়ে আমি সন্দিহান! তারপরও তামিমের সিদ্ধান্তকে আমি সম্মান করি! সেও রক্তমাংসের মানুষ! বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান সব সময় মনে থাকবে তামিম ইকবাল!!! আপনার ভবিষ্যৎ জীবন আনন্দের ও সুন্দর হোক!!!’
সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দেশের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আচমকা এমন ঘোষণা দিলেন এই ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই ওপেনারের এমন সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমীদের মতো বিষণ্ন দেশের তারকারা। প্রিয় ক্রিকেটারের অবসরের ঘোষণায় শোবিজ অঙ্গনের তারকারা তামিমের অবসর নিয়ে জানিয়েছেন প্রতিক্রিয়া। তামিমের বিদায়ে শোবিজ অঙ্গনের এমন কিছু মানুষের প্রতিক্রিয়া থাকল:
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘বিশ্বকাপটা খেলে অবসর নিতে পারত বাংলাদেশ সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। আগামী জীবনের জন্য শুভকামনা।’
নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য আপনার অবদান, অবিস্মরণীয় হয়ে থাকবে প্রিয় তামিম ইকবাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।’
অভিনেতা আব্দুন নূর সজল লিখেছেন, ‘অশ্রুসিক্ত বিদায় কখনো চাইনি ক্যাপটেন। তামিমের বিদায়টা হয়তো আরেকটু সুন্দর হতে পারত। তার খেলা বরাবরই ভালো লাগত ৷ কিন্তু সবকিছুরই একসময় শেষ হয়, হতে হয় ৷ দুনিয়ার নিয়মই এটা। সেই ২০০৭ সাল থেকে আপনি বাংলাদেশের ক্রিকেটকে যা দিয়েছেন তা বাঙালি প্রত্যেকটি ক্রিকেটপ্রেমী আজীবন মনে রাখবে।’
চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘এই তো কিছুদিন আগেও সবাই যখন বলত প্রিয় ক্রিকেটার কে? তখন বলতাম, প্রিয় তো সবাই। কিন্তু চিটাগাংএর বলে তামিম ইকবালকে সব থেকে বেশি ভালো লাগে। একপর্যায়ে তাঁর অফফর্মের জন্য মন বিষণ্ন হলো। তার থেকে বেশি বিষণ্ন হলো আজকে। কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম ইকবাল খান। সব সমালোচনা সহ্য করে, ঠান্ডা মাথায়, শেষটা আরও সুন্দর হতে পারত!!’
নাট্য পরিচালক মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, ‘তামিম ইকবাল আপনার জন্য কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনাকে ভুলতে পারব না। আপনি বাংলাদেশের ক্রিকেটকে যা দিয়েছেন তা অতুলনীয়। যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন তা নির্মম। আপনি এটা ডিজার্ভ করেন না। আপনি বাংলাদেশের হিরো, পাপন গং’রা নন। খারাপ দিনে আপনার মতো সুপার স্টাররাও একা আবারও প্রমাণ হলো। আমাদের দেশের কোনো একটা জায়গাও যদি একটু গোছানো থাকত। করাপশন ইভরিহয়ার। অনেক কথা বলার আছে। এখন শুধুই আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ মাইটি তামিম ইকবাল।’
অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিম ইকবালের। উইল মিস ইউ ক্যাপ্টেন।’
অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘এমন সময়ে তামিম ইকবালের অবসরের সিদ্ধান্তটা কি ঠিক হলো? সামনে বড় বড় দুটি টুর্নামেন্ট! কে সামলাবে ওপেনিং!!! বিশেষ করে দলে যে এর বাজে প্রভাব পড়বে, সেটা থেকে বেরিয়ে আমাদের ক্রিকেটাররা কতটুকু ভালো খেলতে পারবে, সে বিষয়ে আমি সন্দিহান! তারপরও তামিমের সিদ্ধান্তকে আমি সম্মান করি! সেও রক্তমাংসের মানুষ! বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান সব সময় মনে থাকবে তামিম ইকবাল!!! আপনার ভবিষ্যৎ জীবন আনন্দের ও সুন্দর হোক!!!’
ঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
২ ঘণ্টা আগে‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফান্ডিং পেয়েছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির সঙ্গে আর যুক্ত থাকছে না সরকার। বাতিল করা হয়েছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য ৫০ লাখ...
২ ঘণ্টা আগেশাকিব খানকে কেন্দ্র করে তাঁর দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা নতুন কিছু নয়। সুযোগ পেলেই তাঁরা পরস্পরের প্রতি খড়্গহস্ত হন। এবার টয়লেড ডে-র শুভেচ্ছা জানানোর নাম করে বুবলীকে খোঁচা দিলেন অপু।
১৩ ঘণ্টা আগেইত্যাদির নতুন পর্বের শুটিং হয়েছে বাগেরহাটে। মঞ্চ নির্মাণ করা হয়েছে মোংলা বন্দরে। পশুর নদীর তীরে জাহাজ, নদী এবং বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি।
১৬ ঘণ্টা আগে