নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লৌকিক গল্প এই জনপদের সংস্কৃতির অংশ। কইন্যা পীরের বিশ্বাস নিয়ে প্রাচ্যনাটের নাটক ‘কইন্যা’। আগামীকাল বুধবার দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের হাওরভিত্তিক লৌকিক কাহিনি নিয়ে নাটকটি রচনা করেছেন মুরাদ খান। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
কালারুকা এলাকার মানুষের বিশ্বাস কইন্যা পীরের প্রতি। সে তাদের দেখে রাখে। কইন্যা পীর এই কালারুকায় এসেছিল কবে, তা হলফ করে কেউ বলতে পারে না। গত হয়েছেন তাও যুগ যুগ আগে। তবুও এ বিশ্বাস এখনো জারি আছে। তার সঙ্গী বহুরূপীকে তিনি খালি বাড়ির পুকুরে মাছ রূপে রেখে গেছেন। খালি বাড়িতে এখন থাকেন নাইওর ও দিলবর নামের দুই ভাই। জনপদের সবাই জানে, বিপত্নীক নাইওরের ওপর কইন্যা পীরের ভর আছে।
ইশকে মাতোয়ারা নাইওর ঘণ্টার পর ঘণ্টা কথা বলে জলের বহুরূপীর সঙ্গে। যেন বহুরূপীর কাছে জানার দীক্ষা নেন। এই খালি বাড়িতে আশ্রিত মেছাব, নাইওরের ছোট ভাই দিলবরের সঙ্গে বিয়ের আয়োজন করে নিজ গ্রামের এক কইন্যার। যাকে সে নিজেই একসময় বিয়ের চেষ্টা করেও ব্যর্থ হয়। যার প্রতি এখনো তার আসক্তি রয়েছে। মোটা দাগে এই কইন্যার কাহিনি।
প্রাচ্যনাটের নবম প্রযোজনা ‘কইন্যা’। গত নভেম্বর মাসে বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে প্রদর্শিত হয় নাটকটি। আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় নাটকটি আবার দেখা যাবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন আজাদ আবুল কালাম, কাজী তৌফিকুল ইসলাম ইমন, রাহুল আনন্দ, শতাব্দী ওয়াদুদ, সাখাওয়াত হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, ঋতু সাত্তার, শাহানা রহমান সুমি, শাহেদ আলী, তপন মজুমদার, বিলকিস জবা, সাইফুল ইসলাম জার্নাল, রন্তিক বিপু, শাহরিয়ার সজীব, মিতুল রহমান, রিফাত আহমেদ নোবেল, মো. রফিক, তানজিকুন, সাদী প্রমুখ।
লৌকিক গল্প এই জনপদের সংস্কৃতির অংশ। কইন্যা পীরের বিশ্বাস নিয়ে প্রাচ্যনাটের নাটক ‘কইন্যা’। আগামীকাল বুধবার দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের হাওরভিত্তিক লৌকিক কাহিনি নিয়ে নাটকটি রচনা করেছেন মুরাদ খান। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
কালারুকা এলাকার মানুষের বিশ্বাস কইন্যা পীরের প্রতি। সে তাদের দেখে রাখে। কইন্যা পীর এই কালারুকায় এসেছিল কবে, তা হলফ করে কেউ বলতে পারে না। গত হয়েছেন তাও যুগ যুগ আগে। তবুও এ বিশ্বাস এখনো জারি আছে। তার সঙ্গী বহুরূপীকে তিনি খালি বাড়ির পুকুরে মাছ রূপে রেখে গেছেন। খালি বাড়িতে এখন থাকেন নাইওর ও দিলবর নামের দুই ভাই। জনপদের সবাই জানে, বিপত্নীক নাইওরের ওপর কইন্যা পীরের ভর আছে।
ইশকে মাতোয়ারা নাইওর ঘণ্টার পর ঘণ্টা কথা বলে জলের বহুরূপীর সঙ্গে। যেন বহুরূপীর কাছে জানার দীক্ষা নেন। এই খালি বাড়িতে আশ্রিত মেছাব, নাইওরের ছোট ভাই দিলবরের সঙ্গে বিয়ের আয়োজন করে নিজ গ্রামের এক কইন্যার। যাকে সে নিজেই একসময় বিয়ের চেষ্টা করেও ব্যর্থ হয়। যার প্রতি এখনো তার আসক্তি রয়েছে। মোটা দাগে এই কইন্যার কাহিনি।
প্রাচ্যনাটের নবম প্রযোজনা ‘কইন্যা’। গত নভেম্বর মাসে বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে প্রদর্শিত হয় নাটকটি। আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় নাটকটি আবার দেখা যাবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন আজাদ আবুল কালাম, কাজী তৌফিকুল ইসলাম ইমন, রাহুল আনন্দ, শতাব্দী ওয়াদুদ, সাখাওয়াত হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, ঋতু সাত্তার, শাহানা রহমান সুমি, শাহেদ আলী, তপন মজুমদার, বিলকিস জবা, সাইফুল ইসলাম জার্নাল, রন্তিক বিপু, শাহরিয়ার সজীব, মিতুল রহমান, রিফাত আহমেদ নোবেল, মো. রফিক, তানজিকুন, সাদী প্রমুখ।
আর কয়েকদিন পরেই বিয়ের এক বছর পূর্তি হবে পরম-পিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন তাঁরা। আলাপ করেছেন প্রাক্তনদের নিয়েও।
৫ ঘণ্টা আগেমারা গেছেন চলচ্চিত্র চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৫ ঘণ্টা আগেবিকেলের মধ্যেই কনসার্টস্থলে জমায়েত হন লাখো মানুষ। ভিড় ঠেকাতে হিমশিম অবস্থা আয়োজকদের। অনুষ্ঠানের শেষদিকে নগর বাউলের পারফর্ম করার কথা থাকলেও, ভিড় সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই জেমসকে মঞ্চে আনা হয়।
৯ ঘণ্টা আগেপ্রায় চার দশক পর আবারও মিঠুনের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেত্রীকে। নির্মাতা মানস মুকুল পাল তাঁর পরবর্তী সিনেমায় মিঠুনের বিপরীতে আফসানা মিমির কথা ভাবছেন।
১১ ঘণ্টা আগে