বিনোদন প্রতিবেদক, ঢাকা
কলকাতার বইমেলার পর চলচ্চিত্র উৎসবেও জায়গা হয়নি বাংলাদেশের। ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) ২৯টি দেশের ১৮০টি সিনেমা স্থান পেলেও তালিকায় নেই বাংলাদেশের সিনেমা। রাজনৈতিক পটপরিবর্তন ও ভিসা জটিলতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন কেআইএফএফের চেয়ারম্যান গৌতম ঘোষ। কলকাতায় বাংলাদেশের সিনেমার জায়গা না হলেও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঠিকই থাকছে ভারতীয় সিনেমা।
আগামী ১১ জানুয়ারি শুরু হবে ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের ২৫০টির মতো সিনেমা। এখনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হলেও উৎসবের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগের তালিকা। সেখানে রয়েছে দুটি ভারতীয় সিনেমা। জটলা সিদ্ধার্থের ‘ইন দ্য বেলি অব আ টাইগার’ ও সৌমিক রায় চৌধুরীর ‘বেলাইন’। এ ছাড়া সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে রয়েছে সৃজিত মুখার্জির ‘পদাতিক’।
ঢাকা চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমা অন্তর্ভুক্তির বিষয়ে উৎসবের আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল বলেন, ‘সরকারি আয়োজনে অনুষ্ঠিত হয় কলকাতা চলচ্চিত্র উৎসব। সেখানে বাংলাদেশের সিনেমা কেন নেই—এর উত্তর দিতে পারবে উৎসব কর্তৃপক্ষ ও তাদের সরকার। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইফিতে কিন্তু বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হয়েছে। ঢাকা চলচ্চিত্র উৎসব সরকারি কোনো আয়োজন নয়। আমরা সিনেমাকে প্রাধান্য দিয়েছি। এখানে পাকিস্তানের সিনেমা যেমন আছে, তেমনি ভারত, চীনসহ ৭০টির বেশি দেশের সিনেমা আছে। আমরা কোনো দেশ বিবেচনায় সিনেমা নির্বাচন করছি না। এ ছাড়া সরকার থেকে আমাদের এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে নির্দিষ্ট কোনো দেশের সিনেমা দেখানো যাবে না।’
ভারতীয় সিনেমা থাকলেও এবার উৎসবে দেখা যাবে না ভারতীয় কোনো নির্মাতা ও কলাকুশলীকে। অংশ নেওয়া সিনেমার সংখ্যাও অন্যান্যবারের তুলনায় অনেক কম বলে জানান আহমেদ মুজতবা জামাল। তিনি বলেন, ‘এবার চলচ্চিত্র উৎসবে ভারতের সিনেমার সংখ্যা কমে গেছে। অন্যান্যবার ২৫-৩০টি সিনেমা থাকে। এবার মাত্র ৫-৬টি সিনেমা আছে। এ ছাড়া ভারতের কোনো ফিল্মমেকার, কলাকুশলী বা অতিথি কেউ আসছেন না ভিসা জটিলতার কারণে।’
গতবার উৎসবে আলো ছড়িয়েছিলেন ইরানের নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের শর্মিলা ঠাকুর, অঞ্জন দত্তরা। এবার দেখা যাবে না কোনো বড় তারকাকে। এই প্রসঙ্গে জামাল বলেন, ‘এই বিষয়টি স্পনসরের ওপর নির্ভর করে। এবার আমাদের স্পনসরের অনেক ঘাটতি। সব মিলিয়ে একটু চাপের মধ্যে আছি। তাই এবার বড় তারকাদের দেখা যাওয়ার সম্ভাবনা নেই। মাজিদ মাজিদি ও শর্মিলা ঠাকুরের মতো তারকাদের দেখা না মিললেও বিভিন্ন দেশের নির্মাতা ও চলচ্চিত্র বিশ্লেষকেরা থাকবেন। মানসম্মত সিনেমার মাধ্যমে আমার একটি ভালো চলচ্চিত্র উৎসব আয়োজন করতে চাই।’
বড় তারকাদের অনুপস্থিতিতে উৎসবের জৌলুশ কমে যাবে কি না—জানতে চাইলে আহমেদ মুজতবা জামাল বলেন, ‘যেকোনো চলচ্চিত্র উৎসবের প্রধান জৌলুশ হলো সিনেমা। আমরা সেখানেই জোর দিচ্ছি। তবে বড় তারকা থাকলে ফোকাস বেশি থাকে। তার মানে এই নয় যে, তাঁরাই উৎসবের কেন্দ্রবিন্দু। ভিসা জটিলতা, নিরাপত্তা ইস্যু—সব মিলিয়ে আমরা এবার ঝুঁকি নিতে চাইছি না। ভবিষ্যতে আবার হয়তো বড় তারকারা আসবেন।’
ঢাকা চলচ্চিত্র উৎসবের সর্বশেষ আসরে ফিপ্রেসির বিধিমালা ভেঙে জুরি কমিটি গঠন ও উৎসব আয়োজক কমিটির একজন সদস্যের পুরস্কারপ্রাপ্তি বিতর্কের জন্ম দিয়েছিল। এবার এমন কিছু যেন না ঘটে, সেদিকে আলাদা নজর থাকবে বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।
কলকাতার বইমেলার পর চলচ্চিত্র উৎসবেও জায়গা হয়নি বাংলাদেশের। ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) ২৯টি দেশের ১৮০টি সিনেমা স্থান পেলেও তালিকায় নেই বাংলাদেশের সিনেমা। রাজনৈতিক পটপরিবর্তন ও ভিসা জটিলতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন কেআইএফএফের চেয়ারম্যান গৌতম ঘোষ। কলকাতায় বাংলাদেশের সিনেমার জায়গা না হলেও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঠিকই থাকছে ভারতীয় সিনেমা।
আগামী ১১ জানুয়ারি শুরু হবে ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের ২৫০টির মতো সিনেমা। এখনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হলেও উৎসবের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগের তালিকা। সেখানে রয়েছে দুটি ভারতীয় সিনেমা। জটলা সিদ্ধার্থের ‘ইন দ্য বেলি অব আ টাইগার’ ও সৌমিক রায় চৌধুরীর ‘বেলাইন’। এ ছাড়া সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে রয়েছে সৃজিত মুখার্জির ‘পদাতিক’।
ঢাকা চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমা অন্তর্ভুক্তির বিষয়ে উৎসবের আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল বলেন, ‘সরকারি আয়োজনে অনুষ্ঠিত হয় কলকাতা চলচ্চিত্র উৎসব। সেখানে বাংলাদেশের সিনেমা কেন নেই—এর উত্তর দিতে পারবে উৎসব কর্তৃপক্ষ ও তাদের সরকার। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইফিতে কিন্তু বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হয়েছে। ঢাকা চলচ্চিত্র উৎসব সরকারি কোনো আয়োজন নয়। আমরা সিনেমাকে প্রাধান্য দিয়েছি। এখানে পাকিস্তানের সিনেমা যেমন আছে, তেমনি ভারত, চীনসহ ৭০টির বেশি দেশের সিনেমা আছে। আমরা কোনো দেশ বিবেচনায় সিনেমা নির্বাচন করছি না। এ ছাড়া সরকার থেকে আমাদের এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে নির্দিষ্ট কোনো দেশের সিনেমা দেখানো যাবে না।’
ভারতীয় সিনেমা থাকলেও এবার উৎসবে দেখা যাবে না ভারতীয় কোনো নির্মাতা ও কলাকুশলীকে। অংশ নেওয়া সিনেমার সংখ্যাও অন্যান্যবারের তুলনায় অনেক কম বলে জানান আহমেদ মুজতবা জামাল। তিনি বলেন, ‘এবার চলচ্চিত্র উৎসবে ভারতের সিনেমার সংখ্যা কমে গেছে। অন্যান্যবার ২৫-৩০টি সিনেমা থাকে। এবার মাত্র ৫-৬টি সিনেমা আছে। এ ছাড়া ভারতের কোনো ফিল্মমেকার, কলাকুশলী বা অতিথি কেউ আসছেন না ভিসা জটিলতার কারণে।’
গতবার উৎসবে আলো ছড়িয়েছিলেন ইরানের নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের শর্মিলা ঠাকুর, অঞ্জন দত্তরা। এবার দেখা যাবে না কোনো বড় তারকাকে। এই প্রসঙ্গে জামাল বলেন, ‘এই বিষয়টি স্পনসরের ওপর নির্ভর করে। এবার আমাদের স্পনসরের অনেক ঘাটতি। সব মিলিয়ে একটু চাপের মধ্যে আছি। তাই এবার বড় তারকাদের দেখা যাওয়ার সম্ভাবনা নেই। মাজিদ মাজিদি ও শর্মিলা ঠাকুরের মতো তারকাদের দেখা না মিললেও বিভিন্ন দেশের নির্মাতা ও চলচ্চিত্র বিশ্লেষকেরা থাকবেন। মানসম্মত সিনেমার মাধ্যমে আমার একটি ভালো চলচ্চিত্র উৎসব আয়োজন করতে চাই।’
বড় তারকাদের অনুপস্থিতিতে উৎসবের জৌলুশ কমে যাবে কি না—জানতে চাইলে আহমেদ মুজতবা জামাল বলেন, ‘যেকোনো চলচ্চিত্র উৎসবের প্রধান জৌলুশ হলো সিনেমা। আমরা সেখানেই জোর দিচ্ছি। তবে বড় তারকা থাকলে ফোকাস বেশি থাকে। তার মানে এই নয় যে, তাঁরাই উৎসবের কেন্দ্রবিন্দু। ভিসা জটিলতা, নিরাপত্তা ইস্যু—সব মিলিয়ে আমরা এবার ঝুঁকি নিতে চাইছি না। ভবিষ্যতে আবার হয়তো বড় তারকারা আসবেন।’
ঢাকা চলচ্চিত্র উৎসবের সর্বশেষ আসরে ফিপ্রেসির বিধিমালা ভেঙে জুরি কমিটি গঠন ও উৎসব আয়োজক কমিটির একজন সদস্যের পুরস্কারপ্রাপ্তি বিতর্কের জন্ম দিয়েছিল। এবার এমন কিছু যেন না ঘটে, সেদিকে আলাদা নজর থাকবে বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।
এবার প্রকাশ্যে এল বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় ব্যাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠছেন তিনি। সিসিটিভি ফুটেজের দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ...
৯ ঘণ্টা আগে২০১৪ সালে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘বৃহন্নলা’। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুরাদ পারভেজ পরিচালিত সিনেমাটি। বৃহন্নলার জন্য় ২০১৫ সালে ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন সোহানা সাবা। এবার সেই উৎসবেই বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি।
১০ ঘণ্টা আগে১৯৭৮ সাল থেকে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের কাজ করে যাচ্ছে পদাতিক নাট্য সংসদ। আজ দলটি উদ্যাপন করতে যাচ্ছে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী...
১০ ঘণ্টা আগেরাজধানীর ছয়টি অডিটরিয়ামে ১১ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১০ ঘণ্টা আগে