বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে চমকে দিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাহসান খানের সঙ্গে তাঁর গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি জনপ্রিয়তা পায়। এবার ইত্যাদির মঞ্চেও থাকছে চমক। কবির বকুলের লেখা ও ইমরানের সুর-সংগীতে গান গাইবেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি।
এক দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সিয়াম আহমেদ। ছোট পর্দা দিয়ে শুরু হলেও এখন পুরো মনোযোগ সিনেমা নিয়ে। এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত নতুন সিনেমা ‘জংলি’। চার বছর আগে প্রীতম হাসানের ‘খোকা’ গানটি কাভার করলেও এবারই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ দিলেন সিয়াম। সিয়াম ও হিমি নিয়মিত অভিনয় করলেও এবারই প্রথম তাঁদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।
সিয়াম বলেন, ‘আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই আমাকে তাগাদা না দিলে হয়তো গাওয়া হতো না। এটা দর্শকদের জন্য আমার ঈদ উপহার।’
গানে সিয়াম নতুন হলেও হিমি কিন্তু নতুন নয়। সংগীতে তাঁর হাতেখড়ি সাধনা মিত্রের কাছে। ছোটবেলায় ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। তালিম নিয়েছেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরার কাছেও। নাটকের গানেও পাওয়া গেছে হিমিকে।
ইত্যাদির এই গান নিয়ে হিমি বলেন, ‘ছোটবেলা থেকেই ইত্যাদি দেখার জন্য এক্সাইটেড থাকতাম। এ রকম একটা অনুষ্ঠানে নিজে অংশ হয়েছি, তা-ও আবার গানে! এই গানের ব্যাপারটা আমার জন্য খুবই নস্টালজিক। এ ছাড়া ইমরান ভাইয়ের কম্পোজিশনে প্রথমবার গাইলাম, বিষয়টা মজার ছিল। দারুণ এক অভিজ্ঞতা হলো ক্যারিয়ারে।’
ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
গত রোজার ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গেয়ে চমকে দিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাহসান খানের সঙ্গে তাঁর গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি জনপ্রিয়তা পায়। এবার ইত্যাদির মঞ্চেও থাকছে চমক। কবির বকুলের লেখা ও ইমরানের সুর-সংগীতে গান গাইবেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমি।
এক দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন সিয়াম আহমেদ। ছোট পর্দা দিয়ে শুরু হলেও এখন পুরো মনোযোগ সিনেমা নিয়ে। এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে সিয়াম অভিনীত নতুন সিনেমা ‘জংলি’। চার বছর আগে প্রীতম হাসানের ‘খোকা’ গানটি কাভার করলেও এবারই প্রথম কোনো মৌলিক গানে কণ্ঠ দিলেন সিয়াম। সিয়াম ও হিমি নিয়মিত অভিনয় করলেও এবারই প্রথম তাঁদের দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।
সিয়াম বলেন, ‘আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই আমাকে তাগাদা না দিলে হয়তো গাওয়া হতো না। এটা দর্শকদের জন্য আমার ঈদ উপহার।’
গানে সিয়াম নতুন হলেও হিমি কিন্তু নতুন নয়। সংগীতে তাঁর হাতেখড়ি সাধনা মিত্রের কাছে। ছোটবেলায় ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। তালিম নিয়েছেন বরেণ্য শিল্পী ফেরদৌস আরার কাছেও। নাটকের গানেও পাওয়া গেছে হিমিকে।
ইত্যাদির এই গান নিয়ে হিমি বলেন, ‘ছোটবেলা থেকেই ইত্যাদি দেখার জন্য এক্সাইটেড থাকতাম। এ রকম একটা অনুষ্ঠানে নিজে অংশ হয়েছি, তা-ও আবার গানে! এই গানের ব্যাপারটা আমার জন্য খুবই নস্টালজিক। এ ছাড়া ইমরান ভাইয়ের কম্পোজিশনে প্রথমবার গাইলাম, বিষয়টা মজার ছিল। দারুণ এক অভিজ্ঞতা হলো ক্যারিয়ারে।’
ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
এবার সালমান যে ঘড়িটি পরেছেন, তা খুবই বিশেষ। সীমিত সংস্করণের এ ঘড়ির দাম প্রায় ৩৪ লাখ রুপি। সালমানের হাত ধরেই ঘড়িটি লঞ্চ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং।
১৮ ঘণ্টা আগেঈদুল ফিতরের চাঁদ আকাশে উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিটি ঘরে বেজে ওঠে এক চিরন্তন সুর, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’। এই গান যেন ঈদের আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। কিন্তু এই কালজয়ী গানের স্রষ্টা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং এর পেছনের প্রেক্ষাপট অনেকেরই অজানা।
১৯ ঘণ্টা আগেবিজেপি ও আরএসএস নেতাদের আপত্তিতে মুক্তির পরও আবার এমপুরান সিনেমাকে তোলা হয়েছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের কাঠগড়ায়। নতুন করে ১৭টি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেটা না করলে আগামী সপ্তাহ থেকে বন্ধ হয়ে যেতে পারে এমপুরানের প্রদর্শনী।
১ দিন আগেএকাধিক অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে গেছে সিকান্দার। শনিবার গভীর রাতে সিনেমাটি অনলাইনে ছড়িয়ে পড়ে। একটি-দুটি নয়, ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়ে গেছে। টেলিগ্রামের একাধিক গ্রুপে ঘুরে বেড়াচ্ছে সিকান্দারের ডাউনলোড লিঙ্ক।
১ দিন আগে