বিনোদন ডেস্ক
বছর ঘুরে আবার এল অস্কারের আমেজ। সম্প্রতি ঘোষণা করা হয়েছে মনোনয়নপ্রাপ্ত ছবির তালিকা। এবারের ৯৩তম আসরের দিনক্ষণও ঠিক হয়ে গেছে। সিনেমাপ্রেমীরা মিলিয়ে নিচ্ছেন তাঁদের দেখা না দেখার হিসাব-নিকাশ। কে পাবে, কে পাবে না—তা নিয়ে যখন তুমুল আলোচনা চলমান, তখন এক ফাঁকে দেখে আসা যাক অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের কিছু মজার তথ্য।
অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রবর্তনের ধারণা আসে লুই বি মেয়ারের মাথায়। হলিউডের নামী প্রযোজনা সংস্থা মেট্রো-গোল্ডউইন-মেয়ার–এর তখনকার কর্ণধার ছিলেন তিনি। ১৯২৯ সালে বিখ্যাত অভিনেতা ডগলাস ফেয়ারব্যাংকস প্রথম আসরটি সঞ্চালনা করেন। আজকের মতো তেমন কোনো ডামাডোল ছিল না সেবার। এমনকি কোথাও সম্প্রচারও হয়নি সে অনুষ্ঠান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতব জিনিসপত্রের ঘাটতি দেখা দিলে অস্কারের ২৪ ক্যারেট সোনায় মোড়ানো প্রতিকৃতিতে পরিবর্তন আসে। ১৯৪৩ সালে আসরের ১৫তম সংস্করণে পুরস্কারপ্রাপ্তদের প্লাস্টারে মোড়ানো অস্কার প্রদান করা হয়।
খ্যাতনামা পরিচালক আলফ্রেড হিচকক তাঁর পরিচালনার জন্য কখনো অস্কার পাননি। অনেকে এটিকে তাঁর প্রতি অবিচার হিসেবে দেখেন। যদিও তিনি অ্যাকাডেমি থেকে সম্মাননাস্বরূপ একটি স্মারক পুরস্কার পেয়েছিলেন। সেই অস্কার হাতে নিয়ে তিনি অনুষ্ঠানের ইতিহাসে সবচেয়ে ছোট বক্তব্যটি দিলেন—‘ধন্যবাদ।' কে জানে এভাবেই তিনি প্রতিশোধ নিতে চাইলেন কিনা!
অস্কারের ইতিহাসে ওয়াল্ট ডিজনিকে কেউ টপকাতে পারবে বলে মনে হয় না। সবচেয়ে বেশি নমিনেশন নিয়ে তিনি সবচেয়ে বেশি অস্কারবিজেতা। ৬৪টি নমিনেশন নিয়ে ২৬টি অস্কার জিতে নেন তিনি।
এদিকে যেমন আছে সফলতার গল্প তেমনি পাওয়া যায় বিফলতার গল্পও। সাউন্ড মিক্সার কেভিন ও’কনেল অস্কারের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগাদের একজন। ৩৪ বছরের ক্যারিয়ারে তিনি ২০টি অস্কার মনোনয়ন পান। কিন্তু একটিতেও মেলেনি কাঙ্ক্ষিত পুরস্কার। তবে তাঁর দুর্ভাগ্যের অবসান ঘটে ২০১৬ সালে এসে। হ্যাকশ রিজ (২০১৬) ছবির সাউন্ড মিক্সিংয়ের জন্য অবশেষে তিনি বহুল প্রতীক্ষিত পুরস্কারটি পান।
হলিউডে প্রচুর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমার খোঁজ পাওয়া গেলেও কোনো সিনেমা এবং তার সিক্যুয়েল সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে—এমন রেকর্ড দুর্লভ। তবে সেই দুঃসাধ্য সাধন করেছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। তাঁর বিখ্যাত গডফাদার ট্রিলজির প্রথম দুটি ছবি ১৯৭৩ ও ১৯৭৫ সালে ‘সেরা ছবি’ বিভাগে জিতে নেয় অস্কার পুরস্কার।
তবে অস্কারের হাজারো রেকর্ডের ভিড়ে গতবারের অস্কার আলাদা স্থানের দাবি রাখে। বং জু হো’র প্যারাসাইট প্রথম ইংরেজি ভাষার বাইরের কোনো ছবি হিসেবে ‘সেরা ছবি’ বিভাগে অস্কার জিতে নেয় গেলবার। ছবিটি একই সঙ্গে সেরা বিদেশি ছবির পুরস্কারও হস্তগত করে।
বছর ঘুরে আবার এল অস্কারের আমেজ। সম্প্রতি ঘোষণা করা হয়েছে মনোনয়নপ্রাপ্ত ছবির তালিকা। এবারের ৯৩তম আসরের দিনক্ষণও ঠিক হয়ে গেছে। সিনেমাপ্রেমীরা মিলিয়ে নিচ্ছেন তাঁদের দেখা না দেখার হিসাব-নিকাশ। কে পাবে, কে পাবে না—তা নিয়ে যখন তুমুল আলোচনা চলমান, তখন এক ফাঁকে দেখে আসা যাক অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের কিছু মজার তথ্য।
অস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রবর্তনের ধারণা আসে লুই বি মেয়ারের মাথায়। হলিউডের নামী প্রযোজনা সংস্থা মেট্রো-গোল্ডউইন-মেয়ার–এর তখনকার কর্ণধার ছিলেন তিনি। ১৯২৯ সালে বিখ্যাত অভিনেতা ডগলাস ফেয়ারব্যাংকস প্রথম আসরটি সঞ্চালনা করেন। আজকের মতো তেমন কোনো ডামাডোল ছিল না সেবার। এমনকি কোথাও সম্প্রচারও হয়নি সে অনুষ্ঠান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতব জিনিসপত্রের ঘাটতি দেখা দিলে অস্কারের ২৪ ক্যারেট সোনায় মোড়ানো প্রতিকৃতিতে পরিবর্তন আসে। ১৯৪৩ সালে আসরের ১৫তম সংস্করণে পুরস্কারপ্রাপ্তদের প্লাস্টারে মোড়ানো অস্কার প্রদান করা হয়।
খ্যাতনামা পরিচালক আলফ্রেড হিচকক তাঁর পরিচালনার জন্য কখনো অস্কার পাননি। অনেকে এটিকে তাঁর প্রতি অবিচার হিসেবে দেখেন। যদিও তিনি অ্যাকাডেমি থেকে সম্মাননাস্বরূপ একটি স্মারক পুরস্কার পেয়েছিলেন। সেই অস্কার হাতে নিয়ে তিনি অনুষ্ঠানের ইতিহাসে সবচেয়ে ছোট বক্তব্যটি দিলেন—‘ধন্যবাদ।' কে জানে এভাবেই তিনি প্রতিশোধ নিতে চাইলেন কিনা!
অস্কারের ইতিহাসে ওয়াল্ট ডিজনিকে কেউ টপকাতে পারবে বলে মনে হয় না। সবচেয়ে বেশি নমিনেশন নিয়ে তিনি সবচেয়ে বেশি অস্কারবিজেতা। ৬৪টি নমিনেশন নিয়ে ২৬টি অস্কার জিতে নেন তিনি।
এদিকে যেমন আছে সফলতার গল্প তেমনি পাওয়া যায় বিফলতার গল্পও। সাউন্ড মিক্সার কেভিন ও’কনেল অস্কারের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগাদের একজন। ৩৪ বছরের ক্যারিয়ারে তিনি ২০টি অস্কার মনোনয়ন পান। কিন্তু একটিতেও মেলেনি কাঙ্ক্ষিত পুরস্কার। তবে তাঁর দুর্ভাগ্যের অবসান ঘটে ২০১৬ সালে এসে। হ্যাকশ রিজ (২০১৬) ছবির সাউন্ড মিক্সিংয়ের জন্য অবশেষে তিনি বহুল প্রতীক্ষিত পুরস্কারটি পান।
হলিউডে প্রচুর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমার খোঁজ পাওয়া গেলেও কোনো সিনেমা এবং তার সিক্যুয়েল সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে—এমন রেকর্ড দুর্লভ। তবে সেই দুঃসাধ্য সাধন করেছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। তাঁর বিখ্যাত গডফাদার ট্রিলজির প্রথম দুটি ছবি ১৯৭৩ ও ১৯৭৫ সালে ‘সেরা ছবি’ বিভাগে জিতে নেয় অস্কার পুরস্কার।
তবে অস্কারের হাজারো রেকর্ডের ভিড়ে গতবারের অস্কার আলাদা স্থানের দাবি রাখে। বং জু হো’র প্যারাসাইট প্রথম ইংরেজি ভাষার বাইরের কোনো ছবি হিসেবে ‘সেরা ছবি’ বিভাগে অস্কার জিতে নেয় গেলবার। ছবিটি একই সঙ্গে সেরা বিদেশি ছবির পুরস্কারও হস্তগত করে।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া...
১২ ঘণ্টা আগেভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়। পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাদের! এবার প্রেম থেকে তা গড়াচ্ছে বিয়ের প্রণয়ে। এব
১৩ ঘণ্টা আগেভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ বাবা সিদ্দিকি নিহতের পর থেকে আবারও প্রাণ নাশের হুমকিতে বলিউড ভাইজান সালমান খান। বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নিরাপত্তা। কৃষ্ণসার হরিণ হত্যা অভিযোগে বিষ্ণোই গ্যাংয়ের এমন হুমকিতে সালমান। যেতে হয়েছিল হাজতেও। এরই মধ্যে বিগ বসের এক অংশগ্রহণকারীকে শিক্ষা দিতে থানায় আটকের...
১৫ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় দুই যুগের ক্যারিয়ার শাকিব খানের। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ক্রিকেটের সঙ্গে। শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান দল কিনেছে বিপিএলে। দলের নাম ঢাকা ক্যাপিটালস। শাকিবের ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ খেলবেন দেশের শোবিজ তারকারা। এমনটাই জানালেন শাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান...
১৮ ঘণ্টা আগে